![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সংসারে কিছুই চিরদিনের জন্য নহে। বৃদ্ধি হইলেই ক্ষয় আছে; উন্নতি হইলেই পতন হয়; সংযোগ হইলেই বিয়োগ ঘটে; জীবন হইলেই মরন হইয়া থাকে।"
স্মাইলিং মাকড়সা!
ইংরেজি নামঃ Happy faced spider
বিজ্ঞানসম্মত নামঃ Theridion grallator
বিবরনঃ ৫ মিলিমিটার সাইজের এই মাকড়সাটি অনেকটা স্বচ্ছ কাঁচের গ্লাস এর মত। হালকা সবুজ, হলুদ, বা বাদামি রঙের এই মাকড়সা হাওয়াই আইসলান্ড এ বেশি দেখতে পাওয়া যায়। স্ত্রী মাকড়সা বাচ্চা জন্মানো পর্যন্ত ডিম পাহারা দেয়।
মজার ব্যাপার হল, মাকড়সাটির পেট এর অংশটিতে এমন কিছু রঙের দাগ আছে, যা দেখে মনে হবে, মাকড়সাটি আপনার দিকে তাকিয়ে হাসছে।
যার যার মন খারাপ, এই মাকড়সা দেখে, একটু হেসে নিন তাহলে!
বাকি ৩ টি রঙের মাকড়সা দেখুন এখানে।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
সপন সআথই বলেছেন:
tar songe
free
২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭
খাটাস বলেছেন: মজার পোস্ট
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১
সপন সআথই বলেছেন: amr blog e sagotom, asakori apnar ei moja continue korte parbo dhonnobad neben
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
সপন সআথই বলেছেন: voy pailen naki
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
কালীদাস বলেছেন: ইন্টারেস্টিং তো!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
সপন সআথই বলেছেন: ধন্যবাদ!
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: Happy faced spider
এই যে মনে করা, এই মনে করাতেই না কত কিছু লুকানো
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০
সপন সআথই বলেছেন: ধন্যবাদ! নতুন বছরের শুভেচ্ছা!
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০
অপ্রচলিত বলেছেন: আরেহ বাহ! দারুণ পোস্ট তো! খুব ভালো লাগলো দেখে। সরাসরি প্রিয়তে নিচ্ছি।
ভালো থাকুন নিরন্তর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০
সপন সআথই বলেছেন: ধন্যবাদ! নতুন বছরের শুভেচ্ছা!
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
ভারসাম্য বলেছেন: ভাল জিনিস শেয়ার করেছেন। +++
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
সায়েম মুন বলেছেন: ইন্টারেস্টিং। আর একটা পোকার চেহারা...দেখে মনে হয় কার্টুন এর মুখ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
সপন সআথই বলেছেন: বাহ! share korar jonno dhonnobad.
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০
সায়েম মুন বলেছেন: pentatomid bug (southern Thailand)
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১
আমাবর্ষার চাঁদ বলেছেন: