![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম স্বপন রায়। গ্রাম বাংলার সহজ সরল ছেলেদের একজন আমি।
সকল শ্রদ্ধেয় দাদা ও ভক্তিমতী মায়েদের জনাই "রা"
নন্দিত জয়গুরু মধুর সম্ভাষণ। আজকে আমি অনুলোম ও প্রতিলোমবিবাহ সমন্ধে একটু বিস্তারিত লেখার ক্ষুদ্র প্রচেষ্টা করছি আশা করি সবাই পড়বেন।
আলোচনার বিষয়ঃ- অনুলােম ও প্ৰতিলােম বিবাহ কি? অসবর্ণ বিবাহে অনুলোম প্ৰতিলােম বিচার্য কিনা? প্ৰতিলােম বিবাহের ফল কি?
শ্রদ্ধেয় দাদা ও মায়েরা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দশবিধ সংস্কার বিধির দশম সংস্কার বিবাহ। বিবাহ একটি মাঙ্গলিক কাজ। একটি পুরুষ ও একটি স্ত্রী মিলিত হয়ে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয় বিবাহ সংস্কার দ্বারা। অপর দিকে বিবাহ দ্বারা বংশ রক্ষা ও সুখী সংসার গড়ার উদ্দেশ্য সিদ্ধ হয়। দেহের প্রয়ােজনে একজন পুরুষের যেমন একজন স্ত্রীর প্রয়ােজন অপরদিকে মাতৃত্বের পূর্ণাঙ্গ রূপ দেবার জন্যও একজন স্ত্রীলােকের জন্য একজন পুরুষের প্রয়ােজন। স্ত্রীশক্তি পুরুষের প্রেরণার উৎস। সুতরাং একথা অনস্বীকার্য যে পুরুষ এবং স্ত্রী উভয়েই উভয়ের পরিপূরক। একটি সংসারের অভ্যন্তরীণ কাজের ভার থাকে স্ত্রীর উপর, এছাড়া সন্তান পালন করাও তাদেরই দায়িত্বাধীন। অন্যদিকে বাইরের কাজ, অর্থ উপার্জন- এর ভার থাকে পুরুষের উপর। দু’জনে সমভাবে সংসারের বিভিন্ন কাজের অংশীদার হয়ে সুখী সংসার গড়ে তােলে। প্রত্যেক স্বামী-স্ত্রীই মনে মনে ভাবেন যে আমাদের বিবাহিত জীবন সুখের হােক্ আমাদের ভবিষ্যৎ বংশধরগণ কৃতী হােক ।
এ শুধু ভাবলেই হবে না, সুখী-সুন্দর থাকার জন্য ও ভবিষ্যৎ বংশধর কৃতী চাইলে চাই সুবিবাহ ও সুপ্রজন।
এখানে কেউ যদি প্রতিলোমবিবাহ বিবাহ করে এর ফল
ভালো হবে না, আসুন এ সমন্ধে শ্রীশ্রীঠাকুর কি বলেছেন দেখে নেই,
" প্রতিলোমে মেয়েদের
সতী-জীবনও সিদ্ধ নয়
সে সতীত্ব আনে কিন্তুু
লোক সমাজে বিরাট ক্ষয় "
" সমান বিয়ের সাম্য ধাঁজ
অনুলোমে বাড়ায় ঝাঁজ
প্রতিলোমে কুপোকাৎ
বিশ্বাসঘাতক বংশপাত।""
স্ত্রী হচ্ছে আধার, স্বামীর কাছে পুত্ৰ কামনা করে প্রার্থনা করতে হবে। স্ত্রীর কাছে স্বামীই আদর্শ। সুতরাং স্বামীর মত গুণবান পুত্র হােক এ কামনাই সকল সাধ্বী স্ত্রীর। এজন্য চাই স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য বা আত্মসমৰ্পণ । তবেই রামের মত, কৃষ্ণের মত পুত্রের মা হওয়া সম্ভব।
বিবাহে স্বামীর প্রতি শ্রদ্ধা বা আত্মসমৰ্পণ না থাকলে আদর্শ পুত্রের জন্ম হয় না। এর উদাহরণ বাস্তব জগতে অনেক আছে। মহাভারতের ধুতরাষ্ট্র ও পান্ডুর জন্ম কাহিনী তার প্রমাণ। অথচ একই পিতার ঔরসে দাসীর গর্ভে জন্মগ্রহ করেছেন ব্ৰহ্মজ্ঞ বিদুর ও সঞ্জয়। আমাদের শাস্ত্র-গ্রন্থগুলােতেও এমন ভুরি ভুরি উদাহরণ দেয়া হয়েছে আমাদেরকে শিক্ষার জন্য।
শ্রীশ্রীঠাকুর তাই নারীর নীতি গ্রহন্থে বললেন,
" অনুলোম যেমন
উন্নতকে প্রসব করে
প্রতিলোম তেমনই
অবনতিকে বৃদ্ধি করে;-
তাই
প্রতিলোম বিবাহ
এমনতর পাপ-
যাহা
নিজের বংশকে
ধ্বংসে অবসান তো করেই. -
তাহা ছাড়া
পারিপার্শ্বিক বা সমাজকেও
ঘাড় ধরিয়া
বিধ্বস্তির দিকে
চালিত করে.--
অসতী স্ত্রীর নিস্কৃতি
বরং সম্ভব.
কিন্ত প্রতিলোমজ হীনত্বের
অপলাপ
অত্যন্তই দুস্কর । "
" নারীর নীতি "
মনুসংহিতাতে বিবাহ সম্বন্ধে বর্ণবিচারের যে সিদ্ধান্ত দেয়া হয়েছে তাতে বলা হয়েছে যে ব্ৰাহ্মণ ছেলে চারিটি বর্ণের কন্যাকে বিবাহ করতে পারবে। ক্ষত্রিয় ছেলে ব্রাহ্মণ কন্যা ব্যতীত অপর তিন বর্ণের কন্যাকেই বিবাহ করতে পারবে। বৈশ্য ছেলে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ভিন্ন অপর দুই বর্ণের কন্যাকেই বিবাহ করতে পারবে। শূদ্ৰ ছেলে শুধু শূদ্ৰাকে বিবাহ করবে। এ বিবাহই অনুলােম বিবাহ। এর বিপরীত বর্ণক্রমে বিবাহই প্ৰতিলােম বিবাহ। শাস্ত্রে প্রতিলােম বিবাহ নিষিদ্ধ করা হয়েছে।
শ্রদ্ধেয় দাদা ও মায়েরা আমি স্বপন রায়, টাইপিং মিস্টেক হলে প্লিজ জানাবেন ব্লগার কমেন্ট লিষ্টে
আমি সংশোধন করে নিব।
প্রতিলোম ও অনুলোম সন্তান কেমন চরিত্রের হয়
একবার আলোচনা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর কে প্রশ্ন করা হয় প্রতিলোম বৈবাহিক সূত্রে মিলনে কি কখনও ফল ভাল হয় ?
শ্রীশ্রীঠাকুর:--প্রতিলোম বিয়ের product (সন্তান) হয় আওরঙ্গজেবের মত । তারা মিল ভাঙতেই জানে, মিল করতে পারে না । প্রতিলোমজ সন্তান treacherous (বিশ্বাসঘাতক) হবেই --- Ideal ও culture (ইষ্ট ও কৃষ্টি) --এর পরিপন্থী না হয়েই পারে না তারা । তারা যার দ্বারা পুষ্ট হবে তারই সর্ব্বনাশ করবে বেশী করে ।
(আলোচনা প্রসঙ্গে)
বিবাহ করা কোন দায়মুক্তকরণ বা প্রতিশােধ গ্রহণ নয়। এটি জীবনের একটি প্রধান সংস্কার ও প্রধানতম কাজ। বিবাহিত জীবন সুখী হােক সুন্দর হােক এ কামনা করেই লােকে বিবাহ করে। তাই উচ্চবর্ণের কন্যাকে নিম্নবর্ণের ছেলে বিবাহ করলে সংস্কারবশতই কন্যার আচার-আচরণ ভিন্ন হয়ে স্বামীর প্রতি কর্তৃত্ব ফলানাের আকাঙ্ক্ষা জেগে উঠে। তার ফলে স্বাভাবিক কারণেই সংসার সুখের হয় না। সন্তান তার নিজের মনােমত হয়ে পিতা মাতার দুঃখের কারণ হয়।
নিবেদকঃ স্বপন রায় পদ্মলোচন
ফেসবুকঃ http://www.facebook.com/pal.soponroy
মেইলঃ soponroy101Gmail.com
হোয়াটস এপ ও টেলিগ্রাম নংঃ +8801796079921
লেখা নিয়ে কোন রকম রিপোর্ট থাকলে উপরোক্ত সোশ্যাল মিডিয়ায় জানাতে পারেন।
জয়গুরু
বন্দেপুরুষোত্তমম্
পরমপিতা সবার কল্যাণ করুন।
ফেসবুকে আমি
©somewhere in net ltd.