| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে শুভেচ্ছা। ব্লগের লেখালেখির জগতে আমি নতুন,
কিন্তু তার মানে এই নয় যে,ব্লগের জগতে আমি নতুন। দীর্ঘ
ছয় বৎসর ধরে সামু সহ বিভিন্ন ব্লগের জগতে আমি হরহামেশাই ঢুঁ মারি।
আমি ব্লগের জগতের এক নিভৃতচারী পাঠক বলা যায়।
সব বাংলা ব্লগের মধ্যে সামু আমার কাছে সর্বাধিক প্রিয়।
কারণ হিসেবে বলা যায় সামুতে বিভিন্ন বিষয় সম্পর্কে
পারফেকশনিস্ট সকল ব্লগাররা লিখতেন আর আমার
মত পাঠকেরা পেতেন নির্মল জ্ঞান আর বিমলানন্দ।
এখানে রাজনীতি, পারিপার্শ্বিকতা , আধিভৌতিক, কবিতা,
গল্প, উপন্যাস, স্যাটায়ার, কৌতুক সকল বিষয়ে লিখতেন ব্লগাররা।
মোদ্দাকথা এই ব্লগটি ছিল তাবৎ বিষয়ের জ্ঞানের একটি সুন্দর
প্লাটফর্ম। এরপর হঠাৎ করে যেন সব ব্লগাররা গোপণ চুক্তি করে
হারিয়ে যেতে থাকলেন একে একে আর সামুরও আবেদন
বিবর্ণ হয়ে আসতে থাকলো। আমি তারপরও অভ্যাসবশত
এখনো উকি দিয়ে যাই এই আশায়, হয়তো আবার একদিন
ফিরে আসবে সামুর সেই স্বর্ণযুগ।
পুনশ্চঃ আরও অনেক কথা লেখার ছিল। কিন্ত যা বলবো সবই
তো আফসোসের কথা। তাই সেগুলো আর না বলে মনের
মাঝেই কবর দিলাম। ধন্যবাদ সবাইকে।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৮
ছরাজু বলেছেন: লজ্জা পাচ্ছি .।.।ধইন্না.।.।
২|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৮
আমি বন্দি বলেছেন: দারুন গুছিয়ে বলেছেন ।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৯
ছরাজু বলেছেন: আপ্নাকেও কাওরান বাজারের এক গুচ্ছ ধইন্না/.।
৩|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
নিমগ্ন বলেছেন: একদম খাঁটি কথা! তবে কতিপয় নতুন বুলুগার আসছে, পুরনো কয়েকজনও ফিরে আসছেন। আশা করাই যায়। হেঃ হেঃ
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭
ছরাজু বলেছেন: জী ভাই ,আমি আশাবাদিদের দলে,
সংসার সমুদ্রে দুঃখ সুখের খেলা ,আশা তার একমাত্র ভেলা.।
৪|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৪
সৃজন আহমদ বলেছেন: নতুনরা আসছে। পুরাতনরা এসে আবার উজ্জলতা বাড়াবে। আশায় করতেই পারি . . . . . .
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
ছরাজু বলেছেন: জী ভাই ,আমি আশাবাদিদের দলে,
সংসার সমুদ্রে দুঃখ সুখের খেলা ,আশা তার একমাত্র ভেলা.।
৫|
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৩
সুমন কর বলেছেন: আশা করি, সবাই আবার একসাথে ফিরে আসবে.................
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
ছরাজু বলেছেন: তা হয়তো আর হবে না, অনেককে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি । ![]()
৬|
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৬
সাহসী সন্তান বলেছেন: আপনার লেখাটা আমার কাছে অনেকটা বক্তব্য দেওয়ার মত মনে হলো! সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলেন আর ধন্যবাদ জানিয়ে শেষ করলেন?
প্রথমে যখন অন্যের কাছে শুনতাম যে সামু আর আগের মত নাই, তখন ভীষণ রাগ হতো! তবে আমি ব্লগে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে পুরানো পোস্টগুলো পড়ি। আর তারপরেই বুঝতে পারি যে, আসলেই সামু আর আগের মত নাই! তবে ইচ্ছা করলে আমরা আবারও সামুর সেই পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারি! আর তার জন্য দরকার স্বদিচ্ছা এবং আগ্রহ!
শুভ কামনা!
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০
ছরাজু বলেছেন: দাবি করার আগে একটু ফরমালিটিস আর কি!!
শুভ কামনা আপনাকেও !
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৩
নিয়েল হিমু বলেছেন: আপনার উপলব্ধিটা দারুন তো !!