নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাতকও প্রায় অহর্নিশি চেয়ে আছি কালো শশী.।।

ছরাজু

আমি চাতক।এর বাইরে আমার কোনো পরিচয় নেই।

ছরাজু › বিস্তারিত পোস্টঃ

তোমাকে সুযোগ দেব না

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

তোমাকে সুযোগ দেব না বলার-
যে, তোমার সময় নেই, বা ভীষণ ব্যস্ত
তুমি ইদানিং
....
তোমার অপ্রেম
থেকে নিজেকে বাঁচাবো আমি।
তোমার সঙ্গে আমার দেখা হবে না- । বছর
পেরোবে, তোমার
সঙ্গে দেখা হবে না আমার,
দেখা না-হতে না-হতে ভুলতে থাকবো তোমার
সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল
....
কী রঙের জামা পরতে তুমি,
হাসলে তোমাকে ঠিক কেমন
দেখাতো,
কথা বলার সময় নখ খুঁটতে, চোখের
দিকে নাকি অন্য কোথাও তাকাতে,
.
পা নাড়তে, ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে,
জল খেতে কিনা, ভুলতে থাকবো।

দেখা না-হতে না-হতে ভুলতে থাকবো -তুমি ঠিক
দেখতে কেমন ছিলে,

তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায়
ছিল, অথবা আদৌ ছিল কিনা।

অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার
সঙ্গে আমার আর
দেখা হবে না।
এক শহরেই, অথচ দেখা হবে না।
পথ ভুলেও
কেউ কারও পথের দিকে হাঁটবো না,
আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না।
কোনও রাস্তার
মোড়ে কিংবা পেট্রোল
পাম্পে কিংবা মাছের দোকানে,
বইমেলায়, রেস্তোরাঁয়, কোথাও
দেখা হবে না।

হয়ত সেদিনো ভাববো..
দেখা তুমির চাইতে
অদেখা তুমি
অনেক বেশিকরে আমার ছিলে..তোমাকে সুযোগ দেব না বলার-
যে, তোমার সময় নেই, বা ভীষণ ব্যস্ত
তুমি ইদানিং
....
তোমার অপ্রেম
থেকে নিজেকে বাঁচাবো আমি।
তোমার সঙ্গে আমার দেখা হবে না- । বছর
পেরোবে, তোমার
সঙ্গে দেখা হবে না আমার,
দেখা না-হতে না-হতে ভুলতে থাকবো তোমার
সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল
....
কী রঙের জামা পরতে তুমি,
হাসলে তোমাকে ঠিক কেমন
দেখাতো,
কথা বলার সময় নখ খুঁটতে, চোখের
দিকে নাকি অন্য কোথাও তাকাতে,
.
পা নাড়তে, ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে,
জল খেতে কিনা, ভুলতে থাকবো।

দেখা না-হতে না-হতে ভুলতে থাকবো -তুমি ঠিক
দেখতে কেমন ছিলে,

তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায়
ছিল, অথবা আদৌ ছিল কিনা।

অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার
সঙ্গে আমার আর
দেখা হবে না।
এক শহরেই, অথচ দেখা হবে না।
পথ ভুলেও
কেউ কারও পথের দিকে হাঁটবো না,
আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না।
কোনও রাস্তার
মোড়ে কিংবা পেট্রোল
পাম্পে কিংবা মাছের দোকানে,
বইমেলায়, রেস্তোরাঁয়, কোথাও
দেখা হবে না।

হয়ত সেদিনো ভাববো..
দেখা তুমির চাইতে
অদেখা তুমি
অনেক বেশিকরে আমার ছিলে..

সংগৃহীতঃ ফেসবুকে পেয়েছি্লাম।অনেক ভালো লাগলো। তাই.।.।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


ভালো প্রচেস্টা; তবে, বিরক্তিকর

১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮

ছরাজু বলেছেন: ভাই, বিরক্তিকর কোনটা, কবিতা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.