নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাধে দুর্ঘটনা নামের আড়ালে উল্লাসিত সড়ক হত্যা চলছে - কিন্তু একজন ঘাতককেও গ্রেফতার করা হয়না -মোটাঅংকের চাঁদা বাণিজ্য আর ভয়ে - ঘাতকদের ধরলেই তারা রাস্তায় নেমে অরাজগতা করবে মানুষের মুখে পরা মবিল লাগাবে - মা বোনদের সড়কে নাজেহাল করবে

সড়কযোদ্ধা

সড়কে নির্মম হত্যাকাণ্ডের শিকার সন্তানদের পিতা

সড়কযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

সড়কহত্যা কে দুর্ঘটনা বলবেন না

৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১১



সবিনয়ে সকলকে বলছি, “সড়ক হত্যাকাণ্ডকে কখনো সড়কদুর্ঘটনা বলবেন না, এতে ঘাতকরা আনুপ্রানিত হয়
আইন না থাকা ও আইনের প্রয়োগ না হওয়ার কারনে সড়ক হত্যা বৃদ্ধি পাচ্ছে – পরিসংখ্যানে বলা হয়েছে, সড়কে হত্যা বৃদ্ধির হার ৮.০৭% এর বেশি
সড়কে প্রতিদিন হত্যাকাণ্ডের শিকার ৬৪ জন, আদৌ কি কোন হত্যাকারী ধরা হচ্ছে? হাজার হাজার সড়কহত্যা, মাত্র একটি উধারন কি দিতে পারবেন, কারো-সাজা বাঁ বিচার হয়েছে?

সকলেই জানেন, ২৯ জুলাই ২০১৮, রাজধানীর বিমানবন্দর সড়কে রমিজুদ্দিনের শিক্ষার্থী রাজীব-দিয়ার হত্যাকাণ্ডের পর, রাজীব-দিয়ার হত্যার বিচার সহ ৯ দফা দাবিতে আন্দোলন হয়, আন্দোলনে দাবিকৃত সড়ক নিরাপত্তা আইন করার কথা থাকলেও তা হয়নি, হয়েছে ‘সড়ক পরিবহণ আইন” যেখানে বেপরোয়াভাবে চালিয়ে হত্যা করলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড সহ ১৪ টি বিধান রাখা হয়, ১৯ সেপ্টেম্বর ২০১৮ এ সংসদে আইনটি পাশ হয় ও ১লা নভেম্বর ২০১৯ থেকে কার্যকর করার কথা ঘোষণা করেন।

ক্রোধে আক্রোশে শিক্ষার্থী হত্যায় নামে চালকরা, তাদের আক্রোশের প্রথম শহিদ সেন্ট জসেফের মেধাবি শিক্ষার্থী আদনান তাসিন, একে একে শিক্ষার্থীদের প্রাণ কাড়া শুরু হয়, শুধু ঢাকা সিটি এলাকায়ই প্রান কেড়ে নেয় ফাইযা, আদনান তাসিন, আবরার, লাবণ্য, তানজিলা, আরিফ, সাব্বির, আবিরসহ অনেকেরই, আর সিলেটের ওয়াসিম, গাজীপুরে সালাহুদ্দিন, সাভারের শিল্পিকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে

এইদিকে ২ নভেম্বর ২০১৯ সকালে নারায়ণগঞ্জের বিআরটিএ’ পরিদর্শনে এসে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে ১ নভেম্বর থেকে আইন কার্যকর করার কথা থাকলেও – এই আইন কার্যকরের জন্য এখন সারাদেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামী ৯ নভেম্বর ২০১৯ এই প্রচারণা চলবে এবং এসময় কোনও পরিবহনের বিরুদ্ধে নতুন আইনে মামলা দায়ের না করার জন্য নির্দেশ দেন

হটাত করে, আইনের বিভিন্ন ধারা সংশোধনের দাবি জানিয়ে, দেশে ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা – তারা সড়কে নেমে, গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, রিকশা, মোটরসাইকেলসহ সবধরনের যানবাহন চলাচলে আটকে দেয়, সড়কে অনেক গাড়ির চালক ও যাত্রীদেরকে হেনস্থা ও মারধোর করে এবং মুখে পোড়া মবিল মাখিয়ে দেয়। তারা হাসপাতালগামী অ্যাম্বুলেন্স আটকে রাখায় শিশুর মৃত্যুর ঘটনাও ঘটে ,গুটি কয়েক সন্ত্রাসির সড়কে নৈরাজ্য সন্ত্রাসি কর্মকাণ্ড দেখছিলেন সকলেই, আর উৎশৃঙ্খল কর্মীরা নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের ছবিকে প্রকাশ্য রাজপথে অবমাননা করে – সড়কে ত্রাসের সৃষ্টি করতে থাকে অবাধে। ২৪ নভেম্বর ২০১৯ স্বরাষ্ট্র মন্ত্রির সাথে পরিবহণ নেতা সাজাহান খান সহ নেতাদের বৈঠকে “পরিবহণ আইন””৩০শে জুন ২০২০ পর্যন্ত স্থগিত করেন - ব্রুনেই ম্রিতু হয় আইনের

প্রতিদিনের মিডিয়ায় প্রকাশিত সড়ক দুর্ঘটনা নামের আড়ালে সড়ক হত্যার খবর গুলো দেখুন – প্রতিটি খবরের শেষ লাইন – একি ্‌্‌্‌ “গাড়ি টি জব্ধ করা হয়েছে তবে ঘাতক চালক ও হেল্পার পলাতক” - তার পর আর কে পায় আর এই ঘাতকদের? তার পর আবার নুতুন খবরে ঢাকা পরে পুরাতন খবর

১-২% মামলা হলেও- মামলা দায়ের থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত দীর্ঘসূত্রিতা এবং সাক্ষ্য গ্রহণে জটিলতার কারনে আইনের সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত

একবিংশ শতাব্দীতে ছাত্র সংগঠনের কি ক্ষমতা আছে আর তাদের কাছে কিইবা আশা করা যায়, রমিজুদ্দিনের শিক্ষার্থী রাজীব-দিয়া আন্দোলন করতে গিয়ে জেল জুলুম নির্যাতন সইজ্জ করতে হয়েছে – হামলার শিকার হয়েছে হেলমেট বাহিনি – পরিবহণ বাহিনীর হাতে – তাদের এই ত্যাগে কি প্রাপ্তি? আমার মতে, প্রাপ্তি শুন্য আর অপ্রাপ্তি অনেক, সেই কথায় যেতে চাচ্ছিনা

জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের। তাই ঘাতক পরিবহন চালকদের নৃশংসতা থেকে মানুষের জীবন বাঁচাতে চাই কঠোর আইনের প্রয়োগ।
বাংলাদেশে সড়কে প্রাণহানিকে ইরাক ও আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধের প্রাণহানির সাথে তুলনা করেছে যাত্রী কল্যাণ সমিতি।
বেশ কিছু গবেষণা প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি, চালকদের ভুল এবং দায়িত্বহীনতার কারণে ৯১ শতাংশ হতাহতের ঘতনা ঘটে বলে উল্লেখ করেন,

আপনাদের হয়ত মনে আছে, চলচিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনির পরিবহন ঘাতকের হাতে নিহত হওয়ার পর বর্তমান সরকার চালকের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা চালুর সিদ্ধান্ত নিয়েছিল। এই ধারায় সড়ক দুর্ঘটনার জন্য পরিবহন চালক দায়ী বলে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান ছিল। ঘাতকের শাস্তি তো এটিই হওয়া উচিৎ। কিন্তু কিছুদিন যেতে না যেতে পরিবহণ নেতা ও মন্ত্রীর নৈতিক সমর্থন পেয়ে তার নিজস্ব শ্রমিক ফেডারেশনের দাবি ও চাপের কাছে নতি স্বীকার করে সরকার ৩০২ ধারায় মামলার সিদ্ধান্ত থেকে সরে গিয়ে ৩০৪-এর (খ) ধারায় পরিবহন চালকের বিরুদ্ধে মামলা করার কথা ঘোষণা করে। ৩০৪-এর (খ) ধারায় সর্বোচ্চ শাস্তি হল ৩ বছরের জেল অর্থাৎ গুরুপাপে লঘু দণ্ড।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ার হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের কমিটিতে বুয়েটের শিক্ষক, সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, মালিক ও শ্রমিক নেতারা ছিলেন। ২০১২ সালের মাঝামাঝি কমিটির সদস্যরা স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি মিলিয়ে ৭৮টি সুপারিশ করেন। কিন্তু এর বেশির ভাগ এখনো বাস্তবায়ন হয়নি। সরকারের সদিচ্ছার অভাবেই এমনটি হয়েছে। লক্ষণীয় দিক হল ৩০২ ধারা বলবৎ থাকাকালে দেশে সড়কে হতাহতের হার কিছুটা হ্রাস পায়। এই ধারায় মামলা বাতিলের পর পরিবহন শ্রমিকরা হয়ে উঠেছেন আরো বেপরোয়া। যে কারণে সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। ব্যক্তিত্ব ও বিবেক হীন কেনো কোনো পরিবহন শ্রমিক কর্তৃক ঠাণ্ডা মাথায় নৃশংসভাবে পথচারী, রিকসা ও স্কুটার চালককে গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করার ঘটনাও ঘটেছে। তাই এখনই সরকার কঠোর ব্যবস্থা না নিলে এই মৃত্যুর মিছিল বাড়তে থাকবে।

অবিশ্বাস্য হলেও সত্য যে, দেশের সড়কগুলোতে প্রায় অর্ধকোটি অদক্ষ, ভুয়া ও লাইসেন্সবিহীন চালকের হাতে জিম্মি যাত্রীরা। বেপরোয়া গাড়ি চালাতে বরং এদের দক্ষতা রয়েছে। এরাই দাপিয়ে বেড়াচ্ছে সারাদেশের সড়ক। সড়কে হতাহতের হার বাড়ার কারণ এরাই অধিকাংশ ক্ষেত্রে। দুঃখজনক যে, এই বিরাট সংখ্যক অদক্ষ চালকের বিষয়ে কোন তদারকি নেই সরকারের। যত যানবাহন রয়েছে তার অর্ধেক চালকই লাইসেন্সধারী নয়। এক গবেষণায় দেখা গেছে, প্রায় ২৪ লাখ অদক্ষ ও লাইসেন্সহীন চালক রয়েছে। এর মধ্যে প্রায় এক লাখ অদক্ষ চালক বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ ভারি যানবাহন চালায়। এমনকি অধিকাংশ মোটরসাইকেল চালকের নেই লাইসেন্স। যখন বিআরটিএ’তে নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় ৪৬ লাখ ৭৯ হাজার ৬১৩টি – সেই সময়ে যানবাহন চালানোর জন্য লাইসেন্স নিয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৮১৬ জন চালক। তাহলে বাকি যানবাহন কারা চালায়?

২০১৪ সালে সরকারের মন্ত্রী পরিবহন শ্রমিক নেতা তালিকা প্রদান করে কয়েক লক্ষ অদক্ষ পরিবহন শ্রমিককে লাইসেন্স প্রদানের জন্য সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিলেন। মন্ত্রীর সে সময়ের বহুল আলোচিত ও সমালোচিতা বক্তব্যটি ছিল, ‘বাস চালকরা রাস্তার গরু-ছাগল চিনলেই হল।’ তবে মন্ত্রীর বক্তব্যে ‘মানুষ’ কথাটি ছিল না।

তিনি বিবিসি বাংলাকে বলেন, "যদি ড্রাইভারকে মামলায় ৩০২ ধারা (মৃত্যুদণ্ড) বাঁ যাবজ্জীবন সাজা দেয়া হয় ওই চালকের গরিব পরিবারের কী অবস্থা হবে? তাছাড়া আমাদের দেশে এমনিতেই লাখ লাখ ড্রাইভার কম আছে। জামিনযোগ্য শাস্তি না হলে ড্রাইভারের সংকট আরও বাড়বে" যারা হত্যা কাণ্ডের শিকার হচ্ছে তারাও ত কোন পরিবারের এক মাত্র উপার্জন খম বেক্তি আর এখন ত করোনা মহামারি ডাক্তার সংকট ……।।

'সড়কে সন্তান স্বজনহারা অভিভাবক ফোরাম' পক্ষ থেকে দাবি
(১) সড়ক হত্যা বন্ধ
(২) হত্যাকারীদের গ্রেফতার ও সাজা
(৩) সড়ক নিরাপত্তা আইন কার্যকর
(৪) সড়ক নিরাপত্তা আইনের ১০৫ ধারা সংশোধন করে ৩০২ ধারা পুনঃ স্থাপন করে মৃত্যুদণ্ড / যাবৎজিবন করতে হবে এবং
(৫) সড়ক নিরাপত্তা আইনে পরিবহণ মালিকদেরকেও সাজার বিধান রাখতে হবে ( হত্যাকারীকে পাওয়া না গেলে মালিককেই সাজার আওতায় আনতে হবে)
(৬) সড়কে সন্তান স্বজনহারা পরিবারকে ক্ষতিপুরুন সহ তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে
(৭) খুনী যানবাহনটি /হত্যায় ব্যবহৃত যানবাহনটি মুল আসামী গ্রেফতার না করা পর্যন্ত থানার জিম্মায় রাখতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.