![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনাজপুরে একদিনে সড়কে প্রাণ গেছে মা-মেয়েসহ ৩ জনের। এতে আহত হয়েছেন একজন। এদের মধ্যে দিনাজপুরের আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশা আরোহী মা ও মেয়ে এবং ঘোড়াঘাটে নিহত হয়েছেন ভটভটিযাত্রী এক গরু ব্যবসায়ী।
বৃহস্পতিবার বিকালে দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ এলাকা থেকে অটোরিকশায় দিনাজপুর শহরে আসছিলেন মা শিল্পী আকতার (৩৫) ও তার মেয়ে সোহা মনি (৪)।
বিকাল পৌনে ৪টার দিকে তারা দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আসলে একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয় অটোরিকশাটিকে।
এতে অটোরিকশার চালকসহ তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মা শিল্পী আকতার ও তার শিশু কন্যা সোহা মনির মৃত্যু ঘটে।
অটোরিকশাচালক তরিকুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায় চাকা ভেঙে গিয়ে রাস্তায় উল্টে যায় একটি ভটভটি। এতে ভটভটিতে থাকা রমজান আলী (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হন। নিহত রমজান আলীর বাড়ী ঘোড়াঘাট উপজেলার চাশাল গ্রামে।
©somewhere in net ltd.