![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসায় ভরিয়ে দিতে চাই নিজের জীবনটাকে
(বিসমিল্লাহির রাহমানির রাহিম)
খুবই সাধারণ একটি কথা! এক কথায় ইসলাম কে ভালো লাগে না। পাথরযুগের কিছু মতবাদ আর ব্যাখ্যা দিয়ে কি আধুনিক যুগের মানুষদের জীবন চলবে? আর কেনই বা ইসলামের মত অনুসারে চলব শুনি? আমি কিভাবে চলব তা আমার ব্যাপার, আপনার তো কিছু যায় আসে না নাকি? সত্যিই কথাগুলো অতীব সাধারণ!
কিন্তু নাহ, এমন সাধারণ ভাবে বলে দেয়া লোকের অভাব, তারা বলে তো খোঁচা মেরে বলে, যাতে তারা চায় আমি রেগে যাই, আর এখানেই তাদের কিছু বিকৃত আনন্দ হয়ত থেকে থাকে। এই যেমন সেদিন একজনের সাথে কথা বলছিলাম, উনি বস্তুবাদে বিশ্বাসী। উনি একটা পর্যায়ে আমাকে মৌলবাদী বলে ফেললেন! এখানেই ওনার বলার সার্থকতা হয়ত লুকিয়ে ছিল। কিন্তু আমি যখন তাকে প্রশ্ন করলাম যে মৌলবাদ বলতে কি বুঝেন আপনি? বেচারা একটু ঘাবড়ে গেলেন এবং গতানুগতিক উত্তরটাই দিলেন। আমি বুঝলাম যে বয়সে উনি অনেক সিনিয়র হলেও কথা বলার ভঙ্গিমা এবং জ্ঞানের পরিধি আঁচ করলে বোঝা যায় যে গন্ডমূর্খ ছাড়া আর কিছুই হবেন না। আমি তাকে চ্যালেঞ্জ করলাম একটা বৈঠক এ আমাকে সময় দিয়ে ইসলামের পিণ্ডি রচনা করে দিয়ে যান, কিন্তু নাহ ব্যাপার টা এমন শুরু করলেন যে সব কিছু মানি তালগাছ আমার! উপর্যুপরি ব্যাক্তিগত আক্রমন করায় সত্যিই খুব খারাপ লাগছিল, কিন্তু অবশেষে বুঝলাম জ্ঞানহীন ব্যাক্তির কথায় কান দেয়া আর না দেয়া সমান।
ইসলাম কে যারা খারাপ বলে বা ইসলামের ভেতর যারা খারাপ দেখতে পায়, আমার এই লেখাগুলো স্রেফ তাদের জন্য। আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ, বিধার্মিক মতবাদ, আধুনিক বিজ্ঞান, যুক্তিবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান এমন কি জীবনের খুঁটিনাটি বিষয় পর্যন্ত কি নেই ইসলামে? আজ পর্যন্ত কোন সচেতন জ্ঞানী আমাকে উত্তর দিতে সক্ষম হননি। আপনাদের সমস্যা কেবল মাত্র ইসলাম কে নিয়েই এবং আপনারা কেবল মুখে মুখেই যা আসে বলে দেন, কখনও ইসলামের মাপকাঠিতে এর বিচার করেননি।
দুঃখজনক হলেও সত্যি যে মহানবী (সাঃ) এর ইন্তেকালের পর থেকে ইসলামের ভেতর থেকেই ইসলামের প্রতি একটা গভীর চক্রান্ত চলতে থাকে, এবং এ চক্রান্তের জের ধরে গত ১৪০০ বছরে মুসলিমদের মধ্যেই অনেকগুলো ভাগ হয়ে যায়। সেগুলোর কথা নাহয় ছেড়েই দিলাম, আমাদের বাংলাদেশ যদিও মুসলমান অধ্যুষিত কিন্তু আমি হলফ করে বলতে পারি যে শতকরা ৯০ জন মুসলিম আল-কোরআন ঠিক ভাবে পড়তে পারে না, আর অর্থ বোঝা তো অনেক দুরের কথা। যে লোক কোরআন ঠিক ভাবে পড়তে পারে না, সে নামে মুসলিম হলেও সত্যিকারের মুসলিম না। আর তার কোন কুকীর্তির জন্য অবশ্যই কেউ সমগ্র ইসলামের দোষ কিছুতেই দিতে পারেন না। একটা স্কুলের যে সব ছাত্রই ভালো হবে এমনটা যুক্তিযুক্ত নয়। তাই বলে এক ছাত্রের কোন বিষয় নিয়ে পুরো স্কুল কে বিবেচনা করা যায়না। আল কোরআন কখনও এমন বলছে না যে যারাই মুসলিম তারাই জান্নাতি। বরং মুসলিমদের মধ্যেই যে জাহান্নামিও আছে এটা সুস্পষ্ট।
আমি এখন পর্যন্ত যতগুলো নাস্তিক কিংবা অবিশ্বাসী লোকদের সাথে কথা বলেছি, তাদের সবার মধ্যেই একটা কমন বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে তাদের যদি বলেন সারাদিন সময় দিলাম, আপনি ইসলামের ভুলগুলো ধরুন। বেচারা সারাদিন ধরেই কোরআনের ভুলগুলো বলবে, এবং প্রচন্ড কনফিডেন্স নিয়েই বলবে। কিন্তু দুঃখিত এখানেই যে তারা সেগুলো নিজের চোখে দেখে বলছে না, বলছে আরেকজনের মুখ থেকে শুনে। যখন আপনি বলবেন ঠিক আছে সারাদিন তো বললেন, এখন ২ ঘণ্টা সরাসরি কোরআন থেকে দুইটা ভুল বের করে দেখান, ব্যাস তাদের অজুহাতের কোন শেষ থাকবে না। এই যেমন ধরুন, এত সময় নেই, ফালতু কথা বলার সময় নেই, আমি দেখেছি অনেক দেখেছি ইত্যাদি। আমি এমন একজনকেও খুঁজে পেলাম না যে কিনা বলবে যে হয়ে যাক চ্যালেঞ্জ। ভুল আমি বের করবই!
আল-কোরআন খুবই বিজ্ঞানময় একটি গ্রন্থ যার অর্থ বুঝলে যে কোন লোক নিজেও অনুধাবন করতে পারবে যে আসলেই এটা সৃষ্টিকর্তা প্রদত্ত সমগ্র মানব্জাতির জন্য জীবনবিধান। যারা ইসলামের বিপক্ষে কথা বলতে খুবই পছন্দ করেন, বিশেষ করে সে ভাইদের বলছি, যা বলছেন একবার দেখে নিন সত্যিই কি তা আছে কিনা। অযথাই শুনে শুনে একটা বিষয় নিয়ে কথা বললে অপমান ছাড়া কিছুই জুটবে না।
(লেখাটা বিশেষত সেই ভাইয়ের জন্য যার সাথে সেদিন মিষ্টি তর্ক হয়েছিল)
১০ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৮
সত্যবাদী পোলা বলেছেন: সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তার।
২| ১০ ই জুন, ২০১৬ সকাল ৭:৫৫
মোস্তফা ভাই বলেছেন: আইসিস কিন্তু ইসলামের সৃষ্টি ।
১০ ই জুন, ২০১৬ সকাল ৯:৫১
সত্যবাদী পোলা বলেছেন: জি ভাই সহমত। পবিত্র কোরআন এ বলা আছে, "আমি তোমাদের মধ্যে থেকে তৈরি করেছি আইসিস"
ধন্যবাদ।
৩| ১০ ই জুন, ২০১৬ সকাল ৮:১৭
দরবেশমুসাফির বলেছেন: ইসলাম অবশ্যই শ্বাশত ধর্ম। তবে এই প্রশ্নটা নিজেকে করেছেন যে সব ধর্ম বাদে ইসলামই কেন বর্তমানে সবখানে সমালোচিত অনেকসময় ঘৃনীত। নাস্তিকদের চেয়েও ইসলামের বড় শত্রু আইসিস, আল কায়েদা আর তাদের অনুসারীরা। ঘরের ভেতরে শয়তান রেখে বাইরে মিচকে ভূতের সাথে আলাপ করে বাহাদুরী নেয়া আসলে হাস্যকর। সব মুসলমানকে এখন জঙ্গীবাদ আর কুসংস্কারের বিপক্ষে লড়তে হবে। তাহলেই বলা যাবে সত্যিকারে ইসলামের জন্য কিছু করেছি।
১০ ই জুন, ২০১৬ সকাল ১০:১০
সত্যবাদী পোলা বলেছেন: জঙ্গিবাদ এবং কুসংস্কার এর বিরুদ্ধে কোরআনেও বলা আছে, আসলেই আমাদের জঙ্গিবাদ দমন করা উচিত। কিন্তু মতপার্থক্যের ফলে এবং কিছু প্রত্যক্ষ শত্রুদের কুপ্ররোচনায় মুসলিমদের মধ্যেই তো বিবাদ লেগে থাকে। ওইযে বললেন না, " ঘরের ভেতর শয়তান রেখে বাইরে মিচকে ভুতের সাথে আলাপ করাটাই হাস্যকর।" এ পরিস্থিতি উত্তরণের উপায় দেখিনা।
ইসলাম সব জায়গায় আলোচিত এবং অনেকসময় ঘৃণিত, সহমত। এর সবচাইতে বড় কারন হচ্ছে ইসলামের মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে এনারা খুব পছন্দ করে। টুইন টাওয়ার নিজেরাই হজম করে জঙ্গি লাদেনকে পেঁচিয়ে দেয়, আর সাথে তো ইসলাম থাকছেই। তাহলে আলোচনা তো থাকবেই, যে কোন সুস্থ মানুষই এ কুকর্ম কে ঘৃণা করবে।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।
৪| ১০ ই জুন, ২০১৬ সকাল ৮:৪২
মোশারফ তানভীর বলেছেন: ইসলামকে খোঁচা মারা সবার স্বভাব হয়ে গেছে। তা নাহলে ইসরায়েল কোন ধর্মীয় মতবাদে বিশ্বাসী জানেন তো? মায়ানমারীরা রোহিঙ্গাদের কি অবস্থা করেছে সেটা দেখেছেন। ওরা কোন ধর্মীয় জানেন?
ইন্ডিয়ান মুসলমানরা তাদের গো-মাতা কে জবাই করলে ওদের উপর জুলুম চলে। কিন্তু গরুর মাংস রপ্তানিতে ইন্ডিয়ার অবস্থান কত জানেন?
একচোখা নাস্তিকদের চোখে এসব পড়বে না। ওদের জন্মই হয়েছে ইসলামের পিছনে লেগে খোচাখুচি করার জন্য। এরা নাস্তিক হলে এদের নিয়ে কোনো আলোচনা হত না। কিন্তু এরা সর্বদা ধর্মের দোষ খোজার মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। এরা নিজেরাও জানেনা নাস্তিকতার সংজ্ঞা কী?
১০ ই জুন, ২০১৬ সকাল ১০:১৫
সত্যবাদী পোলা বলেছেন: একেবারেই যথার্থ বলেছেন ভাই। দোষ খুঁজে ভালো কথা, কিন্তু যে দোষ গুলো বলে তা সম্পূর্ণই কাল্পনিক। কোন ধর্মের সাথেই যায় না।
ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।
৫| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৫
আল হাবসি বলেছেন: মুসলমান হিসাবে ইসলাম অবশ্যই শ্বাশত ধর্ম-কোরআন এ কোনো ভুল নেই- কিন্তু অন্যান্য ধর্ম
সম্পকে বা মতামত কে যে ভাবে হেয় এবং তুচ্ছ তাচ্ছীল্য করা হয়েছে তা কতটা মানবিক এবং
উদার পন্থি , তা অনুধাবন করতে খুব বিশেষ উব্বর মস্তিকের হতে হয়না।
৭১৫ কোটি তে ১৭৫ কোটি- ঠীক আর বাকি সব ইতর সম্প্রদায়-কে অধিকার দিয়েছে এই কথা
বলবার আর কেনই বা সেটা মাথা নত কোরে মেনে নিতে হবে !!! সেটাই বাকিদের মেনে নিতে
না পারার একমাএ কারন -তাই প্রতিবাদ। হয় গতানুগতিক ধারায় পরিবতন- নয়তো আগত সময়ের সঙ্গে অস্তীত্য টিকীয়ে
রাখার এক অবাচীন প্রয়াস।গোটা সমাজে আজ ইসলাম ফোবিয়া----মুসলমানদের অস্তিত্য বিলপ্তি সমা্সন্ন্য--এই চরম সত্যটী উপলব্দী হেতূ -জ্যাস্ট অধিপত্য রক্ষার তাগিদে স্মমানিত লেখকের --উপরূক্ত আটিকেলের এ রুপ নাম করন---
কোনো করুনা নয়- কার ও কাছে--------
১০ ই জুন, ২০১৬ দুপুর ২:১৮
সত্যবাদী পোলা বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত ভাই! ইসলামের মুল চালিকাশক্তি আল কোরআন এ মানুষের পক্ষ হতে অন্যান্য ধর্মের প্রতি কটুক্তি সমর্থনকারি একটি আয়াত ও নেই। সুতরাং যারা এটা করে, মহান আল্লাহই তাদের বিচার করবেন এবং মুসলিম হিসেবে আমিও তাদের বিচার চাই। আপনি অবগত আছেন কিনা আমি জানিনা, ইসলাম কখনই অহংকারকে সাপোর্ট করেনা। আর কেউ কাউকে ইসলাম মানতে বাধ্য করলে তার ক্ষতি সে নিজে ডেকে আনছে, এতে কোন সন্দেহ নেই। আমি করুনা চাই একমাত্র মহান সৃষ্টিকর্তার কাছে, তার কাছেই সমগ্র বিচার চাই, যারা ইসলামকে নষ্ট করার চিন্তা করছে তাদেরও এবং যারা না বুঝে অপবাদ দেয় তাদেরও।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মূল্যবান কমেন্ট এর জন্য।
৬| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
মহসিন ৩১ বলেছেন: compromise সবাই করে ;এই আধুনিকতায় সব ধর্মের মানুষরাই compromise করে করে দাঁত বের করে ফেলেছে বলে । এটাই কি ইসলাম ।
১০ ই জুন, ২০১৬ রাত ১০:১৯
সত্যবাদী পোলা বলেছেন: নাহ এটা ইসলাম নাহ, এটা মানুষের স্বভাবজাত একটি বৈশিষ্ট্য। কিন্তু মানুষ হিসেবে আমাদের দেখা উচিত কোনটা সত্য কোনটা মিত্থ্যা। আর যা মিত্থ্যা তা অবশ্যই বর্জনীয়। এতে কি আপনি সহমত?
অসংখ্য ধন্যবাদ মূল্যবান কমেন্ট এর জন্য।
৭| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:১২
বিবেক ও সত্য বলেছেন: লেখকের স্লোগান’তুলনামুলক শিক্ষাই হচ্ছে সঠিক শিক্ষা, যার মাধ্যমে অন্তত ভালো মন্দ বোঝা যায়। আমি শিখছি কেবল মানুষ হওয়ার জন্য! কেবলই মানুষ! ’ এর সাথে আমি ১০০% একমত। আর লেখকের লেখা পড়ে আমার মনে হয়েছে যে লেখক ধর্মপ্রেমিক তবে ধর্মান্ধ নন।
লেখকের সদয় অবগতির জন্য বলছি আমার অনুমানে আপনি ইসলামের জন্য যতটুকু নিবেদিত আর ইসলাম যতটুকু পড়েছেন তার চেয়ে আমি বেশি নিবেদিত ছিলাম এবং কুরআন- হাদিস আপনার চেয়ে বেশি পড়েছি। (ক্ষমা করবেন এমন দাবির জন্য,এটা অনুমান, অনুমান ভূলও হতে পারে)। আমি আমার অনুসন্ধানীতে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যর্থ হয়ে সিদ্ধান্তে পৌছেছি যে কুরআন মানব রচিত। আর স্রষ্টা মানব জাতীর জন্য কোন বিধান দেননি।
আপনি লিখেছেন- ’এখন ২ ঘণ্টা সরাসরি কোরআন থেকে দুইটা ভুল বের করে দেখান’। আমি আপনাকে কুরআন থেকে সরাসরি ভূল দেখাব। আপনি যদি সত্যি সত্যাকাঙ্খি হন তাহলে আমার লেখার জবাবের অপেক্ষায় আছি।
১০ ই জুন, ২০১৬ রাত ১০:১৬
সত্যবাদী পোলা বলেছেন: সমস্ত প্রসংশা ওই সৃষ্টিকর্তার যিনি সমগ্র কিছুর সৃষ্টি করেছেন। ভাই হতে পারে আমি ভুল অথবা আপনি, কারণ মানুষ হিসেবে আমরা সীমাবদ্ধ। আমি গত ৩ বছর (হয়ত খুব কম সময়) ধরে তুলনামুলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি। আমি আপনার সাথে এ বিষয় নিয়ে কথা বলতে সর্বসম্মত ভাবে রাজি আছি। মানুষ হিসেবে সত্যিই আমাদের জানা উচিত। এবং আমি আশাবাদী যে আমি কিছু শিখতে পারব এখান থেকে।
"কুরআন- হাদিস আপনার চেয়ে বেশি পড়েছি" এটা আপনার অনুমান বলেই আমার বিশ্বাস। কিন্তু আমার জায়গা থেকে আমি সত্যিই সত্যাকাঙ্খি, এবং আপনার জবাবের অপেক্ষায় রইলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
৮| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১:২১
মহসিন ৩১ বলেছেন: অবশ্যই ; প্রথম সত্য মানবতায়; দ্বিতীয় সত্য ও মানবতা, তৃতীয় সত্য হল সেটা দেখিয়ে দেয়া !!!!
১১ ই জুন, ২০১৬ দুপুর ২:২৬
সত্যবাদী পোলা বলেছেন: ওই মুসলিম সত্যিকারের মুসলিম নয়, যার মধ্যে মানবতা নেই, এবং যে মানবতা দেখিয়ে দেয় না। আমার মতে ইসলাম মানবতার দিশারি এবং সত্যের সমর্থনকারী।
ধন্যবাদ ভাই মহৎ কমেন্ট টি করার জন্য। আমি আপনার এই কমেন্ট এর সাথে একেবারেই একমত।
৯| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৩১
বিবেক ও সত্য বলেছেন: লেখকের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। লেখক সত্যানুসন্ধানী আর আমিও সত্যানুসন্ধানী । এদিক থেকে আমরা একই পথের পথিক । চিন্তার শেয়ার এর সুবিধার্থে লেখককে আমার ব্লগের লেখাগুলো পড়ার অনুরোধ করছি এবং যেখানে দ্বিমত আছে সেখানে দ্বিমত প্রকাশের অনুরোধ করছি । ভাল থাকবেন ।
১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৩১
সত্যবাদী পোলা বলেছেন: আরেকবার ধন্যবাদ জনাব। আপনার কথা গুলো সত্যিই খুব সুন্দর, এবং মার্জিত। কোরআন নাজিল এবং লিপিবদ্ধকরন তথা কিছু প্রমান সহ আমি আমার নেক্সট লেখায় তুলে ধরার চেষ্টা করব। আশা করি পাশে থেকে সত্য অনুসন্ধানে সাহায্য করবেন।
১০| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৭
মহসিন ৩১ বলেছেন: আসলে ১৪০০ বছর ধরে টিকে থাকা এই ধর্মটা নিয়ে ইদানীং এত বেশি বেশি দেখা শুনা হতেছে কেন , আগে সেটাই বুঝা দরকার ; কারও আকামের চর্চা কোন ধর্মের দিকে ইঙ্গিত করলে তো তারও মানে দাঁড়াবে , তাইনা? ............ ওরা এই "প্রান্তিক বিজ্ঞানে" বিজ্ঞ ভাবে ইসলামের কোন অবৈজ্ঞানিক দিক দেখেছে ............ যুবতি নারীর হাস্যকর অবস্থান নাকি বাক্তির স্বাধীনতার চুলকানি । এই ক্ষতি কার, কে বা কারা এর খেসারত দিবে।
১১| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৫
সত্যবাদী পোলা বলেছেন: ভাই একটু দ্বিমত পোষণ করছি। ইসলাম আসলে কোন ধর্ম নয়, একটা জীবনবিধান। আর পৃথিবীতে মানুষ প্রেরনের সময়ই আল্লাহ এই জীবনবিধান দিয়েছেন। যা শুধু সভ্যতা পরিবর্তনের সাথে মহান আল্লাহই মানুষের কল্যাণে পরিবর্তন করেছেন। আর সেই পরিবর্তনের প্রধান সাক্ষী নবীরাসুলগন।
ভাই আমি চেষ্টা করব এ বিষয়ে আরও বিস্তারিত জানানোর জন্য, যদি আমার মত সত্যের অনুসন্ধানী হন। ইসলামে যে সমস্যা নেই তা নয়। কিন্তু আমাদের খোঁজা উচিত এই সমস্যা গুলো কি মানবসৃষ্ট নাকি বিধাতাই তৈরি করেছেন।
১২| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৮
মহসিন ৩১ বলেছেন: কিন্তু আমাদের খোঁজা উচিত এই সমস্যা গুলো কি মানবসৃষ্ট নাকি বিধাতাই তৈরি করেছেন।........................... আপনার কথায় চিন্তার খোরাক থাকলেও সেটা আদিমতা তথা আধুনিক বস্তুত্রান্ত্রিক 'অদম্য স্পৃহা' র সমালোচনায় পড়ে আমি হতবুধধি না হয়েও জানি যে, ইসলাম একটা ধর্মই ; ছেলে বুড়ো আবাল ব্রিধদ বনিতা সবাইকেই জিজ্ঞাসা করে দেখুন না , কি উত্তর পান। @ সত্যবাদী পোলা
১৩| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
বিবেক ও সত্য বলেছেন: ধন্যবাদ। কুরআন স্রষ্টার বানী এর পক্ষে কি কি প্রমান আছ তা নিয়ে আলোচনা করুন, সেখানে আপনার সথে মতবিনিময়ে সুবিধা হবে।
১৪| ১৩ ই জুন, ২০১৬ রাত ৮:১৬
মহসিন ৩১ বলেছেন: আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করছি ............ প্রকাশের বাধ্যবাধকতা ,বলেন ..... এটা কি জিনিশ ; বর্ণনা । আপনি স্রস্টার সন্তান হয়ে প্রকারান্তরে , অন্যপ্রকাশ কতটুকু করেন ...।। বা করতে বাধ্য থাকেন ? ???.........।। কিছু মনে করবেন না এটা সরকারি সিম বায়মেত্রিক নিবন্ধনের বিষয় নয়, যে আখেরে সরকারি জিতে যাবে । ......... এসব কথা হল প্রচলিত বিষয় , যা "বহুকাল ধরেই প্রচলিত" এবং অবশ্যই সিরিয়াস আলোচনা। এসব আলোচনায় প্রায়শই মসজিদ মন্দির ভাঙ্গা হয় সুধুই আল্লাকে নাছোড়বান্দা দেখতে ; আর আল্লার , মোহাম্মদের মাথা খেতে; মানুষের মাথা পেতে ............... তাই আমি গাধা হয়ে স্যাটানিক ভার্সেস বানাতে অনাগ্রহী । সুধু বলতে চাই যে কুরআন বিজ্ঞানময় গ্রন্থ ,তাই এটা ১০০% না হোলেও ব্যাবহারিক । আমাকে convince ঃ আপনার মানবিক দৃষ্টিভঙ্গি হতাশাজনক কিনা সেটাই আগে জানা উচিৎ। আমি ভাই সিম্পল !!!!!!!!!
১৫| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
শুধু ইসলাম নয়, সব ধর্মই এক সময়ের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রয়োজনে এসেছিল।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৬ ভোর ৬:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি এখন পর্যন্ত যতগুলো নাস্তিক কিংবা অবিশ্বাসী লোকদের সাথে কথা বলেছি, তাদের সবার মধ্যেই একটা কমন বিষয় লক্ষণীয়। সেটা হচ্ছে তাদের যদি বলেন সারাদিন সময় দিলাম, আপনি ইসলামের ভুলগুলো ধরুন। বেচারা সারাদিন ধরেই কোরআনের ভুলগুলো বলবে, এবং প্রচন্ড কনফিডেন্স নিয়েই বলবে। কিন্তু দুঃখিত এখানেই যে তারা সেগুলো নিজের চোখে দেখে বলছে না, বলছে আরেকজনের মুখ থেকে শুনে। যখন আপনি বলবেন ঠিক আছে সারাদিন তো বললেন, এখন ২ ঘণ্টা সরাসরি কোরআন থেকে দুইটা ভুল বের করে দেখান, ব্যাস তাদের অজুহাতের কোন শেষ থাকবে না। এই যেমন ধরুন, এত সময় নেই, ফালতু কথা বলার সময় নেই, আমি দেখেছি অনেক দেখেছি ইত্যাদি। আমি এমন একজনকেও খুঁজে পেলাম না যে কিনা বলবে যে হয়ে যাক চ্যালেঞ্জ। ভুল আমি বের করবই!
মোক্ষম বচন+++++++++++++++
সেল্যুট ভায়া।