![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গল্প বানাই,
এক দেশে এক প্রধানমন্ত্রী ছিল। অনেক উচ্চাকাঙ্ক্ষী এবং বুদ্ধিমতি। দেশের সর্বোচ্চ উন্নয়নের লক্ষ্যে একটা সময়কে নির্দিষ্ট করে এগিয়ে যাচ্ছিলেন দেশকে ডিজিটাল করার প্রত্যয়ে। খুব ভাল, দেশপ্রেমিক এবং কর্মঠ সরকারের হাতে হচ্ছিল দেশের অবাধ উন্নয়ন। হঠাৎ একদিন জানা গেল এই উন্নয়নের পেছনের রহস্য হল একটি "ইচ্ছেদৈত্য"। প্রধানমন্ত্রী প্রতিদিন রাতে চেরাগ ঘসে ঈচ্ছেদৈত্যকে ডাকেন এবং নতুন নতুন বুদ্ধি নেন দেশ পরিচালনার জন্য। আবার কোন কাজ না পারলেও সেটা ইচ্ছেদৈত্যকে দিয়ে করিয়ে নিতেন তিনি। একদিন দৈত্যর কাছ থেকে এক অদ্ভুত পরামর্শ পাওয়া গেল। দেশের সব মানুষের হাতের ছাপ নেওয়ার। যাতে যেকোন সময় যেকোন অপরাধের দায়ভার ইচ্ছেমতো প্রতিপক্ষের উপর চাপিয়ে দেওয়া যায়। আর প্রতিপক্ষ ঘায়েল হয়ে গেলেই তো দেশে শান্তি আর শান্তি বিরাজ করবে...
চিন্তা শুরু হল প্রধানমন্ত্রীর। কিভাবে ছাপ নেওয়া যায়? আবার দৈত্য, সে বলল এমনই এক প্রক্রিয়ার নাম যা বায়োমেট্রিক পদ্ধতি হিসেবে পরিচিত। এই পদ্ধতিতে সমগ্র দেশের সব মানুষের হাতের ছাপ সংগ্রহ করে নেওয়া হল জাতীয় পরিচয়ের নাম দিয়ে...
এরপর তা যাচাই করার প্রক্রিয়া শিখিয়ে দিল দৈত্য, তা হল কবুতর রেজিস্ট্রেশন, সব মানুষকে তাদের কবুতর রেজিস্ট্রেশন করতে হবে।
আর সারা দেশের মানুষ প্রধানমন্ত্রীর দেওয়া সময়ে রেজিস্ট্রেশন করল, আর যারা করেনি তাদের কবুতর মেরে ফেলে শাস্তি দেওয়া হল।
.
মোরাল: আমরাই বায়ো-আনডারমেট্রিক আবাল জনগন...
২| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:৫৭
কলাবাগান১ বলেছেন: কালউর্ত্তীন এপিক মেটাফোর। এই পোস্ট বাংলা সাহিত্যে ক্লাসিক মেটাফোরিকাল এক্সাম্পল হিসাবে গন্য হবে
৩| ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ফেরদাউস আল আমিন বলেছেন: পৃথিবীর অধিকাংশ দেশে সীম নিবনধন করতে আঙ্গুলের ছাপ নেয়া হয় না।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:০০
বিজন রয় বলেছেন: মোরাল: আমরাই বায়ো-আনডারমেট্রিক আবাল জনগন...
হা হা হা ...... ঠিক ঠিক।