![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যখন বড়ভাই,
ঠিক আগের মতই দলবেঁধে বের হয়ে যেতাম তারাবী শুরু হয়ে যাওয়ার সাথে সাথে, এবার রাবার/বোম্ব না থাকলেও হাতে থাকত মোবাইল, পাজল, কিউব বা এমপিথ্রি...
.
আমাদের বড়ভাইরা আমাদের সাথে যেমন আচরন করতেন আমরাও একই আচরন শুরু করি, বাচ্চা পোলাপাইন রাস্তায় দেখলেই খুব রেগেমেগে বকুনি শুরু, "নামাজ না পড়ে রাস্তায় ঘুরাঘুরি?, আজকালকার বাচ্চাগুলা এমন নষ্ট হয়ে যাচ্ছে!!" (আমরাও নামাজ না পড়েই ঘুরছি, বলার কেও নাই)
.
পথে পেলাম এক বাজার, সাথে সাথে সবাই চুপ মাত্র তিনজন গিয়ে তেরপাল উল্টিয়ে অনেকগুলো লেবু চুরি করে নিয়ে আসতেই লাগা দৌড়! সোজা মাঠের মাঝে। এবার বসে ভাগাভাগি, কারো ভাগে একটা, দেড়টা বা দুইটাও জুটে যেত।
."''''
মাঠের পাশে নারকেল বাগান, কক্সবাজারের সবচাইতে বেশি যে গাছটি। আবার চারপাশে শুনসান নিরবতা, শুধু শোনা যায় গাছে উঠার খসখস শব্দ।
ফলাফল?
সবার হাতে অন্তত একটা করে ডাব, অনেকসময় এর চাইতেও বেশি..
.
ভাগাভাগি করতে গিয়ে সামান্য কথা কাটাকাটি শেষ পর্যন্ত গড়াত অভিমান ও মারামারিতে। কখনো কখনো তা বিস্তৃত হত দুইতিনদিন ধরে...
.
আবার সময় শেষ তারাবীও যে শেষ? বিতর নামাজ পড়তে মসজিদে ঢুকা হুড়মুড় করে...
.
আবার মুচকি হাসি,
ছোট্টবেলা, তোরে বড্ড ভালবাসি....
.
.
.
আরো দেখুন :
পর্ব-১ - Click This Link
পর্ব-৩ - Click This Link
©somewhere in net ltd.