| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানিনা শুরু কোথায়,আর শেষ ই বা কোথায় !!
আমার জীবনের পরিনতি কি,তাও আমার জানা নেই,
মাতৃ গর্ভ থেকেই তো আমি একা।
মানছি মায়ের অমরা থেকে উপকৃত হয়েছি
আমি,
তবু জন্মের পর থেকেই আলাদা এক সত্তা হয়ে প্রতিনিয়ত
একাকীত্বের স্লোগান দিচ্ছি।
আমি জানি,আমি একা নই
আমার মত সহস্র প্রাণী আছে,
শরীরে যাদের সতন্ত্রতার সূচের ক্ষত
চোখে বিষ্ফোরিতো করুনা।
সময়ের এই ক্রমে এসে মনে হয়
থমকে যাই
বা থামিয়ে দেই;
কখনো সমূদ্র দেখি নি,
কারো পাশে বসে সমূদ্র দেখব,
তাও ভাবিনি
সমূদ্র ই কি আমার জন্য যথেষ্ঠ নয় !!
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮
এহসান সাবির বলেছেন: বেশ....