![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্তিত্বে মিশে থাকা তোমার স্পর্শ
আমার সূক্ষ্মতম উপলব্ধি,
হোক সে কথামালায়
তবু তা স্পষ্ট।
তোমার অধর কোনে হাসি
আমার নতুন প্রেমানুভাব,
হোক সে মুঠোফোনে
তবু উচ্ছাসিত।
আমার চিত্তের আকর্ষণ
তোমার প্রাণবন্ত ধীমান্ নেত্র,
হোক সে অলীক খেয়াল
তবু চঞ্চল।
তোমার অমেলা লয়ের কথন
যেন শ্লোকে শব্দের উচ্চারন,
হোক সে ছন্দহীন
তবু সক্রিয় চেতন।
তুমি প্রিয়র শেষেও প্রিয়
প্রণয়ের শুদ্ধতম উপাখ্যান
প্রাত্যহিক প্রার্থনায়
নিয়মিত উত্থিত স্বত্বের সন্ধান।
২| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০
এহসান সাবির বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: