![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা হলো ব্যথা
প্রেমিকার বিবরণে
কিছু সময় হলো একা
তোমাদের বিস্ময়ে
ভুলগুলো নির্ভুল
থেকে যায় তোমাতে
ভুল নেই ক্ষমা নেই
আত্মার সমীপে।
কিছু অবশ অনুভূতি
অবিরত দেয়া স্মৃতি
থেকে থেকে উকি দেয়
রোজকার জানালায়।
মেঘে মেঘে যায় চলে
বিসাদের ভাবনা
রুপকথা হয়ে রয়
আমার এই কান্না
হাসি নেই রোধ নেই
তোমাদের দেয়ালে
তবু থাকা তবু চলা
তোমাদের খেয়ালে।
ভুল নেই ক্ষমা নেই
তোমাদের খেয়ালে।
©somewhere in net ltd.