![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাপা হয়নি তোমার নাম,
হবে বলেও মনে হয় না।
তুমি তোমরা অতীত,
আমি আমরা বর্তমান।
স্বাধীনতা এনেছিলে তোমরা !!
ইতিহাস ঘাটার সময় কোথায়-
অনুভূতি !!
কালের বিবর্তনে সতীর্থদের
অনুভূতি ও আজ ভোতা,
আর আমরা তো তরুণ
উষ্ণ রক্তে বহ্নি শিখা প্রজ্জলিত
আধুনিকতার নেশায়
নেশাগ্রস্থ তরুণ
অনুভবের সময় কোথায়??
মনে রাখিনি তোমাদের!!
মিথ্যে কথা
প্রতিটা দিবসে ঘর হতে বেরিয়ে যাই
তোমাদের স্বরণে
হোক সে কিছুটা কোলাহল নিয়ে
তবু যাই তো,
তবু তো ফুল দেই তোমাদের চরণে।
ধিক্কার দিচ্ছ !!
আমি ও দেই
যারা ইতিহাস কে কলংকিত করেছে
যারা আমার কাছে ইতিহাস লুকিয়েছে
আমাকে ও ধিক্কার দাও!!
আমি ও দেই
স্বাধীনতার এই লগ্নে এসে ও
আমি স্বাধীনতার স্বাধ বঞ্চিত বলে।
©somewhere in net ltd.