![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের বাতাসে জন্ম নেয় যে প্রত্যাশা
চৈত্রের কড়া রোধে তা মিলিয়ে যায়
নীরস আকাশে ঝুলে থাকা রাত
স্বচ্ছ হয় জোনাকির আলোতে
আমাদের শরতে তবু কুৎসিত আঁধার থাকে
যেখানে জোৎসনার জন্ম নেই
দূর থেকে অভয়ের অট্টহাসি শুনে
ভীত হয় অর্ধ যুগ বেঁচে থাকা দুস্বপ্নরা
মাথাচারা দেয় সঞ্চিত সব সঙ্কা
দীর্ঘ থেকে দীর্ঘতর হয় আমার ক্লান্তি
বৃষ্টি চাই আমি, এক ফোটা জলরঙা বৃষ্টি
সব সঙ্কা ভিজে ভিজে জল হোক
দুঃসহ সব দুস্বপ্ন ধুয়ে যাক
মানুষ আমি ক্লান্তির ঊর্ধে চলে যাই
বৃষ্টির মত সরল হয়ে যাই।
©somewhere in net ltd.