![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনগনকে স্বাধীনতার উচ্ছাসিত আনন্দে উদ্বেলিত হইতে দেখিয়া গভির সুখানুভব হয়,আবার সেই জনগণকে তাহাদের অধিকার হইতে বঞ্চিত হইতে দেখিয়া মনে হয় স্বাধীনতা এখনো বাবুই পাখির নীড়ের ন্যায় তাল গাছে দোদুল্যমান।রাষ্ট্রের স্বাধীনতা জনগণ ছিনাইয়া আনিয়াছিল বটে তবে রাষ্ট্র এখনোঅব্দি জনগনের স্বাধীনতা নিশ্চিত করিতে পারে নাই,পারে নাই জনগনের চার পাশে নিরাপত্তার বলয় গড়িতে।ব্যর্থ হইয়াছে সকল কে সমান চক্ষে দেখিতে।
চারি দিকে নারী পুরুষের সমঅধিকারের রৈ রৈ চিৎকারে মানুষের সমঅধিকারের ব্যাপার খানা চাপা পরিয়া যায়,বিত্তহীন মানব সম্প্রদায়ের কম্পিত চিৎকার ধ্বনি মহারাষ্টের প্রলম্বিত কর্ণের পার্শ হইতে বুলেটের গতিতে চলিয়া যায়,শালুকের ন্যায় কোমল শিশুদের কর্মরত দেখিয়াও রাষ্ট্র নির্বিকার,মানব হত্যার মত কঠিন ব্যাপারে রাষ্ট্র এখন কম্পন তো দূরের কথা একটু নড়িয়াও ওঠে না,রাজনীতির ঘোর প্যাঁচে পরিয়া সাধারণ মানুষ গুলো অসাধারণ হইয়া ব্যাপক কীর্তি কলাপের জন্ম দেয় আর তা দেখিয়া রাষ্ট্র পার্শ ফিরিয়া মুচকি হাসিয়া সংবিধানের গোড়া হইতে আগা পর্যন্ত উদ্ধার করিয়া লয়,দুই পক্ষ বিশিষ্ট উক্ত রাষ্ট্র জনগনের মতামত মুল্যহীন বলিয়া বিবেচনা করিয়া হস্তের দুই অঙ্গুলি হইতে তাচ্ছিল্লের তুড়ি ছুড়ে।
এই যদি হয় রাষ্ট্র ব্যাবস্থা তাহলে সেখানে সত্তার স্বাধীনতা তো দূরের কথা বাক স্বাধীনতারই বা প্রয়াস কোথায় ??
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২১
মুনেম আহমেদ বলেছেন: STOP COMPLAINING ABOUT YOUR COUNTRY.
YOU FOOL!
JUST DO YOUR PART WELL
BECAUSE YOU ARE YOUR COUNTRY.
আমি আপনি কি রাষ্ট্রের বাইরের কেউ?
রাষ্ট্র কারো স্বাধীনতা খর্ব করেনা করলে রাষ্ট্র পরিচালকরা করে। আর পরিচালকদের কাছ থেকে অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের।
প্রয়োজনে তাদের অপসারন করার দায়িত্ব ও আমাদের। জনতার।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২১
আমি অপদার্থ বলেছেন:
খাঁন সাহেব পৃথিবীতে ভালোবাসা ও স্বাধীনতা বলে কিছু নেই।