নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

enough is not always enough____

চেঙ্গিস খাঁন

enough is not always enough.....

চেঙ্গিস খাঁন › বিস্তারিত পোস্টঃ

'মা'

১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

মা, ও মা-

আমি কি তোমার কল্পনার ছবির মতন হয়েছিলাম !!

যে ছবি এঁকেছিলে আমার জন্মের কিছুকাল আগে'

তোমার অভিন্ন সত্তা হয়ে যখন একটু একটু করে

বেড়ে উঠছিলাম আমি,

যখন তুমি গভীর আবেগে

আমার বেড়ে ওঠা অনুভব করতে,

কিছুটা শিহরীত হয়ে উপভোগ করতে

তোমার মাঝে আমার অস্তিত্ব,

জানো মা-

আমার কেন যেন মনে হয়

সে দশ মাস আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল।

কত কত রাত জেগেছ আমার খামখেয়ালিতে

বিশ্বাস কর এতটুকু বুঝতাম না আমি,এতটুকু না

বুঝলে কি আর ঘুম ভাঙ্গাই তোমার

লক্ষী মা আমার ।।

খাবার টেবিলে খাবার নিয়ে আমাদের দন্দ

এত এত পীড়া দেয় আমায়,

কেউ আর জোর করে খাবার তুলে দেয় না

জ্বরের ঘোরে তোমার কোলে মাথা রেখে শোয়া হয়না

তোমার মতন কেউ সারাক্ষন বোসে থেকে

মাথায় কাপড় ভেজায় না

খুঁজে না পাওয়া কিছু খুজতে তাড়া দিতে পারিনা কাউকে

তোমার মত তো কেউ আর নিঃসার্থ না'

কেউ তোমার মত আমার এতোটা নিজের না'

কত দিন তোমার পায়ে ধরে ক্ষমা চাই না

প্রতিবার তর্কের পরে ক্ষমা চাওয়ায় অসম্ভব স্ফূর্তি অনুভূত হতো

এত বার ক্ষমা পাওয়া শুধু তুমি বলেই সম্ভব হয়েছে ।

আমি বুঝিনি এত কষ্ট নিয়ে থাকতে হবে আমায় ,

এখানে আসার কিছুটা আগ পর্যন্তও মনে আনন্দ ছিল

ভেবেছিলাম নিজের মতন করে থাকা হবে

এখন আমি জানি, স্বাধীনতায় কোন স্বাধ নেই

নিজের মত থাকায় কোন আনন্দ নেই

কত গুলো দিন তোমাকে না দেখে আছি

রূড় বাস্তবতার কাছে আমার চও্য়া গুলো

আমার অলক্ষেই গুটিয়ে নেয় নিজেকে,

আমি আর স্বাধীনতা চাই না 'মা'

নিজের মতন থাকতেও চাই না

শুধু তোমার স্নেহার্স্পশে বাকিটা সময় বাঁচতে চাই,

কখনো ভালোবাসি বলা হয়নি তোমাকে

অগনিত বার ভালোবাসি বলতে চাই ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: মা নিয়ে আপনার অনুভূতিগুলো ভালো লাগল। এটি পড়ে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.