নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠুকে চলি ছেনি হাতুড়ি ...অনবরত!

আমার সত্ত্বার জাগ্রত অংশ অনবরত স্কালপেলের পোচঁ দিয়ে চলে ঘুমন্ত সত্ত্বার নাভিমূলে ।চামড়ার নিচে হালকা ব্লেডের টান নাচন ধরায় ফেটে যাওয়া ফ্যাকাসে টিস্যুতে । আর্তনাদ করে কেদেঁ উঠি আমি নিষ্পাপ সত্ত্বার এমন অকাল মহাপ্রয়ানে....

লাশকাটা ডোম

লাশকাটা ডোম › বিস্তারিত পোস্টঃ

একখান সেমি এডাল্ট জোক :p (ক্রিসমাস উপলক্ষে)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

একজন ফাদার চার্চের জন্য কিছু
টাকা তুলতে চান। তিনি বিশপকে জিজ্ঞেস
করলেন, কিভাবে কিছু টাকা আয় করা যায়
বলুন ত! চার্চে কিছু সংস্কার কাজ
করা হবে। কিন্তু ফান্ডে যথেষ্ট
টাকা নাই।

বিশপ বুদ্ধি দিলেন, শহরে ঘোড়ার রেস হয়
প্রতি সপ্তাহে।
একটা ঘোড়া কিনে সেখানে অংশ নাও।
পরের সপ্তাহেই ফাদার গেলেন
ঘোড়া কিনতে। কিন্তু ঘোড়ার দাম শুনে তার
চক্ষু চড়ক গাছে। বেচারা আর কিছু
কিনতে না পেরে একটা গাধা কিনে নিয়ে চলে
এলেন।
শহরে এসে ভাবলেন, কিনছি যখন গাধা,
সেটাকেই রেসে লাগাই। কি আর এমন
হবে যদি হেরে যাই।
রেসের ময়দানের সবাইকে অবাক
করে দিয়ে গাধাটা ঘোড়ার রেসেই তৃতীয়
হয়ে বসল।

শহর জুড়ে গাধার প্রশংসা আর
তার কীর্তির আলাপ হচ্ছে। পত্রিকাগুলাও
পরদিন ফলাও করে খবর ছাপাল, Father'S
ASS SHOWS!!!
ফাদার গাধাটাকে খুব ভালো ভালো খাবার
দেয়া শুরু করলেন। পরের সপ্তাহেও
রেসে অংশ নিলেন গাধা নিয়েই। এইবার তার
গাধা রেসের প্রথমেই।

পরদিন বিশাল
ছবি সহ সংবাদপত্রের শিরোনাম-
FATHER'S ASS OUT IN FRONT!!!
ফাদার আগ্রহ নিয়ে বিশপের
সাথে দেখা করতে গেলেন। ফান্ডে বেশ
ভালো টাকা জমা হচ্ছে গাধাটার কারনে।
এদিকে গাধাটা আবার শহরের
হিরো হয়ে গেছে। কিন্তু বিশপ পেপারের
হেড লাইনগুলো পছন্দই করেন নাই।
তিনি ফাদারকে হুকুম দিলেন, বদমাশ
গাধাকে আর রেসে দিবেন না। ফাদার তাই
করলেন।রেসে কভার
করতে আসা সাংবাদিকেরা জিজ্ঞেস করল
গাধাটা রেসে নাই কেনো? সহজ-সরল ফাদার
বলে দিলেন বিশপের নির্দেশেই এই কাজ
করা হয়েছে।

রেসিং ডে এর পরের দিন
পেপারে আসল- BISHOP SCRATCHES
FATHER'S ASS
বিশপ ত এইবার পুরা ক্ষেপা। তার
কড়া নির্দেশ এলো ফাদারের কাছে।
গাধাকে সরাও। ফাদার আর কি করবেন? এত
শখের গাধা তার। কাছের এক
সন্ন্যাসী আশ্রমে তার পরিচিত এক নান
থাকেন। তিনি গাধাটা নানকে দিয়ে দিলেন।

পরের দিনে পেপারে আসল, NUN HAS BEST
ASS IN TOWN!!! এইবার পেপারের
হেডিং দেখে বিশপ ফিট হয়ে পড়ে গেলেন।
জ্ঞান ফিরে আসার পর নানকে খবর পাঠালেন,
দয়া করে গাধাটা বিক্রি করে দেন।
নান তাই করলেন। নামমাত্র
মূল্যে বিক্রি করে দিলেন গাধাটা।

পেপারে খবর চলে আসল, NUN SELLS ASS
FOR 1000 Taka.
বিশপের মাথা এইবার আউলিয়ে গেছে।
পেপারগুলা যা শুরু করছে!!!! গাধাটার
হাত থেকে যেভাবেই হোক মুক্তি পেতে হবে।
তিনি নানকে নির্দেশ দিলেন,
আপনি গাধাটা আবার কিনে নেন। এরপর
সেটাকে জঙ্গলে ছেড়ে দেন।
এরসাথে আমাদের চার্চের যেন কোনরূপ
সম্পর্ক না থাকে। নান গাধাটা কিনে ফেরত
নিলেন। তারপর বনে নিয়ে ছেড়ে দিলেন।
সংবাদ সম্মেলন করে জানালেন, আমার
গাধাটার সাথে চার্চের কোনরূপ সম্পর্ক
আর নাই। সেটাকে মুক্ত করে দেয়া হয়েছে।
কেউই আর গাধাটার মালিক নয়।

পরেরদিন
পেপারের হেডিং- NUN ANNOUNCES HER
ASS IS WILD AND FREE.
সেইদিন সকালে হার্ট এটাকে বিশপ
মারা গেলেন!


(repost)
older - Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

নেক্সাস বলেছেন: হাহাহহা .... আমাদের পত্রিকাগুলো এখন এই ধারায় চলছে

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:

হাসলাম

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

ঝড়-বৃষ্টি বলেছেন: ভাই এইটা কী দিলেন?! হাহাহাহাহাহাহাহাহা..........

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

সাফকাত আজিজ বলেছেন: :P B-))

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

হাসান মাহবুব বলেছেন: এইটা আগে পড়সিলাম। ক্লাসিক!

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

কল্লোল পথিক বলেছেন: হা হা হা ব্যাপক মজা পাইলাম।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

আমি যাযাবর বলিছ বলেছেন: খাইছেরে কি বলে পাগলা,খুব মজা পাইলাম

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

মুদ্‌দাকির বলেছেন: :)

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

লাশকাটা ডোম বলেছেন: আসলেই :)

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

লাশকাটা ডোম বলেছেন: ধন্যবাদ

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

লাশকাটা ডোম বলেছেন: জোকস ;)

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

লাশকাটা ডোম বলেছেন: হুম ভাই :) নিচে লিংক দেয়া আছে।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

বিপরীত বাক বলেছেন: অনেকদিন পর হাসলাম। ভালো হয়েছে।।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা| চরম বিনোদন

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

ম.র.নি বলেছেন: ক্রিসমাসের সময়ে ফাদার বিশপ নান নিয়া জোক্স ঠিক হয় নাই।পোস্টে মাইনাস।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১২

কালীদাস বলেছেন: ২০০৮ বা ০৯ এ ব্লগে এটা পোস্ট করা হয়েছিল। থ্যাংকস এনিওয়ে, ক্লাসিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.