![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাফল্য কোনও আকস্মিক ব্যাপার নয়। এটি আমাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গির ফল এবং সেই মনোভাব আমরা নিজেরাই নির্বাচন করে থাকি। সুতরাং সফলতা আমাদের নিজেদের নির্বাচনের উপর নির্ভরশীল, কোন আকস্মিকতার উপর নয়। অনেকেই জীবনে একটা বড় ধরনের লটারী জেতার আশা করে, কিন্তু লটারি জেতাকেই সফলতা বলে?
একজন ধর্মযাজক একটি ফসলে পরিপূর্ণ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। সুন্দর ফসল দেখে তিনি সেখানে দাড়িয়ে ফসলের প্রশংসা করলেন এবং সেই ক্ষেতের মালিক ধর্মযাজকে দেখে তার কাছে আসলো। ধর্মযাজক যখন জিজ্ঞেস করলেন, ‘ভগবান তোমাকে ক্ষেতভরা ফসল দিয়েছেন তুমি কি তার কাছে কৃতজ্ঞ? ক্ষেতের মালিক জবাবে বললো, হ্যাঁ ভগবান আমাকে এই ক্ষেতটি দিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ, কিন্তু এই ক্ষেতভরা ফসল আমার নিজ পরিশ্রমের ফল।
এটা ভাবতে আশ্চর্য লাগে যে কোনও ব্যক্তি জীবনে একের পর এক সফলতা লাভ করে আবার কেউ কেউ কেবল কাজের জন্য প্রস্তুত হয়। এটাও খুব আশ্চর্যের বিষয় যে একজন মানুষ তার জীবনে একটার পর একটা বিপত্তি কাটিয়ে তার লক্ষ্যে পৌছায়, আর একজন একটামাত্র বিপত্তি অতিক্রম করতেই হিমসিম খায় এবং তার লক্ষ্যে পৌছাতে পারে না। উপরের দুটি প্রশ্ন যদি স্কুল-কলেজের পাঠ্যসূচীর অন্তর্ভূক্ত করা হত এবং যথাযথ উত্তর যদি শিক্ষার্থীদের শেখানো হত তবে আমাদের শিক্ষা ব্যবস্থায় নতুন দিক উন্মোচিত হত। যারা অসাধারণ ব্যক্তি তারা সুযোগের অপেক্ষায় থাকে না, আর যারা সাধারণ ব্যক্তি তারা জীবনের নিরাপত্তা খোঁজেন। আমরা জীবনে যে লক্ষ্যে পৌছাতে চাই তার প্রতি স্থির দৃষ্টি রাখা উচিত। আমরা যা চাইনা তার প্রতি নজর না দিলেও চলে।
শ্রীকৃষ্ণ তার ধর্ম গ্রন্থে বলেছেন, “ভাগ্য কখনো সিদ্ধান্ত পাল্টাতে পারে না, কিন্তু সিদ্ধান্ত ভাগ্যকে পাল্টাতে পারে। তাই ভাগ্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না- মনসংযোগ করতে হবে সিদ্ধান্তের উপর। তাই প্রশান্ত মনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলো। আজকের সিদ্ধান্তের উপর ভবিষ্যতের ভাগ্য ভালও হতে পারে আবার দুর্ভাগ্যও হতে পারে। view this link
©somewhere in net ltd.