![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে মনে করেন সাফল্যের জন্য উপযুক্ত গুণাবলী তাদের নেই। তারা সকলেই গড়পড়তা লোক এবং অনেক সময়ই কাজে ব্যর্থ হন। কিন্তু এরকম হওয়া উচিত নয়, সাফল্যের জন্য যা প্রয়োজন সমস্ত গুণাবলী আমাদের আছে। হয়ত সেই গুণাবলী যে ভাবে চর্চা করলে সাফল্যের স্তরে নিয়ে যেতে পারত, সেই ভাবে চর্চা করা হয়নি। অনেক সময় আমরা হয়ত সচেতন নই যে আমাদেরও ওই গুণাবলী আছে। কিন্তু এই গুণাবলী যে আছে তা জানা থাকলে আমাদের কর্মদক্ষতার অনেক উন্নতি ঘটে।
বিষয়টি ঠিক এ রকম বাড়ির উঠানে ১০ লাখ ডলার পোঁতা আছে কিন্তু আপনি এ বিষয়ে কিছুই জানেন না, সুতরাং আপনি তা বের করতে পারবেন না। কিন্তু যে মুহূর্তে আপনি সেই সম্পদের সন্ধন পাবেন আপনার চিন্তা ও ব্যবহার বদলে যাবে। মানুষের সম্পর্কেও এই কথা সত্য। আমাদের সকলেরই এইরকম গপ্তধন আছে। প্রয়োজন হল তাকে প্রকাশ্যে এনে যথাযথরূপে ব্যবহার করা।
সচেতন এবং অবচেতন মন (The Conscious and Subconscious Mind):
স্বরণ রাখবেন আমাদের সচেতন মনের চিন্তা করার ক্ষমতা আছে। সচেতন মন গ্রহণ বা বর্জন করতে পারে, কিন্তু অবচেতন মন কেবলমাত্র গ্রহণ করতে পারে। এবং যা গ্রহণ করে তার ভাল মন্দ নিয়ে কোন বাছ-বিচার করে না।
যদি আমরা মনকে সন্দেহ ও ঘৃণা দিয়ে ভরে দেই, তাহলে স্বাভিভাবের ফলে ঐ চিন্তা গুলি বাস্তব বলে মনের মধ্যে গৃহীত হবে। অবচেতন মন কম্পিউটারের ডেটা এর মত। তবে এটি আরও বেশি শক্তিশালী। অবচেতন মন মটর গাড়ির মত, আর সচেতন মন চালকের মত। চালিকা শক্তি মটরের মতই আছে, কিন্তু তার নিয়ন্ত্রণ ক্ষমতা চালকের। অবচেতন মন আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করে। এই মন যুক্তিবাদী নয়, যখন আমরা অসফল হই, তখন অবচেতন মনে নতুন ভাবে নতুন জিনিস যোগানের প্রয়োজন হয়।
অবচেতন মন একটি বাগানের মত। কী গাছ লাগাচ্ছেন তাতে কিছু যায় আসে না। এই বিষয়ে বাগান নিরপেক্ষ ভূমিকা পালন করে, তবে কোন পছন্দ অপছন্দ নেই। যদি ভাল বীজ লাগান তাহলে ভাল বাগান পাবেন আর তা না হলে বাগান জংলা গাছে ভরে উঠবে। আমি এক ধাপ এগিয়ে গিয়ে বলব যে ভাল বীজ বোপন করলেও আগাছা জন্মাবে। সুতরাং আগাছা উপরে ফেলার চেষ্টা ক্রমাগত করে যেতে হবে। স্বরণ রাখবেন ইতিবাচক ও নেতিবাচক চিন্তা একই সময়ে এবং একই সঙ্গে মনকে অধিকার করতে পারে।
বানিজ্যিক সংস্থা গুলি টেলিভিশনে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে দেখানোর সময় যে বিজ্ঞাপন দেয় সেই সব ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ২০ লক্ষ ডলার পর্যন্ত খরচ করে থাকে। আমরা অনেক সময়ে বিজ্ঞাপন দেখে ঠান্ডা পানীয় কিংবা দাঁতের মাজন কিনি। আমরা আসলে দাঁতের মাজন চাই না, বিজ্ঞাপরে যে সংস্থার মাজনের কথা বলেছে তাই চাই। ঐ বিজ্ঞাপন আমাদের অবচেতন মনে যে কাজ করেছে তাতে আমরা প্রভাবিত হই। সফল হওয়ার জন্য আমাদের ইতিবাচক ভাবে নির্দিষ্ট পরিকল্পনা করা প্রয়োজন। বিস্তারিত......
©somewhere in net ltd.