নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ফারহান সাদিক

ব্লগার

মোঃ ফারহান সাদিক › বিস্তারিত পোস্টঃ

রয়েল এনফিল্ড মোটরসাইকেলের যাত্রা ও ইতিহাস

২৪ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৫


১২৩ বছর বয়সে রয়েল এনফিল্ড মোটরসাইকেলের বিশ্বজয়ের গল্প

দুই চাকার মোটরযানের প্রতি আমাদের সবারই দুর্বলতা কাজ করে। এসব যানের দ্রুতগতি , নজরকাড়া ডিজাইন, যেকোনো রাস্তায় চালানোর সুবিধা এবং চার চাকার গাড়ির থেকে কম দামের করণে গরিব-ধনী সবার কাছে চলাচলের প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। আমরা সাধারণত যেসব ডিজাইনের মোটরসাইকেল দেখি তার থেকে ভিন্ন কোনো জিজাইনের মোটরসাইকেল সামনে আসলে সহজেই আমাদের নজর কাড়ে।

বিখ্যাত মোটরসাইকেল রয়েল এনফিল্ডকে অনেকেই মনে করে যে এটি ভরতের ব্র্যান্ড। এমনকি তারা নিজেরাও মনে করে যে এটি তাদের নিজস্ব পন্য। ভরতের সংস্কৃতির সঙ্গে এটি এমনভাবে জড়িয়ে গেছে, এই কোম্পানি বা ব্র্যান্ডের মালিকানা যে ভরতের নয় তা অনেকেই জানে না। যারা এরকম কিছু মনে করে থাকেন, তাদের জন্য আজকের এই পোস্টি।

মূলত রয়েল এনফিল্ড এর জন্ম ব্রিটেনে। রয়েল এনফিল্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমন কিছু মোটরসাইকেল তৈরি করে থাকে যা সব বয়সের মানুষের কাছেই আকর্ষণের বস্তু।

১৮৯৮ প্রথম মোটরচালিত যান তৈরি করলেও রয়েল এনফিল্ড এর মোটরসাইকেলের যাত্রা শুরু হয় ১৯০১ সালে। নতুন শতাব্দীতে এক নতুন চমক নিয়ে আসে রয়েল এনফিল্ড।

রয়েল এনফিল্ড এর যাত্রা শুরু

রয়েল এনফিল্ড এর রয়েছে দীর্ঘ ইতিহাস। সাম্রাজ্যবাদী রাষ্ট্র ইংল্যান্ডে জন্ম হলেও এই কোম্পানি শীর্ষে উঠে ইংল্যান্ডের অন্যতম শোষণেল কেন্দ্র ভারতে।

১৮৫১ সালে ইংল্যান্ডের রেড্ডিচ শহরে জর্জ টাউনসেন্ট নামের একজন ব্যবসায়ী সেলাই মেশিনের সূচ তৈরির কারখানা স্থাপন করেন এবং ধাতুর কাজের জন্য বেশ কয়েকটি মেশিন স্থাপন করেন। ১৮৮২ সালে টাউনসেন্ডের ছেলে এই কারখানার যন্ত্রপাতির সাহায্যে স্যাডেল এবং ফর্ক তৈরি শুরু করেন। এই ব্যবসায় তিনি প্রথমে লাভের মুখ দেখতে পান। যেহেতু তার কাছে বাইসাইকেল তৈরি করার মতো যন্ত্রপাতি ছিল, তাই ১৮৮৬ সালে তিনি ‘টাউনসেন্ড এন্ড একোসাইস’ নামে বাইসাইকেল তৈরি করে বিক্রি শুরু করেন।
দুর্ভাগ্যবশত সেই সময় বাইসাইকেরের বাজারে ছিল তীব্র প্রতিযোগিতা। ফলে বাজারজাতকরন পরিকল্পনা ভাল না থাকায় ১৮৯১ সালে কোম্পানিটি ক্ষতির সম্মুখীন হয়।

টাউনসেন্ডের পরপমর্শদাতা ব্যাংকারদের পরামর্শ অনুযায়ী অ্যালবার্ট এডি নামে বারমিংহামের একজন সেলস ম্যানেজার এবং রবার্ট ওয়াকার স্মিথ নামে একজন ইঞ্জিনিয়ারের হাতে কোম্পানি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অ্যালবার্ট এডি ছিলেন একজন উচ্চভিলাষী মানুষ। ১৮৯২ সালে তিনি এর নাম পরিবর্তন করে নাম রাখেন এডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এই কারখানায় অনেক সূক্ষ যন্ত্রপাতি তৈরির মেশিন স্থাপন করা হয়। ১৮৯৬ সালে মিডলসেক্সের এনফিল্ড শহরে অবস্থিত রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরির কন্ট্রাক্ট পান। আর এখান থেকেই রয়েল এনফিল্ড নামের শুরু হয়। সেই বছরই তারা নিউ এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি ক্রয় করেন এবং এখান থেকেই ১৮৯৭ সালে সাইকেলের সব ধরনের যন্ত্রপাতি তৈরি শুরু করে। বিস্তারিত জানতে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.