নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় আমি।

Md Ashraful Alam Sourov

Md Ashraful Alam Sourov › বিস্তারিত পোস্টঃ

পলিটিক্যাল বয় বনাম ননপলিটিক্যাল বয়।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬


একজন পলিটিক্যাল ছেলে ও একজন ননপলিটিক্যাল ছেলের মধ্যের কথা-বার্তা, কাজ-কর্ম ও চিন্তা-চেতনার পার্থক্য সমূহঃ

* একজন পলিটিক্যাল মেধাবী ছেলের যোগ্যতার পরিচয় ঘটে রাজনীতির ময়দানে।
একজন ননপলিটিক্যাল মেধাবী ছেলের যোগ্যতার পরিচয় ঘটে চাকুরীতে।
* একজন পলিটিসিয়ান ছেলের জীবনের সেরা সময় গুলো কাটে রাজনীতির মাঠে।
* একজন ননপলিটিক্যাল ছেলের জীবনের সেরা সময় গুলো কাটে বাসা, হোটেল রেস্টুরেন্টে আড্ডায়।
* রাজনীতি প্রিয় মেধাবী ছেলেরা রাজনীতির নাম শুনলে ভালবাসায় জড়িয়ে নেয়।
* রাজনীতি বিমুখ মেধাবী ছেলেরা রাজনীতির নাম শুনলেই ঘৃনায় মুখ ফিরিয়ে নেয়।
* পলিটিক্যাল ছেলেরা হয় দৃঢ়চিত্তের অধিকারী।এদের ভাষা হয় কর্কশ ও ছেলে হিসেবে বেয়াদব। দায়িত্ববোধে নিঃস্বার্থ পরায়ন।
আর ননপলিটিক্যাল ছেলেরা হয় ভদ্র, অমায়িক। একজন স্বার্থপর।
* পলিটিক্যাল ছেলেরা গণরুমে ঘুমায়।
আর ননপলিটিক্যাল ছেলেরা এসি রুমে একা ঘুমায়।
* পলিটিক্যাল ছেলে দিনশেষে বন্ধু-বান্ধব ও সহকর্মীকে নিয়ে ফুটপাতের দোকানে একসাথে খায় শিঙ্গা, পুড়ি কলা।
* আর ননপলিটিক্যাল ছেলে বিকেল বেলা হোটেল রেস্টুরেন্টে একা একা খায় গ্রিল, হালিম ও দামী খাবার।
* পলিটিক্যাল ছেলেদের চেহারা সুন্দর হয় না।
নখ-চুল পাগলের মত বড় বড়, অবিন্যস্ত থাকে। গায়ের উপর ময়লার স্তর পুরু হয়ে জমে থাকে। একজনের পেস্ট-সাবান সবাই ব্যবহার করে।
ননপলিটিক্যাল ছেলেদের চেহারা থাকে নায়ক নায়ক ভাব। পোষাক আশাকে থাকে থাকে ইয়ো ইয়ো টাইপস।
* পলিটিক্যাল ছেলেরা সাহস করে মুখের উপর সত্য কথাটি বলে ফেলে।
আর ননপলিটিক্যাল ছেলেটি মুখের উপর সত্য কথা বলার সাহস পায় না।
* পলিটিক্যাল ছেলেরা একজনের খাবার পাঁচজন ছিনিয়ে খায়। ঘামযুক্ত একজনের পোশাক দশজনে পড়ে।
ননপলিটিক্যাল ছেলেরা নিজের খাবার নিজে খায়। পারফিউম দিয়ে নিজের পোশাক নিজেই পড়ে।
* রাজনীতির মাঠের ছেলেরা মানুষের বিপদ দেখলে পাশে এসে দাড়ায়।
রাজনীতি বিমুখ ছেলেরা মানুষের বিপদ দেখলে মুখ ফিরিয়ে নেয়, মুহূর্তে সিটকে পড়ে।
* পলিটিক্যাল ছেলেরা নিজের রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচায়।
* পলিটিক্যাল ছেলেরা কখনো দেশ ও জাতিকে নিয়ে বিরূপ মন্তব্য করে না।
ননপলিটিক্যাল ছেলেরা দেশ ও জাতির বিরুদ্ধে মন্তব্য করতে দ্বিধা করে না।
* পলিটিক্যাল ছেলেরা সবসময় চিন্তা চেতনায় থাকে পজিটিভ।
আর ননপলিটিক্যাল ছেলেরা বেশির ভাগ ক্ষেত্রে চিন্তা ভাবনায় থাকে নেগেটিভ।
* পলিটিক্যাল ছেলেরা রাজনীতির মাঠে ব্যস্ত থাকে ভাই-ব্রাদার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের লবিং ঘিরে।
ননপলিটিক্যাল ছেলেরা ব্যস্ত থাকে ফ্যামেলি ফাংশন গুলোতে মেতে উঠা হৈ হুল্লোরে, গানের পার্টিতে লাফালাফিতে।
* একজন পলিটিক্যাল ছেলের স্বপ্ন থাকে পরিবারপরিজন, আত্মীয়স্বজন ও দেশের জনগনকে ঘিরে।
আর ননপলিটিক্যাল ছেলের স্বপ্ন থাকে প্রেমিকাকে ঘিরে।
* একজন পলিটিক্যাল ছেলে কথা-বার্তা ও কাজে কর্মে থাকে স্ট্রেইট ফরোয়ার্ড।
ননপলিটিক্যাল ছেলেরা হয় সেল্প ইগোটিক টাইপের।
* পলিটিক্যাল ছেলে হিরো টাইপের।
ননপলিটিক্যাল ছেলে থাকে হাফ লেডিস মার্কা টাইপের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.