নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মিতভাষী

এই ব্লগের সব মৌলিক লেখার স্বত্ব লেখকের নিজস্ব। মৌলিক লেখা অনুমতি ব্যতিরেকে অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

মিতভাষী

আমি কেউ না।

মিতভাষী › বিস্তারিত পোস্টঃ

ইসলামী রাজনৈতিক দল ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা হোক

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০





ধর্মনিরপেক্ষ বাংলাদেশের একজন ধর্মনিরপেক্ষ নাগরিক হিসেবে ও ধর্মনিরপেক্ষ সংবিধানের অনুসারী হিসেবে ধর্মনিরপেক্ষ সরকারের কাছে আমার দাবী নির্বাহী আদেশ কিংবা আইন করে- যেভাবেই হোক বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির একমাত্র ইজারাদার বাংলাদেশ আওয়ামী লীগসহ সমমনা ১৪ দলের রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি বন্ধ করে দেওয়া হোক।



বাংলাদেশের স্বাধীনতার একমাত্র ইজাদার আওয়ামী লীগ এবং এই দেশের মালিক একমাত্র আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল বা মতের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই।



জামাতের মতো ইসলামী দলগুলোর রাজনীতি এই দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাঁধা। এই দেশে যতো বড় বড় দুর্নিতি তা সব ইসলাম পন্থীরাই করেছে। সন্ত্রাস, টেন্ডারবাজি, চাপাতি দিয়ে কুপিয়ে, লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার খেলা কেবল ইসলামী দলগুলোই করে থাকে। ইসলামী রাজনীতির দোসর হিসেবে বিএনপিসহ অন্যান্য সকল রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হোক।



কেবলমাত্র ইসলামী দলগুলোর কারণেই ছাত্রলীগের মতো একটা আদর্শ ও সুশীল সংগঠন দেশকে কাঙ্খিত উন্নয়নের জোয়ারে নিয়ে যেতে পারছে না। অতএব সরকারের কাছে আবেদন আওয়ামী লীগ ও সমমনা দলছাড়া অন্যসব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া হোক।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

কামাল পারভেজ বলেছেন: মজা পাইলাম, আসলে সব মাছেই গু খায় আর দোষ পড়ে ঘাউরা মাছের

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

মনসুর-উল-হাকিম বলেছেন: ছিঃ . . . .

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

কামাল পারভেজ বলেছেন: তবে ভাই জামাত-শিবির-রাজাকার দেশ কে কোন দিন ভালবাসে নাই, আরে যে খারাপ তাকে তো চেনা যায় যে সে খারাপ, আর যে মুনাফিক সে তো ভয়ংকর বেশি, নাইলে পকেটে ককটেল নিয়া কেউ জুম্মা পড়তে যায়। জনতার দাবীর বিরুদ্ধে যে যাবে তাকে শাস্তি পাইতেই হবে । আমরা ভুলে ও যাব না , আমরা মাফ ও করবো না।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: ইসলামী দল ঢালাও ভাবে যদি বলেন তাহলে সেটা হয় ভায়ানক মুখামি
যারা যুদ্ধাপরাধী তারা দুএকজন ক্ষুদ আওমেলিগেও আছে তাই বলে
যেমন সমস্ত আওমেলিগ কে বাদ করা মুর্খামি
তেমনি ঢালাও ইসলামী দল কে একথা বলা মুর্খামি
ইসলাম কারও বাপ দাদার ধর্ম নয় , ইসলাম সয়ং আল্লাহর
আর ভণ্ড রাজনীতি জগতের নোংরামি
বরং যারা অপরাধি তাদের কে সনাক্ত করুন , ঐ অপরাধিদের জন্য
পবিত্র ইসলামও নিমজ্জিত ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

অরিয়ন বলেছেন: ভাল বলেছেন। ৭৫-এর ফরমেটে এক দলের এক দেশ নিতীতে ফিরে গেলে সব ঠিক হয়ে যাবে। বিশেষ প্রয়োজনে না হয় তজবী - হিজাব সহ কালার ছবি বিলি করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.