নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মিতভাষী

এই ব্লগের সব মৌলিক লেখার স্বত্ব লেখকের নিজস্ব। মৌলিক লেখা অনুমতি ব্যতিরেকে অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

মিতভাষী

আমি কেউ না।

মিতভাষী › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলু পাব্লিকে পড়লেও লাভ না পড়লেও লাভ: মতি

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯

দেশের শীর্ষস্থানী ভারতপন্থী পত্রিকা দৈনিক প্রথমালু ওরফে দৈনিক ভারতের আলু পত্রিকার সম্পাদক, চুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধি মতিউর রহমান মতি বলেছেন, “আলু পত্রিকা পাব্লিকে পড়লেও লাভ না পড়লেও লাভ ।” তিনি বলেন, অনেকেই আশংকা করছেন সারাদেশে সিটি কর্পোরেশন নির্বাচনের পর , আলুর দাম কমে যেতে পারে। আমি কিন্তু আলুর দাম কমে যাওয়া নিয়ে মোটেও চিন্তিত নই। তিনি বলেন, আমার আলু পত্রিকা পাব্লিকে পড়লেও লাভ, না পড়লেও লাভ।





প্রথম আলু পাব্লিকে পড়লেও লাভ না পড়লেও লাভ: মতি



আবেগঘন কন্ঠে মতি বলেন, “আমি আমার দৈনিক ভারতের আলো পত্রিকায় আশরফুলকে নিয়ে প্রথম পাতায় ৮ কলাম হেডলাইন দিয়ে নেগেটিভ নিউজ করি, কিন্তু রামপালে ভারত মাতার বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নামে সুন্দরবন দখল আর ধ্বংসের পাঁয়তারার খবর ছাপাই ভেতরে পাতার সিঙ্গেল কলামে। দেশে ভারতমাতার ট্রানজিটের নামে দেশের পশ্চাদ্দেশে বাঁশ দেবার খবর ছাপাই তৃতীয় পাতায় দুই কলামে। বস্তুত আমার দৈনিক ভারতের আলো প্রভুকে খুশি রাখার জন্য সব আয়োজনই করে থাকে। এসব কারণে দৈনিক ভারতের আলুর একটি নিন্মমানের ভারতীয় টয়লেট টিস্যু হিসেবেও বাজারে এর কাটতি রয়েছে।”



“তাই সিটি কর্পোরেশন নির্বাচনেরে পর দৈনিক ভারতের আলুর পাঠক বাড়লেও মতির লাভ হবে, না বাড়লেও মতির লাভ ঠিকই হবে। মতি তার ভারতের আলো টয়লেট টিস্যু হিসেবে বাজারে বিক্রি করে ক্ষতি পুষিয়ে ঠিকই লাভ করবে। মতির লাভের গুড়ে কেউ হাত দিতে পারবে না,” মন্তব্য করেন বিশিষ্ট চুশীল সম্পাদক মতি।



মূল লেখা প্রকাশিত হয়েছে এখানে। আগ্রহী পাঠক লাইক দিন, সাথে থাকুন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:০৩

আশিকুর রহমান ১ বলেছেন: ভাইজান মতির ধূতি ধইরা এইভাবে টান না দিলেও পারতেন :D :D

২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:১৫

দুরন্ত-পথিক বলেছেন: সোনার ডিম পাড়া পত্রিকা তাহলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.