নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মিতভাষী

এই ব্লগের সব মৌলিক লেখার স্বত্ব লেখকের নিজস্ব। মৌলিক লেখা অনুমতি ব্যতিরেকে অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

মিতভাষী

আমি কেউ না।

মিতভাষী › বিস্তারিত পোস্টঃ

বায়ুত্যাগ নিষিদ্ধ করে সংসদে আইন পাশ

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:২২

সর্ব সাধারণের বায়ুত্যাগ নিষিদ্ধ করে জাতীয় মহাজট সংসদে একটি আইন পাস হয়েছে। সারা দেশে ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগসহ সর্বত্র ব্যাপকহারে বায়ুত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই আইনের বিল আনা হয় মহাজট সংসদে। বায়ুত্যাগ নিয়ন্ত্রণ করতেই এই আইনের বিল উত্থাপন করতে বাধ্য হয়েছে সরকার- জানিয়েছেন মহাজট সরকারের ঘেউ ঘেউ বিশেষজ্ঞ কামুরুল ইসলাম।



কামুরুল বলেন, মহজট সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সারা দেশে সর্বসাধারণ কর্তৃক ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগসহ সর্বত্র সরকারকে উদ্দেশ্য করে বায়ুত্যাগের ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। সর্বসাধারণের এই বায়ুত্যাগের ঘটনায় মারাত্মকভাবে পরিবেশ দুষিত হচ্ছে। এতে করে মহাজট সরকারের মন্ত্রীরা শ্বাস প্রশ্বাস নিতে বেপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানান কামুরুল। এই বায়ুত্যাগের ঘটনা এক ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সরকার বিরোধী যড়যন্ত্র। সরকারকে বেকায়দায় ফেলতে যারা বায়ুত্যাগ করবে তাদেরকে জব্দ করার জন্যই নতুন এই আইন, আবেগঘন কন্ঠে জানান কামুরুল।



প্রস্তাবিত আইনের ২১ ধারা মতে কোন ব্যাক্তি বা সংগঠন ফেসবুক, টুইটার, স্কাইপ, ব্লগ বা ইন্টারনেটের কোন মাধ্যম ব্যবহার করে সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোন প্রকার পাদ দিলে বা দুর্গন্ধযুক্ত বায়ুত্যাগ করলে তা এখন থেকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য হবে এবং সরকারের গৃহপালিত কুকুরপাল সেই ব্যাক্তি বা সংগঠনের সংশ্লিষ্ট ইন্টারনেট মাধ্যমের ওপর কোনরুপ পুর্বানুমুতি ছাড়াই নজরদাড়ি করতে পারবে ও পাদ দেবার অভিযোগে আটক করতে পারবে। এছাড়া আইনের আওতায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করা ছাড়াই সরকারপালিত কুকুরপাল কামড়ানোর ক্ষমতা পাবে বলে জানিয়েছেন গোদা-এ-কুকুরপাল কামুরুল ইসলাম।



মূল লেখা প্রকাশিত হয়েছে এখানে। আগ্রহী পাঠক ফেসবুক ফ্যানপেইজে লাইক দিন। হুক্কাহুয়ার সাথে থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.