![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।
কী অদ্ভূত সময় , দেখেছ
চারিদিকে নারীরা হচ্ছে লাঞ্চিত
আরেকদিকে মানববন্ধন
করুণার পাত্র বানানোর
কত বড় আয়োজন ।
মুল্যবোধের পরিবর্তন নেই
নেই শুভ্র চেতনা
শুধু মন ভোলানো কিছু
ফাপা ঘোষণা ।
নারী আজ পণ্য
শুধুই লোক দেখানোর জন্য
কি বিজ্ঞাপনে
কি মাঠে ময়দানে ।
এসিড , সণ্ত্রাস
আর ধর্ষণে তারা
ফেলছে দীর্ঘশ্বাস
বিকৃত কিছু মানুষের যেন
মেটেনা তবু আঁশ ।
রাষ্ট্রযন্ত্র আজ অসহায়
শীর্ষ পদে নারী থেকেও
কেন তবে এত ভয় ?
নারীর আছে স্পৃহা
নারীর আছে শক্তি
নারী যে মা
তার প্রতি কত ভক্তি ।
ঐ নপুংশকের দল
যাদের নেইকো বুকে বল
হীনস্বার্থ চরিতার্থ করে
করে শত ছল ।
আহাঃ হাঃ হাঃ বেচারা
মায়ের জাতির কাছে সে আজ
কুলাঙ্গার , হতচ্ছাড়া ।
নেই কোন আর
অধিকার তার
মায়ের প্রতি শ্রদ্ধা
কী বিভীষণ
এত আপন
মাকে অবজ্ঞা ।
প্রীতিলতা, ইলা মিত্র
ছিল যে নারীর গোত্র
তাকে কি যায় অবহেলা ?
অর্ধ পৃথিবী চুপিসারে তারা
জ্বালছে আলোকমালা ।
নারীর প্রতি চাই সমমর্যাদা
সম অধিকার , সম পথ সদা
তবেই ধরা এগিয়ে যাবে
তবেই নারীর সঙ্গ পাবে ।
(নারী দিবসকে সামনে রেখে পৃথিবীর সকল নারীর প্রতি রইল অসীম শ্রদ্ধা ।)
স্কেচ : সংগৃহীত ।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭
বিষাদ সজল বলেছেন: কিন্তু কেন ?
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
পেন্সিল চোর বলেছেন: কবিতায় প্লাস
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮
বিষাদ সজল বলেছেন: তাই বলে জিহ্বা বের করে ভেংচি কাটবেন ????????
৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
পেন্সিল চোর বলেছেন: ভাইয়া আমার চেহারাতে যাবেন না আমি সবাইকে হাসাতে চাই আর এতেই আমার খুশি।
কবিতার প্লাসের সাথে পেন্সিল চোরের কোন সম্পর্ক নেই।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬
বিষাদ সজল বলেছেন: তাও ঠিক । তবে চোরেরাও যে কবিতাপ্রেমিক হয় তা আগে জানতামনা ।
৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
পেন্সিল চোর বলেছেন: পেন্সিল চোর বলে কথা!!
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২২
বিষাদ সজল বলেছেন: হিঃ হিঃ ।
৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
তুন্না বলেছেন: প্লাস রইলো।
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২২
বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ তুন্না ।
৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নারীদের জয় হোক।
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৭
বিষাদ সজল বলেছেন: সহমত ।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
নারীদের জয় হোক।
কবিতায় ++++++
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৩
বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
তানিয়া হাসান খান বলেছেন: আপনাকেও ধন্যবাদ