![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।
অষ্ট প্রহর
কষ্টে গেল
তোমার ছায়া
এলোমেলো ।
সেই যে সেদিন
বলেই দিলে
হয়তোবা তা
হৃদয় খুলে ।
তা কি ছিল
খুব প্রয়োজন ?
যাচ্ছি দুরে
আমরা দুজন ।
নীল মাধবের
ঘোড়ায় চড়ে
আরো জোড়ে
বারেক ঘুরে ।
ক'টা বিকেল
একলা একা
আজ তোমাকে
যায়না দেখা ।
কিন্তু সেকি
সবই মেকী
এই জীবনে
যতই দেখি ।
সাম্যবাদী
ভালবাসা
প্রতিবাদী
মুখের ভাষা ।
খানিক বাদে
দেখি চেয়ে
আমরা দুজন
সভ্য হয়ে ।
একমুঠো লাল
আবীর মেখে
বরণ করি
মৌণতাকে ।
আর কতদিন
তোমায় ছাড়া
রব আমি
ছন্নছাড়া ।
হয়ত সেটাই
লিখা ছিল
কুড়িয়ে গায়ে
মাখব ধূলো ।
তোমার মনের
ইচ্ছে ঘুড়ি
হাওয়ার মাঝে
যাচ্ছে উড়ি ।
ক'জন পারে
জীবন জুড়ে
কেঁদে কেটে
যেতে সয়ে ?
সোনার মেয়ে
শুণছ নাকি
অনেকটা পথ
আজো বাকী ?
আর পারিনা
সয়ে যেতে
মন চায় যে
সঙ্গ পেতে ।
মনকে বুঝাই
মায়ার খেলা
ভেবে ভেবে
কাটছে বেলা ।
সূত্র মেনে
জনে জনে
শেখাতে চাই
বাঁচার মানে ।
আজ কতটা
এগিয়ে যাওয়া
স্বপ্ন নিয়ে
পিছু ধাওয়া ?
সবুজ মাখা
স্বপ্ন আঁকা
মন তুমি হীনে
ধূ ধূ খাঁখাঁ ।
চোখের জলে
সিক্ত হলে
ভরাট হৃদয়
ওঠে দুলে ।
এই শ্রাবণে
ভেজা মনে
ঋণ শোধাব
গুণে গুণে ।
একটা দুপুর
হাওয়ার নুপুর
জড়িয়ে পায়ে
যায় বহুদুর ।
যত্র তত্র
যুদ্ধক্ষেত্র
শিরোনামটা
বড় বিচিত্র ।
এমন আমার
তুমি কে যে ?
প্রতিটা ক্ষণ
মনে বাজে ।
দুঃসহ
অভিঘাত
আর স্মৃতির ঐ
রুগ্ন হাত ।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:২৮
বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ মাক্স ভাই ।
২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার!
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:২৯
বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ স্বপ্নবাজ অভি
কবিতাটি পড়ার জন্য ।
৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪০
আশিক মাসুম বলেছেন: সুন্দর।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৩২
বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ ভাই ।
৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:২৮
একজন আরমান বলেছেন:
ভালো লাগা রইলো সজল ভাই।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৩৯
বিষাদ সজল বলেছেন: আরমান
ধণ্যবাদ নেন
সবগুলো কবিতা
কিভাবে পড়েন !!!!!!!!!!!!
৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৩
একজন আরমান বলেছেন:
বেকার যে তাই !
আর আমার কবিতা পড়তে অনেক ভালো লাগে।
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৭
বিষাদ সজল বলেছেন: :-)
৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সজল ভাই ৫ম+++
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
বিষাদ সজল বলেছেন: :-)
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
মাক্স বলেছেন: চমৎকার!
++