![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরমটা অনেক বেশী, বুয়াটা ঘরের দরজা খুলে গেল!
শীতের আমেজটা এসেছিল এসিতে, মুহুর্তে উবে গেল।
এই গরমে আপনারা বিদ্যুৎ ব্যবহার করবেন না বেশী!
গরিবেরা বাইরে ছায়া পাচ্ছেনা, আপনারা চান ফ্যান-এসি?
দায়টা শুধুই আম জনতার, সবকিছুই বুঝতে হবে।
জীবনের যত বৈপিরিত্য আছে তা আপনাকেই জুঝতে হবে!
নেতারা পাবে নি:শ্ছিদ্র নিরাপত্তা, বিদ্যুৎবিরামহীন,
উনারা যখন যাবেন, তখন রাস্তাটাও ছেড়ে দিন।
ছেড়ে দিন, ঝেড়ে দিন যত আশা আকাংখা
জীবনের যেথা মূল্য মিলেনা, সেখানে ভাবনা মেলাবে পাখা ?
মূ্ল্যের কথা উঠলোই যখন এই দূর্মূল্যের বাজারে,
শুধু কোন জিনিসটা বেজায় সস্তা বলুন দেখি সবিস্তারে ?
আম-জনতার রসটা শুধু শুষে খাবার জন্য,
খেয়ে ছিবড়ে ফেলার জন্য।
নয়তো মোদের নাম ভেঙ্গে কেন খাবে ওঁরা
আর আমরাই বা গলদর্ঘম কিসের জন্য ?
ভাবতে পারেন এ মোদের দুঃখ-বিলাপ,
আজ বাদে কাল যাব ভুলে ।
অধিকার বলে যে কিছু ছিল তা তো ভুলেই গেছি
এখন জীবনকেও রাখব সে তালিকায় তুলে।
©somewhere in net ltd.