|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost
'লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং' - এই কথাটা কে যে বলেছিলেন, সেটা মনে নেই। কিন্তু তিনি যে সত্য কথা বলেছেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই এই শর্ট জীবনে দ্রুত কিছু নতুন অধ্যায়,  নতুন অভিজ্ঞতা নিয়ে নেয়াটাকেই জরুরী বলেই মনে করছি।
চিন্তা করে দেখলাম, দেখাদেখির পর্বতো অনেক হলো। আর কত? এবার সিদ্ধান্ত নেবার সময় এসেছে, সময় এসেছে তাকে আপন করে ঘরে তুলে নেবার।
যেকোন শুভকাজ, শুভ চিন্তা করার আগে আপনাদের সুচিন্তিত মতামত, অফুরন্ত দোয়া নিয়েছি, ভবিষ্যতেও নেবার ইচ্ছা পোষণ করি। আজ জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আমি নিতে চলেছি, আমার জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে চলেছে। এই শুভক্ষণে আবারও আপনাদের মূল্যবান মতামতের জন্যে আপনাদের কাছেই শরণাপন্ন হয়েছি। 
বিষয়টা তাহলে খুলেই বলি:
সম্প্রতি মনের গহীনে গভীর ইচ্ছার উদ্রেক হয়েছে, আমি একটি DSLR ক্যামেরা কিনবো এবং ফটোগ্রাফি শিখবো। এর আগে ডাইনোসর যুগের একটি সনি DSC W30 ব্যবহার করতাম। টুকটাক ছবি তুলতে পারি। কিন্তু এখন একটা ভাল DSLR ক্যামেরা কেনার মাধ্যমে ফটোগ্রাফির সত্যিকার জগতে ঢুকতে চাই। ওয়েবসাইটগুলোতে কিছু DSLR ক্যামেরার ছবি ও দাম দেখলাম। কিন্তু আমি জানি যে, ফটোগ্রাফির সম্মানিত বিগ বস্ ভাইয়েরা সামুতে প্রচুর লেখালেখি করেছেন ক্যামেরা এবং ফটোগ্রাফির বিষয়ে। সুতরাং, অন্য কোথাও খোঁজাখুঁজির তেমন একটা দরকার নেই। তাই ক্ষমা প্রার্থনাপূর্বক সবার কাছে আর্জি, একজন শিক্ষানবীষ হিসেবে ৪০,০০০-৫০,০০০ টাকার মধ্যে আমার কোন DSLR ক্যামেরা কেনা উচিত বলে আপনারা মনে করেন? 
আপনাদের সুচিন্তিত ও সময়োপযোগী মতামত এবং দোয়া আমার জীবনের এই ফটোগ্রাফি বিষয়ক নতুন অধ্যায় শুরুর পথের পাথেয় হয়ে রইবে। ধন্যবাদ সবাইকে।
 ৫৫ টি
    	৫৫ টি    	 +৯/-০
    	+৯/-০  ০৭ ই মে, ২০১১  সন্ধ্যা  ৭:৫৬
০৭ ই মে, ২০১১  সন্ধ্যা  ৭:৫৬
পয়গম্বর বলেছেন: ধন্যবাদ জনাব।   
 
২|  ০৭ ই মে, ২০১১  সন্ধ্যা  ৭:৫৮
০৭ ই মে, ২০১১  সন্ধ্যা  ৭:৫৮
অনিমেষ হৃদয় বলেছেন:   
   
   
   
   
   
   
   
   :#>  :#>  :#>
  :#>  :#>  :#>   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০০
০৭ ই মে, ২০১১  রাত ৮:০০
পয়গম্বর বলেছেন: এইগুলান কি দিলেন বেরাদার?   
   
   
   
 
৩|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০০
০৭ ই মে, ২০১১  রাত ৮:০০
শায়েরী বলেছেন: Hahah ami vabsi bibaho korte jassen bujhi
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০১
০৭ ই মে, ২০১১  রাত ৮:০১
পয়গম্বর বলেছেন: না রে ভাই। ক্যামেরা কিনবার চাই। বিবাহের থেকে ক্যামেরা কেনাটা জরুরী।   
   
   
 
৪|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০৩
০৭ ই মে, ২০১১  রাত ৮:০৩
বরফ গলা পািন বলেছেন: ভাইরে মনে করেছিলিম আন্য কিছু  
   ।দোয়া করে দিলাম কিন্তু মতামত দিবে আমার অন্য ভাইয়েরা আমার কোন ধারনা নাই ক্যামেরা সম্পর্কে। n95 use করি তাই ক্যামেরা নিয়ে মাথা ঘামাই না।
 ।দোয়া করে দিলাম কিন্তু মতামত দিবে আমার অন্য ভাইয়েরা আমার কোন ধারনা নাই ক্যামেরা সম্পর্কে। n95 use করি তাই ক্যামেরা নিয়ে মাথা ঘামাই না।
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০৪
০৭ ই মে, ২০১১  রাত ৮:০৪
পয়গম্বর বলেছেন: বড়ই হতাশ করলেন।  
   
 
৫|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০৫
০৭ ই মে, ২০১১  রাত ৮:০৫
সাহাদাত উদরাজী বলেছেন: আপনার ক্যামেরা কিনার দরকার নাই! 
আগে বিবাহ করেন।
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০৭
০৭ ই মে, ২০১১  রাত ৮:০৭
পয়গম্বর বলেছেন: 'বউয়ের থেইকা ক্যামেরা দামী' - এ-ই আমার শ্যাষ কথা, খেলা ফাইনাল, গেইম ইজ ওভার।  
 
৬|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০৬
০৭ ই মে, ২০১১  রাত ৮:০৬
নীরব 009 বলেছেন: লগইন করলাম আপনাকে বিয়ার শুভেচ্ছা জানানোর লাইগা।ডসতো দিয়েই দিলেন
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:১১
০৭ ই মে, ২০১১  রাত ৮:১১
পয়গম্বর বলেছেন: হ, এট্টু দিলাম।   
   
 
৭|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০৬
০৭ ই মে, ২০১১  রাত ৮:০৬
নীরব 009 বলেছেন: সাহাদাত বলেছেন: আপনার ক্যামেরা কিনার দরকার নাই!
আগে বিবাহ করেন।  
   
   
   
   
 
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০৯
০৭ ই মে, ২০১১  রাত ৮:০৯
পয়গম্বর বলেছেন: নীরব ভাই, সাহাদাত ভাইয়ের কথায় এত্ত মজাক পাইলেন নাকি? আপনের এমুন পাষাণ দিল, আগে ঝানতাম না।  
  
৮|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০৭
০৭ ই মে, ২০১১  রাত ৮:০৭
নিকোলাস বিপ্স বলেছেন: 'লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং' বলেছেন শেক্সপিয়র।
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:১৩
০৭ ই মে, ২০১১  রাত ৮:১৩
পয়গম্বর বলেছেন: নিকোলাস ভাই, এইডা একটা কামই করলেন? ওই কথার কোন উত্তরাধীকার না থাকলেতো নিজের নামেই আমি চালায় দিতাম।  দিলেনতো সব মাটি কইরা।
  দিলেনতো সব মাটি কইরা।   
  
৯|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:০৮
০৭ ই মে, ২০১১  রাত ৮:০৮
ব্লুম্যাজিক বলেছেন: Nikon D90 or Canon Rebel T2i mi8 b a good choice.
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:১০
০৭ ই মে, ২০১১  রাত ৮:১০
পয়গম্বর বলেছেন: এই পত্থম ম্যাকিজ থুক্কু ম্যাজিক ভাই একখান লাখ টাকা দামের কথা কইলেন। থেংকু বেরাদার আপনেরে।  
 
১০|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:১৬
০৭ ই মে, ২০১১  রাত ৮:১৬
রঙ্গীন প্রজাপতি বলেছেন: সেইরকম উপস্থাপন !! হা হা হা... দোয়া করি DSLR এর সাথে আপনার দাম্পত্য জীবন সুখী হোক।   
   
 
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:১৭
০৭ ই মে, ২০১১  রাত ৮:১৭
পয়গম্বর বলেছেন: সবাই বলেন, আমিন, সুম্মা আমিন।
১১|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:২৩
০৭ ই মে, ২০১১  রাত ৮:২৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ধুররররররররর আমি ইন্না লিল্লাহ........... পইড়তে আইলাম, আয়া দেখি............   
   
 
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:২৪
০৭ ই মে, ২০১১  রাত ৮:২৪
পয়গম্বর বলেছেন: ইন্নালিল্লাহ পরে পইড়েন, আগে ক্যামেরার খবর কন।   
 
১২|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:২৭
০৭ ই মে, ২০১১  রাত ৮:২৭
অজানা এক পথিক বলেছেন: ক্যানন এর ডিএসএলআর বডিতে ইমেজ স্ট্যাবিলাইজার থাকে না, লেন্সে থাকে। তাই লেন্সের দাম বেশী পরে। নাইকন এ বডিতে ইমেজ স্ট্যাবিলাইজার থাকে, লেন্সের দাম তাই তুলনামূলক কম। ছবির কোয়ালিটি ক্যাননের বেটার। ইমেজ স্ট্যাবিলাইজার ছাড়াও লেন্স পাওয়া যায় ক্যাননের। 
ক্যামেরা দুটাই ভাল। লেন্সের ব্যাপারটা মাথায় রেখে যেটা পছন্দ কিনেন। আমার পারসনাল পছন্দ ক্যানন।
আর নিচের সাইটে ক্যামেরার ভাল ইনফরমেশন পাবেন।
http://www.dpreview.com/
সবচেয়ে লেটেস্ট মডেল কেনার চেষ্ট করেন। ক্যানন রেবেল সিরিজ আর নাইকন ডি সিরিজ ভাল।
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:২৯
০৭ ই মে, ২০১১  রাত ৮:২৯
পয়গম্বর বলেছেন: অজানা এক পথিক ভাই, আপনাকে অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পরামর্শ আমার চলার পথের পাথেয় হবে।
১৩|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৩৭
০৭ ই মে, ২০১১  রাত ৮:৩৭
ফাইরুজ বলেছেন: দাওয়া মানে কোন পরামর্শ দিতে পারবোনা তবে দোয়া দিয়ে গেলাম যেন আপনাদের যুগল জীবন সাফল্যমন্ডিত হয়।
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৪০
০৭ ই মে, ২০১১  রাত ৮:৪০
পয়গম্বর বলেছেন: শুধু দোয়ায় তো কাম হইবোনা জনাব। ক্যামেরার খবর না দিবার পারেন, কিন্তু টেকাটা তো দিবার পারেন, কি কন?   
 
১৪|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৩৯
০৭ ই মে, ২০১১  রাত ৮:৩৯
নাজমুল ইসলাম মকবুল বলেছেন: 
দিল্লিকা লাড্ডু অর্থাৎ যারা খায় তারা ফস্তায় এবং যারা না খায় তারাও ফস্তায়। সেই লাড্ডুর নাম হচ্ছে বিয়ে। আপনি এই বৈশাখি ঝড়ের মধ্যেই বিয়ের কামটা শেষ করেন। আমাদেরকে দাওয়াত টাওয়াত হয়তো মন চাইলে দিয়েন নতুনা নাইবা দিলেন। 
এরপর গিন্নিকে জিজ্ঞেস করুন 'বলোতো কোন জাতের ক্যামেরা কিনবো'। 
নিশ্চয়ই ভালো এবং চমৎকার একটি ডিসিশান পেয়ে যাবেন। 
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৪৩
০৭ ই মে, ২০১১  রাত ৮:৪৩
পয়গম্বর বলেছেন: এই সব কি কইতাছেন মকবুল ভাই?   আমিতো ক্যামেরা কিনবার চাই, বিয়া করবার চাইনা। ( তবে ক্যামেরা কিনবার গিয়া ভালো কোন মেয়ের সাথে পরিচয় হইলে এক ঢিলা দিয়া দুই পক্ষি নামাইয়া আনুম, দ্যাটস ফর শিওর...)
 আমিতো ক্যামেরা কিনবার চাই, বিয়া করবার চাইনা। ( তবে ক্যামেরা কিনবার গিয়া ভালো কোন মেয়ের সাথে পরিচয় হইলে এক ঢিলা দিয়া দুই পক্ষি নামাইয়া আনুম, দ্যাটস ফর শিওর...)   
   
   
  
১৫|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৪৩
০৭ ই মে, ২০১১  রাত ৮:৪৩
রবিউল হোসেইন বলেছেন: ধূর মিয়া ভাবলাম বিয়ে-শাদির দাওয়াত নিয়া আইছেন  
   
   
   
 
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৪৫
০৭ ই মে, ২০১১  রাত ৮:৪৫
পয়গম্বর বলেছেন: না রে ভাই, ক্যামেরা কিনোনের নিয়্যত নিয়া আইছি।   
 
১৬|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৫০
০৭ ই মে, ২০১১  রাত ৮:৫০
বোরহান উদদীন বলেছেন: আপনার লিখটা ভালই লাগল তাই + প্রিয়তে।
  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৫৪
০৭ ই মে, ২০১১  রাত ৮:৫৪
পয়গম্বর বলেছেন: ভাইজান, প্রিয়তে নিছেন ভালো কথা, কিন্তু ক্যামেরার কোন খবরতো কইলেন না  
   
   ।
 ।
১৭|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৫১
০৭ ই মে, ২০১১  রাত ৮:৫১
পয়গম্বর বলেছেন: অজানা এক পথিক ভাইয়ের সাইটটা খুবই হেল্পফুল। এই কমপ্যারিজনটা ভাল লেগেছে।
১৮|  ০৭ ই মে, ২০১১  রাত ৮:৫৮
০৭ ই মে, ২০১১  রাত ৮:৫৮
অনিক আহসান বলেছেন: দূর মিয়া আমি ভাবলাম আপনে অ্যামেরিকা যাইতে রাজি হইছেন .....
  ০৭ ই মে, ২০১১  রাত ৯:০০
০৭ ই মে, ২০১১  রাত ৯:০০
পয়গম্বর বলেছেন: আমরিকা গেলে কি ফিরিতে একটা ক্যামরা পামু?   
   
 
১৯|  ০৭ ই মে, ২০১১  রাত ৯:০২
০৭ ই মে, ২০১১  রাত ৯:০২
নাজমুল ইসলাম মকবুল বলেছেন: 
আপনি বিয়ে ঠিক করেন।
শালা শালী না দিলেও
আমরা সামুর বন্ধুরা মিলে আপনাকে 
এক্কেবারে ঝলমলে মডেলের ক্যামেরা উপহার দেবার 
প্রতিক্ষায়.....................................
  ০৭ ই মে, ২০১১  রাত ৯:০৭
০৭ ই মে, ২০১১  রাত ৯:০৭
পয়গম্বর বলেছেন: সত্য কইতাছেন ?   আমি রাজী  :#> কিন্তু শর্ত হইলো আগে আমারে ক্যামেরাটা দিয়া দিতে হইবো।
 আমি রাজী  :#> কিন্তু শর্ত হইলো আগে আমারে ক্যামেরাটা দিয়া দিতে হইবো।  
২০|  ০৭ ই মে, ২০১১  রাত ৯:০৮
০৭ ই মে, ২০১১  রাত ৯:০৮
সুমন রাজশাহী বলেছেন: পরে খুব মজা লাগল......আপনাকে ধন্যবাদ।
  ০৭ ই মে, ২০১১  রাত ৯:১০
০৭ ই মে, ২০১১  রাত ৯:১০
পয়গম্বর বলেছেন: সুমন ভাই, রাজশাহীর ফজলী আম খাইবার মুঞ্চায়।   
 
২১|  ০৭ ই মে, ২০১১  রাত ৯:১১
০৭ ই মে, ২০১১  রাত ৯:১১
নাজমুল ইসলাম মকবুল বলেছেন: 
বিয়ের কার্ড দেন
আমরা ক্যামেরা নিয়ে আসবো ছবি তুলতে.............................................
  ০৭ ই মে, ২০১১  রাত ৯:১৯
০৭ ই মে, ২০১১  রাত ৯:১৯
পয়গম্বর বলেছেন: আপ্নে আগে আমার ক্যামেরা দ্যান। ক্যামেরা ছাড়া আমি এক পা-ও লড়তাছিনা।   এইটাই আমার শ্যাষ কথা, খেলা ফাইনাল এণ্ড দ্যা গেইম ইজ ইয়েট টু ওভার।
  এইটাই আমার শ্যাষ কথা, খেলা ফাইনাল এণ্ড দ্যা গেইম ইজ ইয়েট টু ওভার।   
    
২২|  ০৭ ই মে, ২০১১  রাত ৯:১৯
০৭ ই মে, ২০১১  রাত ৯:১৯
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আপনার লাইগা সত্যিকারের দোয়া প্রার্থি দোয়া পাইবোনা
  ০৭ ই মে, ২০১১  রাত ৯:২৩
০৭ ই মে, ২০১১  রাত ৯:২৩
পয়গম্বর বলেছেন: বেরাদার কি আমারে বদ্দোয়া দিলেন নাকি?   
   দিলে দ্যান, আপত্তি নাই, একটা ভালা চাইয়া DSLR ক্যামেরা কিনবার পারলেই আমি পাংখা...তারপর আমারে আর পায় ক্যাডায়?
 দিলে দ্যান, আপত্তি নাই, একটা ভালা চাইয়া DSLR ক্যামেরা কিনবার পারলেই আমি পাংখা...তারপর আমারে আর পায় ক্যাডায়?   
 
২৩|  ০৭ ই মে, ২০১১  রাত ৯:২৫
০৭ ই মে, ২০১১  রাত ৯:২৫
সাকিন উল আলম ইভান বলেছেন: Dose khailam.....
  ০৭ ই মে, ২০১১  রাত ৯:২৮
০৭ ই মে, ২০১১  রাত ৯:২৮
পয়গম্বর বলেছেন: মাঝে মাঝে খাওয়া স্বাস্থ্যের জন্যে ভাল।   
 
২৪|  ০৭ ই মে, ২০১১  রাত ৯:৩১
০৭ ই মে, ২০১১  রাত ৯:৩১
বিবর্তনের সাক্ষী বলেছেন: শিক্ষানবীষ হিসেবে ৪০,০০০-৫০,০০০ টাকার মধ্যে ক্যামেরা কিনতে চান?
মিয়া, আপনার টাকা পয়সা নয়-ছয় করার শখ চাপছে দেখি।  
 
  ০৭ ই মে, ২০১১  রাত ৯:৪৩
০৭ ই মে, ২০১১  রাত ৯:৪৩
পয়গম্বর বলেছেন: ভাই, খেপেন ক্যান? গরীব হইছি বইলা কি এট্টু স্বাদ-আহ্লাদ আমগো নাই নাকি?   
   
 
২৫|  ০৭ ই মে, ২০১১  রাত ৯:৫৪
০৭ ই মে, ২০১১  রাত ৯:৫৪
নীরব 009 বলেছেন: বিয়া করা তো ভালু।  
   
   
   পাষাণ হতে যামু ক্যা?
 পাষাণ হতে যামু ক্যা?  
   
   
   
   
 
  ০৭ ই মে, ২০১১  রাত ১০:০৮
০৭ ই মে, ২০১১  রাত ১০:০৮
পয়গম্বর বলেছেন:   
   
   :#>
  :#> 
২৬|  ০৮ ই মে, ২০১১  রাত ২:৫২
০৮ ই মে, ২০১১  রাত ২:৫২
Veja_kak বলেছেন: আগাম বুক দিলাম ভাইজান, মাঝে মাঝে নিমু ক্যামেরাডা   
   
 
  ০৮ ই মে, ২০১১  সকাল ৯:০৮
০৮ ই মে, ২০১১  সকাল ৯:০৮
পয়গম্বর বলেছেন: এইডা কি কইলা? ক্যামেরাই তো অহনো কিনবার পারলাম না  ।
 ।
২৭|  ১২ ই মে, ২০১১  সকাল ১০:০৯
১২ ই মে, ২০১১  সকাল ১০:০৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন ! নতুন জীবন সাথী এসেছে??   
   
 
  ১২ ই মে, ২০১১  সকাল ১০:১২
১২ ই মে, ২০১১  সকাল ১০:১২
পয়গম্বর বলেছেন: এখনও আসেনাই। অপেক্ষায় আছি আমিও।   
 
২৮|  ০৩ রা জুন, ২০১১  বিকাল ৩:০৩
০৩ রা জুন, ২০১১  বিকাল ৩:০৩
Veja_kak বলেছেন: ভাইজান ক্যামেরা কৈ?   
   
   
   
 
  ০৩ রা জুন, ২০১১  বিকাল ৩:০৬
০৩ রা জুন, ২০১১  বিকাল ৩:০৬
পয়গম্বর বলেছেন: এখনও কিনবার পারিনাই।   
   
   
 
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১১  সন্ধ্যা  ৭:৫৬
০৭ ই মে, ২০১১  সন্ধ্যা  ৭:৫৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হা হা হা, যেভাবে শুরু করেছিলেন ক্যামেরা বিষয়ে কিছুই বুঝিনা।
  ক্যামেরা বিষয়ে কিছুই বুঝিনা।  তবে ব্লগে চমৎকার কিছু ব্লগার আছেন যারা আপনাকে অবশ্যই সুপরামর্শ দিতে পারবেন।
 তবে ব্লগে চমৎকার কিছু ব্লগার আছেন যারা আপনাকে অবশ্যই সুপরামর্শ দিতে পারবেন।

নতুন অধ্যায়ের জন্য অগ্রীম শুভকামনা