![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost
শেরপুরের আশেপাশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে গজনী এবং লাউচাপড়া অনেক আগেই দেখা হয়েছে আমার। গজনী পড়েছে শেরপুরের মধ্যেই। আর লাউচাপড়া জায়গাটি আসলে জামালপুরের বকশীগঞ্জ-এ অবস্থিত। দেখার বাকী ছিল শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত মধুটিলা ইকোপার্ক। এবার সেটিও ঘুরে এলাম গত ২৬ জুলাই।
মধুটিলায় ঢোকার প্রবেশমুখে
মধুটিলায় ঢোকার সময়
মধুটিলা ইকোপার্ক মূলত: একটি পিকনিক স্পট। শেরপুর শহর থেকে মাত্র ৩৬ কিলোমিটার দূরে এই মধুটিলাতে ছোট ছোট অনেকগুলো পাহাড়ী টিলা রয়েছে। চারিদিকে এখন সবুজের সমারোহ। খুব একটা মানুষ-জন দেখলামনা। এ সময়টি পিকনিকের জন্যে খুব একটা উপযোগী নয়। কিন্তু পিকনিকের সিজনে এখানে দলে দলে লোকজনের সমাগম ঘটে।
পাহাড়ী টিলা থেকে নামার জন্যে সিঁড়ি
চারিদিকে সবুজের সমারোহ।
গেস্টহাউজ
মধুটিলার লেক
মধুটিলাতে গাড়ি নিয়ে ঢুকতে হলে ১২০ টাকা দিয়ে প্রথমে টিকেট কাটতে হবে। এর ভিতরে রয়েছে ছোট একটি চিড়িয়াখানা। আর রয়েছে অসম্ভব সুন্দর একটি কৃত্রিম লেক এবং একটি সুউচ্চ ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে দূরবীণ দিয়ে দূরে ভারতের বেইস ক্যাম্প দেখতে পাবেন।
দূরবীণ দিয়ে দূরে ভারতীয় বেইজ ক্যাম্প দেখছেন পর্যটকরা
দূরে ভারতীয় বর্ডার
পাহাড়ী টিলাগুলো বেয়ে ওঠা এবং নামার জন্যে সিঁড়ি রয়েছে। সব সময় সাথে ক্যামেরা থাকলেও এবার যেটা বড় ভুল হয়েছে, ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি। কাজেই মোবাইলের ক্যামেরাই ছিল ভরসা। তাই খুব একটা ভালো মানের ছবি তুলতে পারিনি বলে মনটা খারাপ হয়েছে।
ওয়াচ টাওয়ার
টিলার উপরে ইট বিছানো রাস্তা
ওয়াচটাওয়ারের উপর থেকে দেখা দৃশ্য
ওয়াচটাওয়ারের উপর থেকে তোলা ছবি
ওই দূরে ভারতীয় সীমানা
মধুটিলা পিকনিক স্পটের একেবারে ভেতরের বড় গেস্টহাউজটির ভাড়া পড়বে দৈনিক ৪৫০০ টাকা। আর ছোট ছোট পিকনিক স্পটগুলোর ভাড়া দৈনিক ৬৫০ টাকা। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত থাকতে পারবেন এখানে। সপ্তাহে সাতদিন খোলা। পিকনিক স্পট ভাড়া নেবার জন্যে যোগাযোগ করতে পারেন জনাব এনায়েত সাহেবের সাথে যিনি এখানকার রেঞ্জ অফিসার। তাঁর ফোন নম্বরটি হলো: ০১৭১২২৭২০২৪।
ভেতরের বড় গেস্টহাউজটি
লেকের ওপরের দর্শনীয় ব্রীজ
ব্রীজ থেকে দেখা লেক
কিভাবে যাবেন: শেরপুর শহর পর্যন্ত যেতে সাধারনত ঢাকা-ময়মনসিংহ রুটই ভালো। তবে এখন এই রুটে ভয়াবহ জ্যাম। জ্যামের কারণ হলো রাস্তা ঠিক করা হচ্ছে। তাই ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে শেরপুর যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই রুটে নিজস্ব গাড়িতে সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে। আবার দুপুর ১.১০ মিনিটে মহাখালীর টাঙ্গাইল বাসস্ট্যাণ্ড থেকে শেরপুরের উদ্দেশ্যে ’এসি সুপার’ বাসে’ও যেতে পারেন। দুপুর ২.৩০ এ রয়েছে ’এসি ডিলাক্স’। জনপ্রতি ২৫০/= টাকা করে ভাড়া। এসি ডিলাক্স বাসের সিট বুকিং-এর জন্যে জনাব মোস্তাক-কে ফোন দিতে পারেন এই নম্বরে: ০১৭৩৪১৯০৬৬৫।
শেরপুর শহরে থাকতে হলে: পিকনিকের জন্যে যদি যেতে চান, তাহলে খুব ভোরে রওনা দিয়ে দুপুর নাগাদ মধুটিলা পৌঁছাতে পারেন। তবে এক্ষেত্রে জার্নির ধকলটা বেশি পড়বে। তাই শেরপুর শহরে '’হোটেল সম্পদ’'-এ কাটাতে পারেন এক রাত। ’হোটেল সম্পদ’-এর নম্বর: ০১৭১৮২৯০৪৪৭।
শেরপুর শহর থেকে যদি গাড়ি ভাড়া করতে চান: হযরত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রেন্ট-এ কার-এর জন্যে। ফোন: ০১৭১৪৯৯০৩৪৭। অথবা সুমন ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন: ০১৭৩৪১৮৩০৩৫।
আমার অন্যান্য ভ্রমণকাহিনীগুলো পড়ার জন্যে এখানে ক্লিক করুন।
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
পয়গম্বর বলেছেন: আপনাকেও ধন্যবাদ জনাব।
২| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১১:১৪
তুহিণ বলেছেন: Very informative. Thanks!! brother.
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪৯
পয়গম্বর বলেছেন: ওয়েলকাম।
৩| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১১:২৫
হেডস্যার বলেছেন:
দারুন।
যাইতে মন চায় কিন্তু অফিসের অত্যাচারে .............
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫০
পয়গম্বর বলেছেন: অফিস ম্যানেজ করা শিখতে হবে।
৪| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১১:৩২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Sundor post e plus.ami oidiker alakar manus.sotobela thk onkbar jaoa hoyese.kintu namta jotodur jani MODHUTILA hbe.
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৯
পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১১:৩২
রেজোওয়ানা বলেছেন: গজনী দেখেছি, মধুটিলায় যাওয়া হয়নি কখনো। ভাল লাগলো পোস্টটা, তবে ছবি দেখে মনে হচ্ছে তেমন গুছানো না, আসলেও কি তাই?
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৮
পয়গম্বর বলেছেন: ক্যামেরা ছিলনা বলে মোবাইলের ক্যামেরাতেই ছবিগুলো তুলতে হয়েছে। তাই, আশানুরূপ ছবি দিতে পারলামনা।
৬| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১১:৩৭
রােশদ সুলতান তপু বলেছেন: খুব ভাল লাগলো- আপডেট-এর অপেক্ষায় রইলাম আপনার নতুন কোন ভ্রমণের। গজনী আর লাউচাপড়া গেছি ময়মনসিংহে থাকার সময় কিন্তু এই জায়গাটাতে যাওয়া হয়নি।
তবে একটা ছোট্ট ভুল চোখে পড়লো- জায়গাটার নাম মধুটিলা- মধুরটিলা নয়। পার্কের গেটের ছবিটা লক্ষ্য করুন।
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
পয়গম্বর বলেছেন: এক্ষুণি এডিট করে দিচ্ছি।
৭| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১২:১৯
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Offseason e modhutila onnorokom sundor.gajini to puratai artificial.jete paren.@REJUPU
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৬
পয়গম্বর বলেছেন: ঠিক বলেছেন, গজনীর থেকে আমার মধুটিলা বেশি ভালো লেগেছে। কারণ এখানে পিকনিক পার্টি লোকজনদের হাউকাউ নেই। (অন্তত: আমি যখন গিয়েছি, তখন ছিলনা)
৮| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১:৫৪
রুমেল০৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপ্নাকে।আমার নিজের বাড়ি শেরপুর জেলায়।ছোটবেলা থেকেই অনেকবার গিয়েছি জায়গুলোতে।যতবারই যাই ততবারই ভালো লাগে।আগে অনেক ঘন বন ছিলো ।এখন নেই ।তবুও যতটুকু আছে অনেক সুন্দর।আমার কাছে কিছু ছবি আছে, মোবাইলের ক্যামেরায় তোলা।
শেয়ার করলাম।আবারো ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
পয়গম্বর বলেছেন: ছবিগুলো কিন্তু অসাধারণ!
৯| ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০১
রিফাত হোসেন বলেছেন: সাহেব কি পার্ক দেখালেন ?
গাছ আর খোলা মাঠ আর টিলা ছাড়া তো কিছুই দেখলাম না ।
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৪
পয়গম্বর বলেছেন: ভাই, সাথে ক্যামেরা না থাকাতে সুন্দর ছবি তুলতে পারি নাই। নিজের চোখে দেখলে বুঝতেন, অসাধারণ একটি জায়গা।
১০| ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৯
কাউসার রুশো বলেছেন: সুন্দর পার্ক
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
পয়গম্বর বলেছেন: ধন্যবাদ রুশো ভাই।
১১| ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৩
আর.এইচ.সুমন বলেছেন: ভাল লাগলো যেখানে যেখানে যাবো ভবিষ্যতে তার তালিকায় উঠিয়ে রাখলাম
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
পয়গম্বর বলেছেন: আমার সৌভাগ্য।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪
শেরপুর মেইল বলেছেন: শেরপুরের সব খবর আপডেট পেতে ভিসিট করুন http://sherpurmail24.net
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১১ সকাল ১০:৫৮
পাগলমন২০১১ বলেছেন: দৃশ্য গুলো সুন্দর কিন্তু ছবি গুলো ঝাপসার কারণে ভাল দেখাচ্ছে না।তবুও ধন্যবাদ শেয়ারের জন্য।