![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost
গত পর্বের পর ...
'কিলার ওয়েল অ্যাণ্ড ডলফিন শো' দেখার পর দুপুর দুইটায় শুরু হলো 'টপ ডেক ডলফিন শো'। আগের শো'টির মতোই এখানেও গানের তালে তালে ডলফিনগুলো ট্রেইনারের নির্দেশমতো খেলা দেখালো।
তবে সত্যি বলতেকি, 'কিলার ওয়েল অ্যাণ্ড ডলফিন শো' এর মতো এই শো টি ততটা আমার কাছে উপভোগ্য হয়নি। এখানে অনেক ডলফিনকে নির্দেশ দিলেও তারা ঠিকমতো তা অনুসরণ করেনি। আর ট্রেইনাররা এখানে নিজে পানিতে নামেনি। আসুন দেখে নেই এই শো এর কিছু ছবি:
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
এরপর সি-অ্যাকুরিয়ামের পার্কের ভেতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। কারণ পরবর্তী 'ফ্লিপার ডলফিন' শো শুরু হবে দুপুর তিনটায়।
১.
২.
৩.
৪.
এখানে শার্ক-কে খাওয়ানো হচ্ছে। পানি অত্যধিক ঘোলাটে হওয়ায় ছবিতে শার্কগুলোকে বোঝা যাচ্ছেনা।
১.
২.
এরপর চললাম 'ফ্লিপার ডলফিন' শো দেখার উদ্দেশ্যে
'ফ্লিপার ডলফিন' শো দেখার পথে
'ফ্লিপার ডলফিন' শো এর ছবিগুলো দেখে নেই তাহলে:
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১.
২২.
২৩.
২৪.
২৫.
২৬.
২৭.
এই ফ্লিপার ডলফিনকে নিয়েই সত্য ঘটনা অবলম্বনে 'ফ্লিপার' মুভিটি তৈরি করা হয়েছিল।
পর্ব ৩
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫২
পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জটিল! চলুক, সাথেই আছি। বাকি পর্বগুলো সব পড়ে ফেললাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
পয়গম্বর বলেছেন: ব্লগে সাথে থাকার জন্যে ধন্যবাদ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০
সোহানী বলেছেন: নাহ্..... এভাবে চলা যায় না... এই কর্পোরেট লাইফের মাঝে নীল পানি.... ধূর আপনি আর বোকা মানুষ (http://www.somewhereinblog.net/blog/hasras80) ডুবালেন.... ++++++
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০
পয়গম্বর বলেছেন: কর্পোরেট লাইফের মাঝেই নীল পানি দেখার সময় করে নিতে হবে। জীবনটা অনেক সংক্ষিপ্ত কিন্তু পৃথিবীতে দেখার আছে অনেক কিছু। ভুল বললাম কিছু সোহানী?
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯
আমি ইহতিব বলেছেন: কিলারওয়েল ডলফিন শো এর সাথে ফ্লিপার শো এর পার্থক্য কি ছিলো?
টপ ডেক শোতে নীল পানির সৌন্দর্য্য মুগ্ধ করেছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬
পয়গম্বর বলেছেন: কিলার ওয়েল অ্যাণ্ড ডলফিন শো -এর মূল আকর্ষণ ছিল বিশালাকৃতির কিলার ওয়েল 'ললিতা'। ললিতার সাথে ছোট-খাট সাইজের ৬-৭ টা ডলফিন ছিল যারাও ওই শোতে অংশ নিয়েছিল। কিন্তু ওই ডলফিনগুলো 'ফ্লিপার' প্রজাতির ছিলনা।
আর 'ফ্লিপার' ডলফিন শো'-তে শুধুমাত্র ফ্লিপার প্রজাতির ডলফিনগুলো অংশ নিয়েছিল। এর মাঝে ''ফ্লিপার' মুভিটা যে ডলফিনকে নিয়ে করা হয়েছে, সেই 'ফ্লিপার' ডলফিনটাও ছিল। (ব্লগের ১৪ এবং ১৫ নম্বর ছবিতে এই ডলফিনটা দড়ির ওপর দিয়ে সর্বোচ্চ উচ্চতায় লাফ দিচ্ছে।)
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছবিগুলো ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৯
পয়গম্বর বলেছেন: Thanks.
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
ভালো থাকবেন