নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো---ছোঁও--- সম্পূর্ণ পাথর হয়ে গেছি কিনা দেখো।

স্পর্শিয়া

স্পর্শিয়া › বিস্তারিত পোস্টঃ

আড়ালচারী

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫


স্পর্শের বাইরে
স্পর্শহীন
একাকী জীবন,
একাকী দিন,
এক একটি দীর্ঘ নিদ্রাহীন রাত।

কেটে যায়
দেওয়াল ঘড়ির টিক টিক নিসঙ্গতা
বাথরুমের কলে টিপ টিপ জলতান
একঘেয়ে, দূর্বিসহ, নিশ্চুপ,
প্রতীক্ষায় প্রতীক্ষীত মুহুর্ত, বয়ে যায়।

অথচ
আমারও তো ছিলো
উজ্জল রোদ্দুর
উচ্ছল দুপুর
মুঠোফোনে কেটে যাওয়া বিকেল।

আমার ছিলো
একটি ধনেশ পাখি,
একটি কথা বলা তোতা,
একটি আদুরে বেড়াল,
সর্ষে বনে উড়ে বেড়ানো নীল প্রজাপতিরা।

হঠাৎ
বজ্রপাত,
বজ্রাহত শস্যক্ষেত্র
মৃত্যুর সময়, তার কন্ঠে ছিলো
একটি সোনালী প্রজাপতি, মিনা করা নীল রঙ ,
বুকের ভেতরে ছিলো সবুজ রঙ বাকরুদ্ধা তোতা।


জীবন্মৃতার দিন কাটে আজ বন্ধ দরজার আড়ালে।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৩

উধাও ভাবুক বলেছেন: জীবন্মৃতার দিন কাটে আজ বন্ধ দরজার আড়ালে.।

শুভকামনা রইল।

০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্য ব্লগিং এ

০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮

এক অন্ধ কবি বলেছেন: কঠিন কথা

০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

স্পর্শিয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:০৬

নস্টালজিক বলেছেন: বিষাদের আবহ। সুন্দর প্রচেষ্টা।

শুভকামনা, স্পর্শিয়া।

ভালো থাকুন নিরন্তর।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬

স্পর্শিয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৮

শিক্ষীত বেকার বলেছেন: লেখাটা অনেক ভাল লাগলো ।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

স্পর্শিয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫

রেজাউল করীম বলেছেন: জীবন্মৃতার দিন কাটে আজ বন্ধ দরজার আড়ালে। ভাল লাগল। শুভকামনা জানবেন। ভাল থাকুন স্পর্শিয়া।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ রেজাউল করিম।

৭| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০

হাছান রকি বলেছেন: জীবন্মৃতার দিন কাটে আজ বন্ধ দরজার আড়ালে।। দারুণ বলেছেন ।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১

স্পর্শিয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ হাছান রকি।

৮| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন খারাপ করা কবিতা !
কাব্যে বিষাদের ছায়া !
জলতান শব্দটার সাথে প্রথম পরিচিত হলাম , কবির সাথেও ।
আপনাকে অভিনন্দন কবি !!!!

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৬

দীপংকর চন্দ বলেছেন: অথচ
আমারও তো ছিলো
উজ্জল রোদ্দুর
উচ্ছল দুপুর
মুঠোফোনে কেটে যাওয়া বিকেল।


বিবর্ণ চিত্র তবু সুন্দর!!

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৮

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লাগছে।
জীবন্মৃতার দিন কাটে আজ বন্ধ দরজার
আড়ালে।

নিরন্তর শুভকামনা

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩

আলোরিকা বলেছেন: Our sweetest songs are those that tell of saddest thought - Percy Bysshe Shelly :)

অনেক শুভ কামনা ।

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ আলোরিকা।

১২| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে। স্পর্শহীন আড়ালচারীর জীবনে নতুন প্রজাপতি উড়ে আসুক, এই কামনায়....

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

স্পর্শিয়া বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

নিস্তব্ধ অনুভূতি বলেছেন: ভালো লাগলো

১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর :)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ তামান্না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.