নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন যেন এক শুকনো পাতার মত
বই এর পাতার ভাঁজে রেখে দেওয়া
গোলাপ পাপড়ি বা লেবুপাতা,
ক্রমশ হারানো সজীবতা
ক্ষীন সুবাসিত ঘ্রান।
কখনও বা হেমন্তের ঝরাপাতার মর্মর
ধ্বনী ওঠে গোঙ্গানীর মত,
গুমরে কাঁদে
অনির্বার অভিশম্পাৎ।
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৬
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৪
কাবিল বলেছেন: সুন্দর।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৫:২২
চাঁদগাজী বলেছেন:
বিয়ের উপর ফুল, ছবি দেখেই আমি আনন্দিত; কি লিখেছেন, তা পরের ব্যাপার।
১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮
স্পর্শিয়া বলেছেন: বই এর উপর ছবিটা সুন্দর। ধন্যবাদ চাঁদগাজী।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
টাইপো " বিয়ের উপর "
হবে, "বইয়ের উপর"
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ
৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
সাহসী সন্তান বলেছেন: শুধু আপনার জীবন না, সবার জীবনই শুকনো পাতার মত! একটু আঘাত লাগলে মচমচ শব্দ তুলে ভেঙে যায়! কবিতা ভাল লাগছে!
আমার নিজের ব্লগে ক্লিক করে দেখলাম, আপনি আমার ব্লগ বাড়িতে ঘুরতে গেছিলেন! তাই আমিও আপনার ব্লগে ঘুরে সেটাকে শোধ করে দিলাম!
ধন্যবাদ জানবেন!
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০
স্পর্শিয়া বলেছেন: ব্লগে ঘুরে বুঝি রীণ শোধ দিতে হয়? শিখে রাখলাম।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮
সাহসী সন্তান বলেছেন: না দিলেও চলে তবে দিলে ভাল! তাহলে একজন ব্লগারের সাথে আর একজন ব্লগারের মধ্যের সম্পর্কটা আরো গাঢ় হয়! আমি বেঁচে থাকতে থাকতে এসব গুলো শিখে রাখেন! কারন শেখার কোন শেষ নেই!
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬
স্পর্শিয়া বলেছেন: আপনি কি দ্রুত মারা যাচ্ছেন?
মরা নিয়ে মজা করবেন না। বেঁচে থেকেও মরে যাবার কষ্ট আপনি জানেন না আর তাই এত সহজেই বলে ফেললেন।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১০
নিখরতাবিক বলেছেন: তোমার জীবন এক শুকনো পাতার মত
মর-মর ধ্বনি অবরিত।
যেন কড়ির পাতা ঝরে পরা
সবুজ পাতার আনন্দে।
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬
স্পর্শিয়া বলেছেন: দারুন হলো। ধন্যবাদ নিখরতাবিক।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২২
রুদ্র জাহেদ বলেছেন: জীবনটা হয়ত তাই। ভাঙাগড়ার ভেতর দিয়েই যায়। কবিতা ভালো লাগছে
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭
স্পর্শিয়া বলেছেন: জীবন জীবনের মতই। এক সেকেন্ড আগেও জানা যাবেনা পরবর্তী সেকেন্ডে কি হতে চলেছে এই জীবনে। ধন্যবাদ রুদ্র।
৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৮
তামান্না তাবাসসুম বলেছেন: শুভকামনা
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৮
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২
ভ্রমরের ডানা বলেছেন: বেশ সুন্দর কবিতা।
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।
১১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কবিতা। ভাল থাকা হোক অনেক।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০
খায়রুল আহসান বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা। শুভকামনা রইলো।
"অনির্বার" কথাটার মানে কি?
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১
চিলেকোঠার চঁড়ুই বলেছেন: এত্ত ছোট...
বড় বড় লেখকদের কাছে বড়বড় পোস্ট চাই।শুভকামনা।
১৪| ১০ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: কোন অভিধানে "অনির্বার" কথাটার মানে খুঁজে পেলাম না। বোধকরি, শব্দটি অশুদ্ধভাবে উল্লেখিত; সঠিক শব্দটি হবে "অনিবার" অথবা "অনির্বাণ"।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৩
দীপংকর চন্দ বলেছেন: বিষাদ!!!
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।