নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

হান্টিং দ্যা হান্টার

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

গত বছর রোজার ঈদের সময়কার কথা - মাথায় ভূত চাপলো হালকা পানি তো অনেক খাইলাম এবার ভারি পানি খাবো । যেই ভাবা সেই কাজ , দুইজন মিলে গেলাম একটা দোকানে (কনফেকশনারির দোকান কিন্তু লুকাইয়া মালপানি বেচে ।) "আঙ্কেল একটা বিয়ার দেন তো ।" দোকানদার এমনে ট্যারা চোঁখে তাকাল যেন আমরা ৬ বছরের শিশু ফানটা কিনতে যাইয়া ভুলে বিয়ার চেয়ে ফেলেছি । যাই হোক একটু পর একটা রঙচঙা ক্যান বের করে দিল , হাতে নিয়ে দেখলাম একটা এনার্জি ড্রিংকস । দোকানদারকে বললাম এর চেয়ে ভারি কিছু নাই ?? দোকানদার এবার আমারে দোকানের একটু ভিতরের দিকে নিয়ে গেল । হাতে ধরায়ে দিল যমুনা গ্রুপের হান্টারের ক্যান । দোকানদার বলল নিয়া যাও ৪% এলকোহল আছে । আমিও কিনে নিয়ে হাটা ধরলাম আস্তানার দিকে । ৬ জন মিলে অনেকটা কাড়াকাড়ি করেই শেষ করেছিলাম ।



এতক্ষন ধরে সেই দেড় বছর আগের কাহিনীর প্যাচাল পাড়লাম তার কারন হল সাম্প্রতিক কিছু দৈনিক পত্রিকাতে হান্টার বিষয়ে লেখালেখি নিয়ে যে তোলপাড় হচ্ছে সেটা পড়ে অতিমাত্রায় অবাক হলাম । এখন বুঝতে পারছি দোকানদার কেন আমাকে দোকানের চিপায় নিয়ে গেছিল । ৪ শতাংশের স্থানে ১২ শতাংশ ! খারাপ না । :D :D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.