নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকতাড়ুয়া

স্পাউট রক

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

স্পাউট রক › বিস্তারিত পোস্টঃ

একদিনের সম্মান , প্রতিদিনের লজ্জা ।

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩

আসছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস । নিঃসন্দেহে নারী জাতির প্রতি সম্মান জানানোর একটি উপযুক্ত দিন । তাই বলে বলছি না যে অন্যান্য দিন সম্মান করা যাবে না । অবশ্যয় সম্মান করতে হবে , সকল প্রকার নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে , সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করে বৈষম্য দূর করতে হবে । এটা সকলের নৈতিক দায়িত্ব ।



কিন্তু কথা হচ্ছে এটা না । যেটা বলতে এতগুলো ভূমিকা করলাম তা হল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে QUBEE এক আজব ইভেন্টের আয়োজন করেছে । নাম দিয়েছে 'March in her heels.' এই ইভেন্টে পুরুষরা নারীদের মত হিল স্যান্ডেল পরে হাঁটবে নারীদের সম্মান জানাতে এবং অন্যায়ের প্রতিবাদ স্বরূপ স্বাধীকার প্রতিষ্ঠা করতে । স্লোগান হবে 'No tolarance to violence against women.'



নারীদেরকে সম্মান জানানোর আর কোনো উপায় কি নেই ? নারীদেরকে সম্মান জানাতে একদিনের জন্য হিজড়া হতে হবে ? শুধু হিল পরানোর দরকার কি ? হিলের সাথে ছেলেদেরকে বিকিনি পরে রাস্তায় নামিয়ে দিলেই তো হয় । আমরা আমরা ই তো । অর্ধ হিজড়া হওয়ার চেয়ে পূর্ন হিজড়া হওয়া ভালো , তাই নয় কি ?



যে সমস্ত প্রতিষ্ঠান অন্যায়ের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির নামে সংস্কৃতিকে হিজড়া বানিয়ে দিচ্ছে আসুন সেই সমস্ত সংগঠনের ইভেন্টকে না বলি । একদিনের হিজড়া না হয়ে আসুন একদিনের জন্য নারী সমর্থনবাদী হই এবং সমঅধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হই ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ বিষয়টি নজরে আনার জন্য। আমি ও আপনার সাথে সহমত পোষন করছি।

২| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯

স্পাউট রক বলেছেন: ধন্যবাদ আপু

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬

নীল জোসনা বলেছেন: আজিব তামাশা !!!

ইভেন্ট আয়োজক দের দুইখানা করিয়া হিলের বাড়ি ......... কইষা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.