![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
স্যাডনেস ইজ , যখন নিজের দেশের স্বনামধন্য দৈনিক পত্রিকা বড় বড় করে নিউজ দেয় ''দুটি অস্কার , দুটি গ্রামী , ন্যাশনাল অ্যাওয়ার্ড ও ১৫ টি ফিল্ম ফেয়ার জয়ী শিল্পী এ আর রহমানের গান শোনার জন্য গতকাল শ্রোতার ঢল নেমেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ।''
নিউজে কি দিতে পারত না যে এল আর বি কিংবা অর্নবের গান শুনতে প্রচুর জনতা কাল ভিড় করেছিল স্টেডিয়ামে ? নিন্দা জানাই এসমস্ত সাংবাদিক নামের সমাজকর্মীদের যারা কিনা আমাদের আমিত্ব এবং সংস্কৃতিকে বিকৃত এবং ভুল ভাবে পরিবেশন করে যাচ্ছে দিনের পর দিন ।
আমাদের কি গর্ব বোধ করা উচিত এটা ভেবে যে একজন অস্কারজয়ী শিল্পী আমাদের মঞ্চে গান গেয়ে গেছেন ? নাকি লজ্জ্বিত হওয়া উচিত এটা ভেবে যে আমাদের দেশের নামকরা এবং জনপ্রিয় শিল্পীরা সমস্ত শ্রোতার হৃদয় জয় করেও থেকে গেছেন আন ক্রেডিটেড , পর্দার আড়ালে !!
©somewhere in net ltd.