![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
ভারতীয় জনতা পার্টি বা বিজেপির
অন্যতম শীর্ষ নেতা সুব্রাহ্মনিয়ম
স্বামী বাংলাদেশের কাছে এক
তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেছেন ।
তিনি বলেছেন, খুলনা থেকে সিলেট
পর্যন্ত সমান্তরাল
রেখা টেনে এই জমি ভারতের
হাতে ছেড়ে দিক বাংলাদেশ ।
সাম্প্রদায়িক দল বিজেপির এই
শীর্ষ নেতার যুক্তি হলো, দেশ
ভাগের পর অধুনা বাংলাদেশ
থেকে এক তৃতীয়াংশ মুসলমান
ভারতে অনুপ্রবেশ করেছে । তাদের
ফিরিয়ে নিতে হবে বাংলাদেশকে ।
অন্যথায় এসব মুসলমানের
সংস্থাপনের জন্য
বাংলাদেশকে এক তৃতীয়াংশ ভূখণ্ড
জমি ছাড়তে হবে ঢাকাকে। আজ
শনিবার আসামের শিলচর
থেকে প্রকাশিত বাংলা দৈনিক
সাময়িক প্রসঙ্গ এ খবর দিয়েছে।
পত্রিকাটির
প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর
যুক্তি হলো-সৌদি আরব, কুয়েত,
কাতারসহ বিশ্বের যেসব
দেশে মুসলমানদের সংখ্যাধিক্য
সেখানে হিন্দুরা মৌলিক অধিকার
থেকে বঞ্চিত।
এমনকি প্রকাশ্যে ধর্ম পালনেরও
অধিকার নেই তাদের। একমাত্র
ভারতেই যেহেতু
হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাই এই
দেশ ধর্মনিরপেক্ষ।
ফলে সীমান্তপার (বাংলাদেশ)
অনুপ্রবেশ সম্পর্কে সতর্ক
থাকা প্রয়োজন।
সাময়িক প্রসঙ্গের
প্রতিবেদনে বলা হয়েছে, বৃটেনের
হাউজ অব কমন্সে ১৯৪৭ এর
জুনে ভারতের দেশভাগ
নিয়ে বিতর্ক এবং ইন্ডিয়ান
ইন্ডিপেনডেন্স অ্যাক্ট এর
মৌলিক প্রসঙ্গ
টেনে যে তত্ত্বের যুক্তিজাল
এদিন সামনে রাখলেন স্বামী, এক
কথায় তার সারমর্ম হলো, মানুষের
বোঝা চাপিয়ে দিলে দিতে হবে জমিও।
সুব্রাহ্মনিয়ম স্বামীর বক্তব্য
হলো, ধর্মের
ভিত্তিতে দ্বিধাবিভক্ত হয়েছিল
ভারত ভূখণ্ড। তাই পাকিস্তান
বা অধুনা বাংলাদেশ থেকে এ
দেশে যেসব মুসলমান অনুপ্রবেশ
করেছে তাদের
ফিরিয়ে নিতে হবে বাংলাদেশকে।
অন্যথায় এদের সংস্থাপনের
জন্য জমি ছাড়তে হবে ঢাকাকে।
স্বামীর মতে, অধুনা বাংলাদেশ
ভূখণ্ড থেকে এক-তৃতীয়াংশ মানুষ
সীমান্ত টপকে ঢুকেছে এ দেশে।
তাই এদের
ফিরিয়ে না নিলে বাংলাদেশকে ছেড়ে দিতে হবে সে দেশের
এক-তৃতীয়াংশ ভূখণ্ড।
স্বামীর প্রস্তাব,
খুলনা থেকে সিলেট
অবধি সমান্তরাল রেখা টেনে এই
জমি ভারতের হাতে ফেরত দিক
বাংলাদেশ।
তবে স্বামী জানিয়েছেন, এ
নিয়ে তিনি এখনো মোদি বা বিজেপির
সঙ্গে কথা বলেননি ঠিকই, কিন্তু
নতুন এই তত্ত্বের
কথা যথাসময়ে দেশের
সংসদে উত্থাপন করবেন।
সংসদে এ নিয়ে বিতর্ক
হওয়া প্রয়োজন
সে কথা তিনি দলীয়
নেতৃত্বকে বুঝিয়ে বলবেন।
সাময়িক প্রসঙ্গের
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার
একদিনের
সফরে গৌহাটিতে পা রেখেছিলেন
স্বামী। উদ্দেশ্য, দলের
নির্বাচনী বাতাস বইয়ে দেওয়া।
কোনো প্রচার সভায় ভাষণ
না দিলেও স্থানীয় বুদ্ধিজীবীদের
সঙ্গে এক আলাপচারিতায় অংশ
নেন তিনি। মুখোমুখি হন
সাংবাদিকদেরও ।
তথ্যসূত্রঃ দৈনিক সাময়িক
প্রসঙ্গ এবং কালের কন্ঠ ।
ভারত লাগাইছে টা কি ? মগের মুল্লুক নাকি ? ভারত থেকেও তো কত হিন্দু বাংলাদেশে আসে । ওদের ধরে কি বের করে দিসি নাকি আমরা ? নাকি ভোটভিক্ষার নতুন পলিসি ?
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২
ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: দাদারা একটা আবদার করেছে আমাদের হাছিনা দিদি কি তা না মিটিয়ে পারবে। সব দিয়ে দিলাম এটা না দিলে কি আর মান সম্মান থাকে!!
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
নিশাত তাসনিম বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ পাগলরে বলো- ভূটানের কোনা থেকে সমান্তরাণ টেনে পুরা আসাম সহ সীমান্ত সংলগ্ন প্রদেশ বাংলাদেশের ষংগে একীভূত করার জন্য দিল্লির সংসদের আইন পাশ করতে। ঝামেলা চুকে গেল।
এপার ওপারের যত লোক সমস্যা আছে সবাইকে ঐখানে বাংলাদেশ নিজ দায়িত্বে পূর্নবাসন করবে।
শ্লারা আসলেই একেকটা পাড় মাতাল!!!
তাগো দরকার দৌড়ের উপর রাখা নীতি। লৌমারি পাদুয়ার ষ্টাইল!
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: কিছুদিন পর দেশটাও তাদের হয়ে যাবে।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
৫| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
মুদ্দাকির বলেছেন: আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
আহিস তোগোরে দিমুনে !!!!
৬| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিদ্রোহী ভৃগুর সাথে সহমত।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮
স্পাউট রক বলেছেন: ভারত যেমনে হাত লম্বা করতেছে আর কয়দিন পর ভাব দেখাবে যে পুরা এশিয়া ই কিনে নিতে চাইবে ।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩
ইসপাত কঠিন বলেছেন: ঐ শালারে কেউ বলেন এক হাত দিয়ে নিজের পশ্চাৎদেশ ঢেকে রাখতে। আমি আছোলা বাঁশে সরিষার তেল আর বালি মাখায় রাখবো ঐ শালার জন্য।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬
ইসপাত কঠিন বলেছেন: গো-মূত্র খেলে যা হয় আর কি।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩
স্পাউট রক বলেছেন: দাদাবাবুরা জমি ভাগ করে ঠিক ঐ অঁজ পাড়াগাঁয়ের অশিক্ষিত মাতবর দের মত ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ পাগলরে বলো- ভূটানের কোনা থেকে সমান্তরাণ টেনে পুরা আসাম সহ সীমান্ত সংলগ্ন প্রদেশ বাংলাদেশের ষংগে একীভূত করার জন্য দিল্লির সংসদের আইন পাশ করতে। ঝামেলা চুকে গেল।
এপার ওপারের যত লোক সমস্যা আছে সবাইকে ঐখানে বাংলাদেশ নিজ দায়িত্বে পূর্নবাসন করবে।
শ্লারা আসলেই একেকটা পাড় মাতাল!!!
তাগো দরকার দৌড়ের উপর রাখা নীতি। লৌমারি পাদুয়ার ষ্টাইল!