![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই ,যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।
গ্রীষ্মের দাবদাহে পুড়ছে দেশ । তার সাথে যোগ হয়েছে প্রতি গরম কালের নিয়মিত ও অবধারিত যন্ত্রনা লোডশেডিং । উচ্চবিত্তদের জন্য লোডশেডিং অতটা কষ্টের কারন না হলেও মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য তা চরম কষ্টের ।
মাত্র খাওয়া দাওয়া সেরে ঘরে যেয়ে এক ঘন্টা দিবানিদ্রায় যাওয়ার কথা ভাবলেন । ফ্যানের রেগুলেটর টা মোচড় দিয়ে ফুল করে দিয়ে আয়েশ করে বালিশটা টেনে নিয়ে চোখ বুঁজলেন । ১০ মিনিট ও হয়নি , এমন সময় যদি মাথার উপর ঘুরতে থাকা ফ্যান নিশ্চুপ হয়ে ঘোরা বন্ধ করে দেয় তবে কেমন লাগবে ?
আপনার এইচএসসি পরীক্ষা চলছে । সন্ধ্যায় পড়ার টেবিলে বসে গভীর মনোযোগ দিয়ে কেমিস্ট্রির গুরুত্বপূর্ন বিক্রিয়া পড়ছেন । এমন সময় আপনার বইসহ আপনাকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়ে শুরু হল লোডশেডিং । চার্জার লাইট থাকলেও , এই গরমে বসে বসে পড়তে কয়জনের ভালো লাগে ?
টিভিতে গুরুত্বপূর্ন খেলা চলছে । চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলা । খেলার টানটান উত্তেজনা , চরম মূহুর্ত । মিডফিল্ড থেকে কাউন্টার এটাকে যাচ্ছে বার্সেলোনা । বল নিয়ে ছুটছেন মেসি । দুর্দান্ত গতিতে টপকে গেলেন শেষ ডিফেন্ডার কে । এখনই শট করবেন গোলপোষ্ট বরাবর । এমন সময় লোডশেডিং । টিভির সাদা কালো স্ক্রীনের দিকে হা করে তাকিয়ে থাকলেন কিছুক্ষন । ১৫ মিনিট পর কারেন্ট আসলে বুঝতে পারলেন যে ঐ গোলটা হয়নি । উল্টা রোনালদোর কাউন্টার এ্যাটাকে গোল খেয়ে গেছে বার্সা । কেমন লাগবে ব্যাপারটা ?
লোডশেডিং জিনিসটা এখন নিত্যনৈমেত্তিক ব্যাপার হয়ে গেছে । ব্যাপারটা এখন এমন যে মুখে খেতে না চাইলেও , হাতে স্যালাইন ব্যাগ লাগিয়ে দেয়ার মত । নিতেই হবে ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪২
রোজিনা৪০ বলেছেন: আগের দিনের তুলনায় বাংলাদেশে এত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে যে লোডশেডিং ছাড়া কোন কথায় নাই। এখন দেখি শহর বা সিটিতে বিদ্যুৎ থাকে লোডসেডিং হয় কিন্তু কম। আপনি আপনার গ্রামের বা আসে পাশের গ্রামের বাড়িতে একটু খবর নিয়ে দেখুন। ১০ থেকে ১৫ মিনিট বিদ্যুৎ থাকে ২/৩ ঘণ্টা নাই। আমার মনে হয় গ্রামের মানুষ এসি একটু বেশি চালায় এই জন্য বিদ্যুৎ খরচ বেশি লোডশেডিংও বেশি। কুইক রেন্টাল কুইক লুটপাট। ডিজিটাল বাংলাদেশ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯
স্পাউট রক বলেছেন: লোডশেডিং এ যতটুকু কারেন্ট সাপ্লাই বন্ধ থাকে ততটুকু তো আর মিটার ঘোরে না । বিলের টাকা খাওয়ার জন্য ইউনিট প্রতি দাম বাড়িয়েছে এতে লোডশেডিং ঘন ঘন দিলেও প্রবলেম নাই । মিটারে যা উঠবে তাই লাভ
৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১
স্পাউট রক বলেছেন: ভালো বলেছেন @রোজিনা
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাঝখান থেকে প্রতি ইউনিটে ৭ টাকা বিল বাড়ল ফাউ
হায়রে দেশ। হায় প্রশাসন! হায় তুঘলকি সিদ্ধান্ত!!!!!
কুইক রেন্টালে কুইক লুটপাটে কিন্তু কোন লোড শেযারিং নাইক্যা.. খালি ক্যাশ আর ক্যাশ....