![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের মানুষের মনে অফুরন্ত ভালোবাসা। এদের ভালোবাসা নিয়ে ব্যবসা করে গেলেন জাফরউল্লাহ সাব। ভুঙভাঙ করোনা কিত্ বানিয়ে দেশে হুলস্থূল ফেলে দিলেন। তার ভালোবাসার মানুষজন বলতে থাকলো সরকারের অসহযোগিতার ফলে তার কিত্ আলোর মুখ দেখবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে তার কিত্ করোনা সনাক্ত করার জন্য নয়।
বলগার না হয়েও ব্লগারদের নেতা ইমরান হ সরকার। মানুষের ভালোবাসায় তিনি অফুরন্ত পাঞ্জাবি পরিধান করে বাঙ্গাল পাঞ্জাবি নেতা বনে গেছলেন। মন্ত্রীর জামাই হয়ে গেছিলেন কিন্তুক বিধি বাম। তার জন্য পাবলিকের ভালোবাসা বালির বাঁধের মত ধ্বসে গেলো।
পিনাকী ভট্টাচার্য মানুষের চাইতে মোল্লাদের ভালোবাসায় বেশি সিক্ত। বাংলায় নিয়মিত হিন্দুদের সম্পত্তি দখল, মূর্তি ভাঙন ঘটতে দেখলেও পিনাকিরা সুখে থাকেন উল্টা এইসব ঘটনাকে পুঁজি করে বগল বাজাইয়া পেরিসে পিকনিক করেন।
কানাডায় আছে জাস্টিন ট্রুডো আর আমরার আছে জাস্টিন নুরা ভাই। তিনি দেশের সকল সমিস্যা নিয়ে মাথা ঘামান। আওয়াজ তোলেন মাইর খান। হেটাররা অবশ্য বলে তিনি মাইর খাওয়ার নাটক করেন। দূর হ সবই মিছা খতা। তিনি বাংলাদেশের হাল ধরার জন্য নয়া রাজনৈতিক দল গঠন করবেন। সবই ভালোবাসার জন্য। বাংলার পাবলিকের মনে এত ভালোবাসা। কেউ পায় কেউ পায় না।
২| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:২৭
কলাবাগান১ বলেছেন: এই কথাটাই আমি প্রথম থেকেই বলে আসছি যেখানে সিরিজ আকারে আমি পোস্ট করেছি গনস্বাস্হ্য এর কিট নিয়ে। এন্টিবডি কিট দিয়ে করোনাতে কি আপনি এখন আক্রান্ত কিনা সেটা শনাক্ত করা যায় না (সেটার জন্য পিসিআর লাগবে) কিন্তু আগে কখনও আক্রান্ত হয়েছিলেন কিনা সেটা বুঝা যায় ...আর সরকারী টেস্টে সেটাই বলা হয়েছে এবং গনস্বাস্হ্য ও সেটা মেনে নিয়েছে ...
তবে উনাদের এন্টিজেন কিট যদি কাজ করে, তবে সেটা হবে পিসিআর টেস্টের সমান (তবে গনস্বাস্হ্য নিজেই এন্টিজেন টেস্ট বন্ধ রাখার জন্য আবেদন করেছে।
এন্টিবডি কিট দিয়ে যদি বর্তমানে করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা যেত, তাহলে পৃথিবীতে এত শত শত এন্টিবডি কিট থাকতেও কেন কোন দেশ এই কিট কে শনাক্ত কাজে ব্যবহার করছে না????? কেননা এটা দিয়ে শনাক্ত হয় না।
৩| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:১৭
সাহাদাত উদরাজী বলেছেন: এ কেমং চিন্তাং!
৪| ২০ শে জুন, ২০২০ রাত ১২:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: গণস্বাস্থ্য যেরকম আশা করেছিলেন সরকার তাই বলেছে তবে ব্যাপারটাকে নেগেটিভভাবে উপস্থাপন করেছে। সরকারের পিসিআর পদ্ধতি অনেক ভুল ফলাফল দিচ্ছে। গণস্বাস্থ্য এনটিজেন কিটের জন্যও শীঘ্রই আবেদন করবে।
৫| ২০ শে জুন, ২০২০ সকাল ৭:৫৪
বিজন রয় বলেছেন: আপনি যেসব বিষয় তুলে ধরেছেন তা ফেলনা নয়।
৬| ২০ শে জুন, ২০২০ সকাল ৭:৫৫
বিজন রয় বলেছেন: আপনি ৫ বছর পর এখন এসে প্রথম একটি পোস্ট করলেন!!!!
অবাক তো!!
নাকি আগের পোস্ট সব ড্রাফ্ট করেছেন?
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০২০ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: ভালোবাসার কথা বলে শুরু করলেন। অথচ গীবত দিয়ে শেষ করলেন।