নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙের মানুষ

সপ্তম৮৪

রঙের মানুষ

সপ্তম৮৪ › বিস্তারিত পোস্টঃ

খেলা

২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৫

তালিবান / ইউএস:
তালিবানদের আয়ের উৎস বিষয়ক একটা নিউজ থেকে নেয়া

আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পশ্চিমা বাহিনীগুলোর ঘাঁটিতে রসদ সরবরাহের ট্রাকগুলো থেকে তারা চাঁদাবাজি, তাদের ভাষায় কর আদায় করেছে, যার পরিমাণ বছরে কয়েক কোটি ডলার। বিডিনিউজে২৪.কম
গত কুড়ি বছর ধরে এই খেলা চলে এসেছে। সুসজ্জিত সম্মিলিত বাহিনী যদি তালিবানকে কর দিয়ে চলে তাহলে তালিবানের ধংস কিভাবে সম্ভব ।

রোহিঙ্গা /বিশ্ব্যাংক:
বিশ্ব ব্যাংককে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আমাদের এসব টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে কেন? এখানে তাদের জমি কেনার কথা বলা হচ্ছে কেন? এই প্রস্তাবগুলো আপনারা মিয়ানমারকে দেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের এখানে ৯/১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, তাদের মধ্যে তিনশ জনেরও কম আছে যারা গ্রাজুয়েট। তাদের তো সেই দেশেরই পড়াশুনা করার অধিকার নেই। বিশ্বব্যাংক চাইলে মিয়ানমারকে টাকা দিক, সেদেশের রোহিঙ্গাদের পড়াতে।

এই বিষয় দুই দেশের শান্তিতে নোবেল বিজয়ী খেলোয়াড় মৌনব্রতে আছেন। জাতিসঙ , বিশ্বমোড়ল সবাই মায়ানমারকে কিছু না বলে বাংলাদেশকেই খেলে দেয়ার ধান্দায় আছে।

মাতৃভূমি:
বাংলাদেশে ফেরার প্রশ্নে তসলিমা নাসরিনেরর অভিযোগ সরকার তার পাসপোর্ট রিনিউ করে দেয় না। বড়োই বেরহমের কথা।
নূরার মত ছাগলের তিন নাম্বার বাচ্চা যার পাসপোর্ট ফেরত দেয়ার জন্য হাইকোর্ট নির্দেশ জারি করে। তসলিমা আন্তর্জাতিক বেক্তিত্ব তিনি যদি আইনজীবীর মাধ্যমে আদালতের সাহায্য নেন সেক্ষেত্রে বাকশাল সরকারের আমির শেখের বেটির ক্ষমতা নাই তাকে দেশে ফিরতে বাধা দেয়ার।

যমুনা গ্রূপ ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা বলে আরো কিছু বলদ বাঙালির পয়সা খেলে দিলো।













মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৮:২৫

বিটপি বলেছেন: কত রঙ্গ দেখি রে মমিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.