নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙের মানুষ

সপ্তম৮৪

রঙের মানুষ

সপ্তম৮৪ › বিস্তারিত পোস্টঃ

মনের মত মানুষ

০৫ ই মে, ২০২৫ বিকাল ৫:২২



এই মুহূর্তে ড. মুহাম্মদ ইউনূসের মনের কথাটি এই সমন্বয়ক বলে দিয়েছেন। ইউনুস স্যার নোবেল ম্যান। তিনি নিজের মুখে তো আর এমন কথা বলতে পারেন না তাই মবন্বয়ক বাহিনী দ্বারা বলিয়ে নিচ্ছেন।
৫ আগস্টের পরে বাংলাদেশে এখন পর্যন্ত যে সকল অপরাধ ঘটিত হয়েছে সব কিছুই তিনি না দেখার ভান করে চলেছেন । বরং আগের সরকারের তুলনায় দেশে অপরাধ কম বলে চালিয়ে দিয়েছেন। এবং এগুলো সংবাদ মাধ্যম আগের চেয়ে বেশি করে প্রচার করে বলে হাসিমুখে বলে দিয়েছেন।

যে কোন সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতিতে সরকার প্রধানের দায় থাকলেও মহান ইউনুস রয়েছেন দায়হীন।

মানুজন হত্যা করে চলেছে বিএনপি।
চুরি ছিনতাই করছে কিশোর গ্যাং।
দূর্নীতি, ঘুষ, মামলা বাণিজ্য করছে নয়া রাজনৈতিক দল এনসিপি আর বিএনপি জামাত মিলেমিশে।

এসকল অপরাধের সাথে তার কোন যোগসূত্র নাই কারণ মহান স্যারের কোন নিজের দল নাই।

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোন সরকারের আমলের চেয়ে খারাপ এসবে তার কোন ভ্রুক্ষেপ নাই।
তিনি একের পর এক বিদেশ সফর করে চেলেছেন আর হাসিমুখে ফটো খিচে চলছেন।

আজকে নিউজে এসেছে :

সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের পর্যাপ্ত সময় দরকার: ইইউ রাষ্ট্রদূত
তার ভাষায়, অন্তর্বর্তীকালীন সরকারকে ‘শ্বাস নেওয়ার সুযোগ’ দেওয়া দরকা

তারমানে ইইউ বলতে চাইছেন ইউনুস স্যারকে ৫ বচর ক্ষমতায় দেখতে চাই।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৪

সৈয়দ কুতুব বলেছেন: ইইউ কোথাও বলে নাই যে ড. ইউনূস কে তারা ৫ বছর দেখতে চায়। এতই যদি গ্রহণযোগ্যতা থাকে তবে আইএমএফ-এডিবির লোন পাওয়া নিয়ে সংশয় দেখাতো না ইন্টেরিম। ইইউ মে মাসে এ কথা বলছে তার মানে ড. ইউনূস যে নির্ধারিত সময় বলছেন নির্বাচন তার থেকে ৮-১২ মাস দূরে আছে। সকল প্রয়োজনীয় সংস্কার শেষ করা এর মধ্যে সম্ভব।

এবার আসি কঠিন কথায়। ইইউ খুব সম্ভবত চায় এই সরকার রাখাইন প্রভিন্সের জন্য করিডোর দিক। আর সবচাইতে বড়ো সমস্যা বিএনপি ব্যতীত নির্বাচনে পার্টিসিপেন্ট করবে এমন কোনো বড়ো দল রাজনীতিতে নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। কিন্তু আম্লিকের যে বেহাল দশা তারা ৮-১২ মাসের মধ্যে ঘুরে দাড়াতে পারবে কিনা সন্দেহ আছে। সব কিছু চিন্তা করেই ইইউ এমনটা বলেছে। B-)

০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

সপ্তম৮৪ বলেছেন: কয়দিন আগে ইউনুস বলেছেন , দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকেই সমাধান মনে করে তারা নির্বাচন চায় না। আজ ইইউ সেই সুরে কথা বললো।
ইউনুস স্যার তো আবার পশ্চিমাদের পাপেট।

আর আইএমএফ এর লোনের ব্যাপারে হয় তো স্যার বলবেন ওরা লোন না দিলেও দেশে কোন প্রভাব পরবে না।

আওয়ামী লীগ নির্বাচনে না আসাই ভালো। তারা বরং সাইড বেঞ্চে বসে মজা দেখুক কিছুদিন

২| ০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

কামাল১৮ বলেছেন: খাঁটি জিহাদির মতো কথা বলেছেন।সাথে নিন জঙ্গিদের।

০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২০

সপ্তম৮৪ বলেছেন: পাবলিক শেখের বেটিকে নাম দিয়েছিল কওমী মাতা।
এবার হয়তো নোবেল ম্যান ইউনুস খেতাব পেতে পারেন জঙ্গী পিতা।

দুর্জনেরা অবশ্য বলাবলি করেন , সকল ধর্ষিতার পিতার নাম বঙ্গবন্ধু আর সকল ধর্ষকের পিতার নাম মুহাম্মদ ইউনুস।

৩| ০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

যামিনী সুধা বলেছেন:



জাতীয় সুদখোর দেশ চালাচ্ছেন, ইহার থেকে ভালো কিঝতে পারে?

০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

সপ্তম৮৪ বলেছেন: দেশের সকল ভণ্ড হুজুরেরা কয়দিন আগেও মুহাম্মদ ইউনুসকে সুদখোর বলতো এখন সবাই সুর পাল্টে ফেলেছে।
এজন্যই হয়তো বলা হয় জাহান্নামীদের লিস্টে প্রথম কাতারে থাকবে ভণ্ড আলেমরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.