নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙের মানুষ

সপ্তম৮৪

রঙের মানুষ

সপ্তম৮৪ › বিস্তারিত পোস্টঃ

সংস্কারকাল . . . . .

১২ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৬

ভুল অপারেশন করে বিনপি আজ দেশে হৈচৈ ফেলে দিলো।

৫ আগস্টের পর থেকে প্রত্যেকদিন দেশে কোন না কোন ঘটনা ঘটেই চলছে। সবচেয়ে ঘটেছে চাঁদাবাজি, দখল , নারী হেনস্থা, ধর্ষণ।
এসব ঘটনার পর অনেকেই বেশ প্রতিবাদ করেছেন। ইউনূসের আন্ডাবাচ্চা এনসিপি ও টুকটাক প্রতিবাদের নাটক করেছে। তবে মহান ইউনুস সরকার কোন কিছুতেই গা করে নি। বরং লরিয়েট ডক্টর মুহম্মদ ইউনুস বলেছেন দেশে শান্তি শৃঙ্খলা স্বাধীনতার পর সবচেয়ে ভালো আছে। শধু নেগেটিভ খবর প্রচার হচ্ছে বেশি। যদিও সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে ৯ তারিখে। কোন পত্রিকা নিউজ হয়নি। ঘটনা সবার সামনে এসেছে ৪৮ ঘন্টা পরে।

যাই হোক এতোদিন যারা হত্যার শিকার হয়েছে তারা বেশির ভাগ ছিল আওয়ামীলীগের ডেভিল। তাদের মারা যাওয়াতে কারো মনে কোন প্রভাব পড়েনি। একমাত্র অবলা তোফাজ্জ্ল হত্যার ঘটনায় মানুষ একটু আবেগী হয়েছিল। আওয়ামীলীগ হলেও সে ছিল একমাত্র মানুষ। তাকে অমন করে মারা উচিত হয় নি।

বাকি হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা বেশির ভাগ বিএনপির কর্মী। তারা যেহেতু ১৭ বছর লীগের হাতে বুঙ্গা বুঙ্গা খেয়েছে , তাই তারা এখন লীগকে বুঙ্গা বুঙ্গা মারবে ইউনূসের ভাষায় সেটাই স্বাভাবিক।

দেশে এতো হত্যাকাণ্ডের পরও মানুষের মনে কোন প্রভাব পড়লো না কিন্তু গতকাল কি হলো সারাদেশে মানবতা জাগ্রত হয়ে উঠলো।

কারন মারা গেছে সে লীগের কেউ নয়। সে বিএনপির কর্মী ছিল কিন্তু দিনশেষে সে একজন মানুষ। বিএনপি এতদিন খুন খারাবি করেছে ঠিক আছে কিন্তু একজন মানুষ মেরে ভুল করে ফেলেছে। ফলে ইউনূসের আন্ডাবাচ্চা সুযোগ পেয়ে গেছে। তারা আজ বিএনপিকে হত্যাকারী দল বলা শুরু করেছে। মানুষ না মেরে সেইম জায়গায় পাথর মেরে হোক আর আগুনে পুড়িয়ে হোক সে লীগের হলে কোন সমস্যায় ছিল না। দশে আজ এতো হৈচৈ হতো না।

বিএনপিকে ভুল করা চলবে না।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৮

কামাল১৮ বলেছেন: দেশ এখন রাজাকারদের হাতে।তারা যেটা বলবে সেটাই ঠিক।বাকি সব ভুল।

১৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:১১

সপ্তম৮৪ বলেছেন: এই অনুধাবনটা অনেকের মধ্যে নেই। তারা মনে করছে বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে।
সুশীল সমাজ , মিডিয়া এমন ধোঁয়াশা তৈরী করেছে যে দেশ আওয়ামীলীগ মুক্ত হলেই শান্তির বন্যা বয়ে যাবে।

২| ১২ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চলুক। জনগণ পরপর মারা খেতে থাকুক।

১৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৩

সপ্তম৮৪ বলেছেন: বাংলার জনগণ মারা খাওয়া ডিসার্ভ করে। নোবেলম্যানের হাতে মারা খাওয়া আরামই আলাদা

৩| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩১

কিরকুট বলেছেন: বাধিয়ে রাখার মতো বিশ্লেষণ ।

১৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৩

সপ্তম৮৪ বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: এই দেশে আমার দম বন্ধ হয়ে আসছে।

১৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৪

সপ্তম৮৪ বলেছেন: আধার হয়তো কেটে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.