নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙের মানুষ

সপ্তম৮৪

রঙের মানুষ

সপ্তম৮৪ › বিস্তারিত পোস্টঃ

চক্র

২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৫

জুলাই সনদের শক্ত অবস্থান থাকলে অভ্যুথানের ব্যাপারে কটূক্তি করার দ্বায়ে বিএনপির নেতা ফজলুর রহমান সহজে গ্রেফতার হতেন।
সংস্কার কর্তা ইউনুস কোন রকমে যেহেতু সেহেতু মার্ক জুলাই সনদ পাঠ করে আদতে নিজের পুটকি বাঁচিয়েছেন। যার কারণে জুলাই সনদ জুলাইয়ের বীর যোদ্ধারা ভালোভাবে নেননি বরং সনদ ঘোষণার দিন তারা কক্সবাজার সি-ভিক্সে হাওয়া খেতে গেছিলেন।

জুলাই অভ্যুথানের অন্যতম স্টেক হোল্ডার বিএনপির মত শক্ত দলের পক্ষের কেউ জুলাই অভ্যুথানের ব্যাপারে নেগেটিভ কিছু বললে অভ্যুথানের নামে আসলে কি হয়েছে তা জনগণের সামনে খোলাসা হওয়ার চান্স আছে। এজন্য খোদ বিএনপিও বেশ শঙ্কিত। যার জন্য তড়িঘড়ি একশন নিয়ে তাঁকে শোকজ করেছে। যেহেতু তিনি বিএনপির লোক আবার বীর মুক্তিযোদ্ধাও সেহেতু তাকে সহজে ফেসিবাদের দোসর বলে হত্যা মামলা দিয়ে গ্রফেতারও করতে পারছে না।

এখন গ্রেফতার যেহেতু করতে পারছে না কিন্তু তার মুখ তো বন্ধ রাখতে হবে। তাহলে কি উপায়।

উপায় একটাই জনগণের নামে মব দিয়ে তাঁকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করা। এখন সেটাই চলছে আলহামদুলিল্লাহ।

আবার অন্যদিকে দেশের দুইমাত্র দেশপ্রেমিকের এক অংশ বাংলাদেশ সোনাবাহিনীর প্রধান সান্ডা বলেছেন তিনি শক্ত হাতে মব দমন করবেন। কিন্তু মবের মাঠে সোনাবাহিনীকে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। তারা বরং বনানী স্পা সেন্টারে নিজেরাই মব সৃষ্টি করে কাস্টমারদের হয়রানি করে বেড়ান।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১১:০২

কামাল১৮ বলেছেন: এই সব সয়তানী কবে যে বন্ধহবে।জুলাই ভারাটিদের কথা মতো চলতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত।দেশে আরেকটা গন অভুত্থন হবে অচিরেই।

২| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১১:০৭

সৈয়দ কুতুব বলেছেন: সারজিস আলমের শশুর হাইকোরটের বিচারক হয়ে গেছে। সাবধানে লিখবেন । :)

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১:৫৭

কামাল১৮ বলেছেন: ভয় পাই ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.