![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝুমঝুমে এই বৃষ্টি দিনে
পড়ছে না কোন কাব্য মনে
বৃষ্টি ফোটা হাত বাড়িয়ে
উষ্ণ তেষ্টা প্রাণ ভিজিয়ে
মেঘলা আকাশ মেঘলা মন
তুই যে মনে সারাক্ষণ !
চুপসে তপন ছুটছে পবন
আসবিটা তুই কতক্ষণ
আদ্র আকাশ আদ্র চোখের চল
তোর পনেতে মন ডুবিয়ে
উড়ছে ওরা ঝাপটা দিয়ে
ভিজছে পাখা, ভিজছে পাখির দল।
তুই আসবিটা কবে বল
তুই আসবিটা কবে বল
লিখেছিলাম: [5-11-2012]
©somewhere in net ltd.