![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলেদে - ইমরান বেলাল
===============
খুলেদে নারে পাষানী
তোর ঈশ্বরের দোহাই লাগে
তোর রবের দোহাই লাগে
তোর ভগবানের দোহাই লাগে
খুলেদে অামার চোখের বাধন,
খুলেদে অামার মুখের বাধন,
খুলেদে অামার হাতের বাধন,
খুলেদে সকল বাধন
অার রইতে পারছি না এ গুমটভরা অন্ধ ঘরে
অামার দম বন্ধ হয়ে অাসছে
এখানে একটা ফোটাও অক্সিজেনর অস্তিত্ব নেই
শ্বাস্ব রুদ্ধ,বাক রুদ্ধ প্রতিটি মূহুর্ত
অামি সত্যিই মৃত্যুকে অালিঙ্গন করবো
তোকে না দেখে অার যে সইতে পারছি না
বের করে নিয়ে যা এ বদ্ধঘর থেকে,
দোহাই লাগে
অামায় একফোটা শান্তি দে
তুই এতইটা পাষানী?
অামার মৃত্যু অালিঙ্গন দেখতে তোর এতই সখ?
©স্বত্ব কপিরাইট: ইমরান বেলাল
লিখেছিলাম: ১ নভেম্বর ২০১৪
২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৬
ইমরান বেলাল বলেছেন: ক্থার্ক্থা অাপু ভালোলাগার জন্য অাপনাকে ধন্যবাদ
অামার অন্য লেখা পড়ার দাওয়াত রইলো
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৪
ক্থার্ক্থা বলেছেন: হুম ভালো লাগছে