![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়ন - ইমরান বেলাল
-----------------------
ইস্ … কত দিন, কত ভোর, হয়ে গেল
পুলোকিত ঐ দু’নয়ন দেখে না সে
নীলাচোখে নীল কাব্য ওড়ে না
এখন আর ভোরের বাতাসে
হরিণীর মতন টানা টানা আখিঁ
পাপড়ি গুলো ঠিক যেন ডানা মেলা পাখি।
নয়নের আকুলতায়, হৃদয়ের ব্যাকুলতায়,
মোমের মত সময় গলে; ছটফট ছটফট মূর্হূত সারাক্ষন
আচ্ছা,
তোমার নয়ন কোণে’ও কি জমে এক ফোঁটা নোনা জল?
তুমি কি জানো, ঐ নয়ন দুটি তার প্রিয় চন্দ্রমল্লিকা?
সে তোমার সামনে দাড়াবে …
তোমার নয়নে নয়ন বুলাবে …
তুমি একটু মুচকি হাসবে …
লাজুক মনে পলক ফালাবে …
©স্বত্ব কপিরাইট: ইমরান বেলাল
লিখেছিলাম: শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১১
©somewhere in net ltd.