![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু কারণটা কি? - ইমরান বেলাল
====================
কারণ জানতে চাওয়ার তীব্র প্রশ্ন ওঠে ঠিকই
না জানতে চাওয়ার কোন প্রশ্নই ওঠেনা
মানুষের মনুষত্ব্য বলে একটা শব্দ অাছে
মনের ভেতর সুপ্ত এক বিবেক অাছে
কিন্তু মানুষ তাকে কখনো প্রশ্ন করে না৷
সদা সত্য কথা বলে সে
প্রতিটি মানুষের সঠিক পথ প্রদর্শক
বেশি না শুধু একটা
চরম অনৈতিক একটা কাজ করে দেখুন
অাপনার বিবেক কি বলে৷
অার ঐ কারণটার কথা বল্লাম না?
কারণটা থাকুক না ঘুমন্ত
কোনো দিন ডাকবো না৷
একটা কারণ না হয় জীবনে থাকলো অজানা
কোনো দিন ডেকে বিরক্ত করবো না
বন্ধু কারণটা কি?
©স্বত্ব কপিরাইট: ইমরান বেলাল
লিখেছিলাম: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫
©somewhere in net ltd.