![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশেষ - ইমরান বেলাল
= = = = = = = = = = = = =
এখনতো আর সান্তনাও চাই না
পৃথিবীর মেরূ ঘুরে গেছে
বাক রুদ্ধ, শ্বাস রুদ্ধ প্রতিটি মূহুর্ত
হীজল বনে আর ডাহুক ডাকে না
কেটে গেছে আমাদের সহিঞ্চু সময়
আজো রোদের কিরণ ভেদ করে এই ছোট্ট কায়া
ভালোবাসতে আলিঙ্গন
আর না বাসতে বিস্তর প্রতিক্ষা।
চূর্ণ-বিচূর্ণ আজ এ জাহান
ঝোড়ে গেছে তিমির মহাআকাশের ওপাড়ে
কুৎসিত মন নিয়ে আর কত?
এবার চির ক্ষ্যামা যাবার অনিকেত যাত্রা
তবুও সেভেনার জল গড়িয়ে আটলান্টিকে
তবুও আদিত্য আসে পূব গগণে এখনো . . .
©স্বত্ব কপিরাইট: ইমরান বেলাল
লিখেছিলাম: শনিবার, ২৯ জুন ২০১২
©somewhere in net ltd.