![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলপ্রজাপতি নীলঅপূর্ণা- ইমরান বেলাল
= = = = = = = = = = = = = = = =
ওগো প্রিয়তমা কোথায় তুমি?
কোথায় অামার নীলপ্রজাপতি নীলঅপূর্ণা?
নীলরাজ্যের রাজপুত্র হয়ে
নীলসাগরের পর্ব থেকে পশ্চিমে
ছুটে মরি তোমায় খুজি৷
নীলঅাকাশের পানে চেয়ে
খাখা মরুভূমিতে হতাশাগ্রস্থ
তোমার তেষ্টায় চোখ বুজি৷
কোথায় তুমি প্রিয়তমা?
কোথায় অামার নীলাম্বরি নীলঅাল্পনা
নীল ডানা মেলে এসো
নীল জল নিয়ে এসো
নীল ভালোবাসাতে এসো
নীল জামদানি শাড়ীতে এসো
দুহাত ভরে নীল কাচের চুড়িতে এসো
চোখের পাতায় দিও নীলাভ ছায়া
চোখে নীল মাশকারাতে এসো
নীল কানের দুলেতে এসো
ঠোটে দিও নীল অাভা
নীল পায়েলে চুপটি করে এসো
নখে দিও নীলচে অাচর
নীলরাজ্যের নীলপুকুরের পাড়ে
নীলাভ চুমু জমিয়ে জমিয়ে
নীলশেফালীর পাদদেশে বসে
তোমার নীল ভালোবাসার অপেক্ষায়৷
©স্বত্ব কপিরাইট: ইমরান বেলাল
লিখেছিলাম: শনিবার, ১৩ এপ্রিল ২০১৩
©somewhere in net ltd.