![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলো আরেকবার উড়ি - রাফা
= = = = = = = = = = = =
সকালে রোদে তুমি আমি হাঁটব পথ হারা,
নিয়ম ভেঙ্গে তুমি আমি বলবো সব কথা।
রংধনু বাতাসে তুমি আমি হাসবো সারাক্ষণ,
আলোর মিছিলে তুমি আমি আসবো প্রতিক্ষণ।
মুহুর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও,
সুখের মলাটে গাইবো আনমনে তুমি আর আমি।
চলো আরেকবার উড়ি, চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার হারায়, তুমি আর আমি।।
চলো আরেকবার উড়ি, চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার কাছে আসি শুধু তুমি আর আমি ।।
জ্যোৎস্নার আগুনে তুমি আমি পুড়বো সারা রাত,
ঝড়ো বাতাসে তুমি আমি ভিজবো সারা রাত ।
সুখ ওড়াবো আসুক যতই অভিমানে,
সুখের বুনো স্রোতে গাইবো আনমনে।
মুহুর্ত হাসবে যতই, আড়ালে থাকি তবুও,
সুখের মলাটে গাইবো আনমনে তুমি আর আমি।
চলো আরেকবার উড়ি, চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার হারায়, তুমি আর আমি।
চলো আরেকবার উড়ি, চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার কাছে আসি শুধু তুমি আর আমি ।।
চলো আরেকবার উড়ি, চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার হারায়, তুমি আর আমি।
চলো আরেকবার উড়ি, চলো আরেকবার ভাসি,
চলো আরেকবার কাছে আসি শুধু তুমি আর আমি ।।
Drama: অতঃপর
Singer : Reaf Al Hasan Rafa
Lyrics By - Shafayet Monsoor Rana
Star Cast: Jhon Kabir, Aporna Gosh
Directed by: Shafayet Monsoor Rana
Aired: Bangla Vision 14 February 2014
Published by PR Productions
Song: https://www.youtube.com/watch?v=F02yS3ywEB0
Drama Watch: https://www.youtube.com/watch?v=dbnDeW5nJgA
©somewhere in net ltd.