![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামি রাজনীতি একটুও পছন্দ করিনা,
তবে বাংলাদেশে যে গবেটমার্কা কতোগুলো রাজনীতিবিদ অাছে মাঝেমাঝে তাদের কথা শুনলে ব্যাপক জোকস লাগে
অাশুরার দিনে হোসনে দালানে বোমা ফাটাইসে নাকি অাই.এস অাবার অার একজন বলে মানবতাবিরোধীরা তাদের রায় বানচাল করার জন্য নাকি বোমা ফাটাইসে, ওরে অাকেতের ভাই মকেত বাংলাদেশে অাই.এস অাসবে কোত্থেকে?
অার রাজনীতি করেন এটা বোঝেন না যে অাই.এস কার তৈরী? দেখছেন না, আইএস কে কারা মারছে অথচ পশ্চিমারা চুপ।
জানেন কেন চুপ? আইএস কে প্রসব করছে ঐ পশ্চিমারা ।
অবাক লাগে যে, বাংলাদেশে রাজনীতিবিদরা রাজনীতি করে অথচ একটা সাধারণ জ্ঞানে বোঝেনা যে এটা দেশের কোন চাল না,
দেশের মধ্যে সাম্প্রদায়িক বড় কোন্দল তৈরি করার অপচেষ্টা, অামাদের বাংলাদেশে শিয়া অার সুন্নির মধ্যে কোন্দল তৈরি করার অপচেষ্টা,
যেমনটা অামরা ইরাকে ইরানে অাফগানিস্তানে দেকতে পাই,
কিছুদিন অাগে যেমন মায়ানমার বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগানোর পায়তারা চলেছিল, কারন কি জানেন? বলছি,
কত বড় সাহসপায় দেখেন, পশ্চিমা ছায়ার বদৌলতে অামাদের দেশের বিজিবি সোলজার নায়ক অাব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায় তারপর শান্তিচুক্তির মাধ্যমে ছেড়ে দেয়া হয়. তার বিনিময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ৫৫০ জনেরও বেশি রাখাইন। সেসময় যেহেতু কোনরকম যুদ্ধ বাধাতে পারেনি এবার একটু অন্য ধাচের গুটিবাজি করা যাক, শিয়া অার সুন্নির মধ্যে কোন্দল লাগানো যাক।
ভাবুনতো একবার পশ্চিমার কোন দেশের সোলজারকে বাংলাদেশ অথবা ভারত ধরে নিয়ে অাসলো কি ঘটতে পারে নিশ্চই আন্দাজ করতে পারছেন, বাংলাদেশ অথবা ভারত তামাতামা বানাবে। ভালোয় ভালোয় বঙ্গপসাগরের সম্পদ দে নইলে খবর আছে।
দেখেন না চুপ থাকার জন্য চ্যাম্পিয়ন অব দা আর্থ পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রীকে,
আর তারপর বঙ্গপসাগরে যৌথ নৌ-জাহাজের মহড়া দিয়েছে কারা?
অারে ভাই থামনে, যুদ্ধতো এখনো লাগেনি, লাগলে বুঝবেন কত ট্রিগারে কত বুলেট।
এটাতো কেবল প্রাথমিক অালামত ৫-৬ বছর যেতে দেন দেখা যাক কি হয়।
বিঃদ্রঃ এটা আমার সম্পূর্ন ব্যক্তিগত অভিমত, কারো অনুপ্রেরনা বা পরামর্শ না, ভুল হলে ক্ষমা চাচ্ছি।
©somewhere in net ltd.